![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
পৃথিবীর ছিদ্র উৎসবে
ডানা ঝাপটায় মৃতপ্রায় পাখি।
বিভ্রাট আর অস্থিরতা
থেকে দূরে,
স্থিতির কাছে জমা করেছি সময়ের অনেক অনেক খণ্ড।
হিসেবগুলো বুঝে রেখেছে মন।
আর কোনোকিছুতেই নতুন করে
সন্ধি গড়ার প্রয়াস নেই।
আমি এখন-
একা থাকতে পারি উৎসব ছেড়ে,
কোলাহল ছেড়ে।
আমি এখন-
খুব শান্ত হতে পারি উৎসবের কাছে,
কোলাহলের কাছে।
আর দেখতে পারি শুধু তোমাকে,
তুমি এক নীরবতা-
প্রকৃতির অবিচ্ছেদ্য অংশের এক অমোঘ অংশ।
তোমার সমস্তটা,
আমার পাশে বসে যেন অন্তরীক্ষের নক্ষত্র গোনে।
তোমার সমস্তটা,
আমার গায়ে বৃষ্টির গন্ধজুড়ে যেন এক ছোঁয়াচে ফাগুন আনে।
তোমার অযুত করপুটে আমার মুখখানা ধরে রেখেছো
কবে থেকে?!
...এই নীরবতা!
তোমার বিলোল সাধনার অন্যমনস্ক একটি খেয়াল
আমায় দেবে কি?
২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আরমান ভাই। জ্বী, নিজেকে এবং নিজের চারিপাশকে।
পড়ার জন্য আবারো ধন্যবাদ।
ভালো থাকুন।
২| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন। :-)
৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার কবিতা লিখছেন আপনি। শুভেচ্ছা।
২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৭
পেন আর্নার বলেছেন: চেষ্টা করছি, সবসময় :-)
ভালো থাকুন।
সবসময়...
৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮
মামুন রশিদ বলেছেন: দারুণ! ভালো লেগেছে কবিতা ।
২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে। ভালো থাকা হোক সবসময়।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫
একজন আরমান বলেছেন:
আবারও সুন্দর একটি কবিতা।
অবলোকন বুঝি নিজেকে? নিজের চারপাশকে?
স্থিতির কাছে জমা করেছি সময়ের অনেক অনেক খণ্ড।
হিসেবগুলো বুঝে রেখেছে মন।
আর কোনোকিছুতেই নতুন করে
সন্ধি গড়ার প্রয়াস নেই।
আমি এখন-
একা থাকতে পারি উৎসব ছেড়ে,
কোলাহল ছেড়ে।
এই লাইনগুলি বেশি ভালো লেগেছে।