![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
স্কেচঃ অজানা একজনের করা
এই সমস্ত ঘটে চলবে-
সত্যি ঢাকা কতগুলো অপূর্ব মিথ্যার গল্প,
অবিরাম বলে চলবে কেউ।
বেজে চলবে সুরের তানপুরা
কষ্টের বাঁশি ছাপিয়ে
তারই মন্দিরে!
অনিরুদ্ধ দ্বারের দেয়াল ঘেঁষে
পিঠ ঠেকবে না কারো,
ভাবনাগুলো এভাবেই
ঝলমল মখমলে শোভা নিয়ে
ভেতরটা চিরে চিরে আর্তনাদ করে উঠবে খুব!
কার কী পথ- কে ই বা তা
নিজে বেছে রাখে,
যে-
নিরন্তর হবে কোনো
যাওয়া-আসার উৎসব কোথাও!
সবি সত্য, যা সবে দেখে।
সবি মিথ্যে, যা সবে বোঝে।
সত্য-মিথ্যার এই প্রভেদ করার জন্য
জীবনের হাতে সময় আছে খুবি অল্প,
তার মাঝেও,
ভালবাসার জঞ্জালে বসেই
কাটিয়ে ফেলেছি
জীবনের অর্ধাংশ...
এই সমস্ত ঘটেই চলবে-
সত্যি ঢাকা কতগুলো অপূর্ব মিথ্যার গল্প,
অবিরাম বলে চলবে কেউ।
আমার অসুখ হয়েছে।
কাউকে ভালবেসে ফেলার ভীষণ বাজে অসুখ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট ।
ভাল থাকুন নিরন্তর।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১০
সায়েদা সোহেলী বলেছেন: এ অসুখ ভীষণ বাজে অসুখ , অতি দ্রুত নিরাময় প্রয়োজন নতুবা মৃত্যু নিশ্চিত
কবিতায় প্লাস
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপু। আর হ্যাঁ, সত্যিই অতি দ্রুত নিরাময় প্রয়োজন।
যাই হোক,
ভাল থাকা হোক, এই কামনা।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৩
রাইসুল নয়ন বলেছেন:
অসুখটা থাকুক,কবি।
আর একেক সময় একেক রঙে সাজুক সে কামনাই করি।।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ রাইসুল ভাই।
আচ্ছা, যা থাকার থাকুক আর যা না থাকার তা নাইবা থাকুক। কিছুই যেন এসে যায় না।
আপনি ভাল থাকুন। শুভকামনা।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩২
মামুন রশিদ বলেছেন: ভীষণ বাজে অসুখ! কবিতাটা সুন্দর!
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকুন নিরন্তর। লেখাটি পড়ার জন্য কৃতজ্ঞ।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি ভীষণ সুন্দর হয়েছে,,,,,,,
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৭
পেন আর্নার বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আপনাদের ভাললাগা পেলে লেখা সার্থক মনে হয়।
ভাল থাকবেন ।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাইয়া।
কেমন আছেন আপনি? আপনাদের ভাল কাজের জন্য সবসময় শুভকামনা।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: সত্য-মিথ্যার এই প্রভেদ করার জন্য
জীবনের হাতে সময় আছে খুবি অল্প,
তার মাঝেও,
ভালবাসার জঞ্জালে বসেই
কাটিয়ে ফেলেছি
জীবনের অর্ধাংশ...
চমৎকার লাগলো।
পন্ড শ্রমেই জীবন শেষ হয়ে এলো। জীবনের একটা দিন কেউ ফিরিয়ে দিতে পারবে ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২
পেন আর্নার বলেছেন: ফিরিয়ে দেবার মত মানুষের কাছেইবা কী আছে, আর ফিরিয়ে আনবার মত ধৈর্যইবা কোথায় আমাদের!?
ধন্যবাদ ভাইয়া। তবু, শুভকামনা রাখছি। ভাল থাকুন।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! বেশ ভালো লাগলো
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি।
ভাল থাকুন নিরন্তর।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮
শুঁটকি মাছ বলেছেন: ছবি ও কবিতা দুটোই সুন্দর!
