![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
ভাললাগে, নদী আমার খুব ভাল লাগে। নৌকায় করে নদীর পানিতে ভাসতে অদ্ভুদ ভাললাগে। অদ্ভুত লাগে নৌকায় শুয়ে বিশাল আকাশটাকে দেখতে! মাঝে মাঝে হঠাৎ মনে হয়, 'সাঁতার তো জানি না। যদি পড়ে যাই!' তাই ভয়ও লাগে। তবুও ভাসতে ভয় পাই না।
এমন ভয় না পাওয়াটা কি আমার মনের নিছক বাড়াবাড়ি বা আদিখ্যেতা? নাকি নদীর প্রতি আমার অবচেতন ভালবাসা?!
গ্রহণ করতে হলে, কারো ভাল বা মন্দ দিক দুটোই গ্রহণ করতে হয়। আমিও তাই করলাম। বিশ্বাসের মাত্রা যেখানে অল্প, সেখানে ভয় ভালবাসার অনেক অনেক আগে। নতুবা নয়।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
পেন আর্নার বলেছেন: ভালো কইছেন। একবাটি ধইন্যা ভর্তা!
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬
জনি_ইংলিশ বলেছেন:
হুমমম!!!!
বুঝোলাম, আপনি প্রেমে পরেন নাই, প্রেম আপনার উপরে পরছে।
ভয় নাই, ছাপ দেন, রিক্স না নিলে সাতার শিখা যায় না।