![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
মাঝে মাঝে মনে হয়, আমি এখানকার কেউ না।
গোছানো একটা ঝলমলে ভিড়ে আমি কেবলই যেন একটা অযথা উপাখ্যান।
আমার রাতযাপন, দিনের মতই শুধু এক স্থবির চেয়ে থাকাসম।
আমার কোনো মত নেই কোথাও। নেই রঙের বিচার।
আমি এক নিষ্ঠুর উদারতা পুষে প্রতিদিন টেনেটেনে ছিঁড়ি আমার প্রত্যেকটি রক্তনালীকে।
আমি নিজেই নিজের রক্তচোষক এক বাড়তি উপাখ্যান।
অযথা ফুলে ঢাউস হয় আমার কষ্টের কোষগুলো।
আমার মৃত্যু হয়না।
আমার বেঁচে থাকাও হয়না। জীবাশ্ম থেকেই আমি এক জীবন্মৃত উপাখ্যান।
আমার কোন ভেদ নেই।
আমার কোন ক্ষেম নেই।
আমি এক আঁধারপন্থী উপাখ্যান।
আমি ছিন্ন নই, বিচ্ছিরি আমার সমস্ত বিচ্ছিন্নতা।
আমি এক খোঁড়া উপাখ্যান।
আমার সমস্ত ব্যাখ্যার প্রসঙ্গই ভুল। আমি পারি, সদ্যজাত ভালবাসাকে বিক্রি করতে একা থাকার লোভে।
আমি এক লোভী উপাখ্যান।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭
পেন আর্নার বলেছেন: হয়তো, আরমান ভাই।
ধন্যবাদ। ভালো থাকা হোক। :-)
২| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
জীবাশ্ম থেকেই আমি এক জীবন্মৃত উপাখ্যান।
তাইতো
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮
পেন আর্নার বলেছেন: কেমন আছেন কাণ্ডারী ভাই?
৩| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১
বশর সিদ্দিকী বলেছেন: নিকেকে উপলব্ধি করাটা আসলেই দরকার।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯
পেন আর্নার বলেছেন: জ্বী। ঠিক তাই।
ধন্যবাদ।
৪| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। ভালো হয়েছে লেখাটা!
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া! :-)
ভালো থাকুন সবসময়।
৫| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি এক নিষ্ঠুর উদারতা পুষে প্রতিদিন টেনে টেনে ছিঁড়ি আমার প্রত্যেকটি রক্তনালিকে।
অসাধারণ শব্দবিন্যাস ও বাক্যনির্মাণ।
শুভ কামনা।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১০
পেন আর্নার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে এরকম উৎসাহ দেবার জন্য। ভালো থাকুন সবসময়।
৬| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সত্যিই অসাধারণ লাগলো, মন ভরিয়ে দেয়া কবিতা একটি!
শুভকামনা জানবেন কবি!
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১১
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ লিও ভাই। :-)
জানলাম। আপনার জন্যেও শুভকামনা রইল।
৭| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০০
অদৃশ্য বলেছেন:
কঠিন ভাবনা... এভাবেতো সবাই ভাবতে পারেনা...আবার মনে হয় ঠিক এভাবেই অনেকেই ভাবে... আর প্রত্যেক মানুষের ভেতরেই থাকে এক লোভী উপাখ্যান...
চমৎকার একটি লিখা...
শুভকামনা...
২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:১১
পেন আর্নার বলেছেন: আসলেই থাকে। কিন্তু সেটার প্রকাশ কিংবা নিজের কাছে সেটার গ্রহণযোগ্যতাটি এভাবে হয়ে ওঠে না। লিখতে পেরেছি, তাই ভালো লাগছে।
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০২
একজন আরমান বলেছেন:
এমন উপলব্ধি করাটাও অনেক বড় একটা ব্যাপার। সবাই এমন ভাবে ভাবতে পারে না।