![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
প্রিয় বন্ধু, যার সাথে দেখা হয়েছিল কুয়াশামাখা একটি হরতালের সকালে। সারারাত গপ্পো মেরে ভোঁরবেলায় নেয়া হলো দেখাদেখির সিদ্ধান্ত। ও এলো হল থেকে আর আমি গেলাম বাসা থেকে চুরি করে। দুঃসাহসিক অভিযান!
নিজের ইচ্ছেকে চুরি করে ফিরেছি বহুবার...এভাবেই!
হয়নি হয়নি, ছবিটা একদম হয়নি! তারপরও এঁকে খুব ভাল্লাগছে :-)
-
ওকে আমি 'পাতলা' বলে ডাকি! :#>
-
ক্লোজশট
-
ইনি পেন আর্নার যিনি ঘুমিয়ে ঘুমিয়ে আঁকেন... আপাতত ঢাকাই থাকি। কী বলেন?
২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪
পেন আর্নার বলেছেন: আগে বৈদেশ হইতে ফিরিয়া লই
২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭
পেন আর্নার বলেছেন: স্বরূপে এক মিষ্টি বাঙালি নারীরুপে ফিরিবো। সেইদিন আমি খুব নীল নীল সাজিবো! :#>
২| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বেশিদিন ঢাকা থাকলে ভাইটামিন-ডি এর অভাব হইতারে।
২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮
পেন আর্নার বলেছেন: আমার ভিটামিন-ডি আমার ভেতরেই তৈরি হয়, মনের আলো হতে। :-)
তবুও, জ্ঞান বিলিবার জন্য ধন্যবাদ!
৩| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২
আমিনুর রহমান বলেছেন:
আমেরিকায় আবার কবে ঢাকা হইল
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৬
পেন আর্নার বলেছেন: এই ঢাকা সেই ঢাকা নয়!
৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৮
রাখালছেলে বলেছেন: অসাধারন ছবি ও আপনার হাত। অনুশীলন অনেক কিছুরই জন্ম দেয় যা আপনার ভেতরে লালিত হচ্ছে । চালিয়ে যান ।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০২
পেন আর্নার বলেছেন: কথাগুলো খুব ভাল লাগলো।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৫| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬
ইফতেখার ভূইয়া বলেছেন: যথারীতি.... ++++
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১১
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৬| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
অদৃশ্য বলেছেন:
আপনার পেন্সিলের হাত দেখে আমার খুবই ইচ্ছে হচ্ছে আমার একটি ছবি আঁকিয়ে নিই আপনার কাছ থেকে!
অপূর্ব...
যার ছবিটা আঁকলেন তার এক্সপ্রেশনটা দূর্দান্ত... আপনি অত্যন্ত চমৎকারভাবেই তার সময়টুকু পেন্সিল দিয়ে আটকে ফেলেছেন...
শুভকামনা...
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৫
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে। হয়ত ফুটিয়েছি, জানিনা। ভাল আঁকার চেষ্টা অজান্তে হয়ে যায়। কিন্তু ছবির মাঝে যদি ইমপারফেকশন থেকে যায়, তো আমার খুব ভাল লাগে।
খুব ভাল থাকুন, না চাইলেও :-)
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ঢাকা থেকে খুলনা কবে আসবেন ?