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৮
পেন আর্নার বলেছেন: লেখাটির জন্য আপনার ভাললাগা নিলাম।
ছবিটির জন্য আর্টিস্টের প্রতি ভাললাগা জমা রেখে দিলাম।
ভাল থাকুন আপনি। শুভকামনা।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮
ছেলেমানুষ_ বলেছেন: এই সমস্ত ঘটেই চলবে-
সত্যি ঢাকা কতগুলো অপূর্ব মিথ্যার গল্প,
অবিরাম বলে চলবে কেউ।
দারুণ লাগল কবি। অভিনন্দন জানাই।
এই সমস্ত ঘটেই চলবে
রাতের আড়ালে মানুষ পিশাচ হবে
ট্রাফিক সিগন্যালে কিশোরী মেয়েটা দাঁড়িয়ে থাকবে
একা, বড় ক্লান্ত সে
কুয়াশা পাক খেয়ে ঘুরতে থাকবজে
যেন ঢেকে দেবে মেয়েটির লজ্জা।
এই সমস্ত ঘটেই চলবে
কিছু মাতাল গান গাইবে রাস্তায়
গলির কোণের নেড়ি কুকুরটা করুণ সুরে ডাকবে
আলো জ্বলা ঘরগুলোর কোনটায়
পুরুষ ভালবাসবে তাঁর নারীকে
আর
ট্রাফিক সিগন্যালের সেই কিশোরী মেয়েটা,
না, সে কোন পুরুষ পাবে না,
সে পাবে পিশাচ।
আপনার লাইনটা ব্যবহার করে ফেললাম। আশা করি কিছু মনে করবেন না। শুভকামনা।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৭
পেন আর্নার বলেছেন: অনুভূতি তো কারো কিনে নেওয়া নয়, অনুভূতি সবারই।
কিছুই মনে করার নেই।
ধন্যবাদ ভাইয়া। ভাল থাকুন সবসময়।
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক অনেক ভালো লাগলো!
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৪
পেন আর্নার বলেছেন: এটা জেনে আমারও ভাল লাগলো।
ব্লগে স্বাগতম। আশা করি ভাল ও সুস্থ থাকবেন।
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০
অপরিচিত একটা মানুষ বলেছেন: আমার অসুখ হয়েছে।
কাউকে ভালবেসে ফেলার ভীষণ বাজে অসুখ।l
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২২
পেন আর্নার বলেছেন: ব্লগে স্বাগতম।
ধন্যবাদ ও শুভকামনা।
১৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯
সামাইশি বলেছেন: আবেগের সুন্দর প্রকাশ। কবিতা ভালো লেগেছে। শুভ কামনা রইলো।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৩
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দাদা।
কৃতজ্ঞতা।
ভাল থাকবেন নিরন্তর।
১৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭
সুমন কর বলেছেন: কবিতা অনেক ভাল লাগল। আর ছবিটা যেই আঁকুক না কেন, অসাধারণ!!
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২২
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সুমন কর।
ভাল লাগলো।
ভাল থাকবেন সবসময়
১৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ভালো লাগল তো খুব।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৯
পেন আর্নার বলেছেন: কৃতজ্ঞ।
ভাল থাকুন নিরন্তর।
১৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১
সকাল রয় বলেছেন:
আমার অসুখ হয়েছে।
কাউকে ভালবেসে ফেলার ভীষণ বাজে অসুখ।
প্রেমে পড়লে যা হয় আর কি?
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৮
পেন আর্নার বলেছেন: তাই বোধ করি। -_-
১৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
নীহারিক০০১ বলেছেন: আমার অসুখ হয়েছে।
কাউকে ভালবেসে ফেলার ভীষণ বাজে অসুখ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৮
পেন আর্নার বলেছেন: হম।
ব্লগে স্বাগতম আপু।
১৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সমাপ্তিতে কবিতা আরো দূর্দান্ত হয়ে গেছে।
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৫
পেন আর্নার বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৬
খেয়া ঘাট বলেছেন: আমার অসুখ হয়েছে।
কাউকে ভালবেসে ফেলার ভীষণ বাজে অসুখ।
+++++++++++++
স্কেচটাও দারুন
++++++++++++++