![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
''দু'হাত ছড়িয়ে ঈশ্বরের কাছে যখন পাখি হবার ইচ্ছা জানাই-
আমার কল্পনায় ভেসে ওঠে দু'টি শুকনো করুণ ডানা,
অতীত এবং ভবিষ্যতের একটি স্বচ্ছ প্রতিচ্ছবি-
একটি পাখি। একটি শিশু।
ক্ষুধায় ক্লিষ্ট ও
জীর্ণপ্রায়।
হাতের আঙ্গুলজুড়ে ক্ষুধা
তার,
নখরজুড়ে ক্ষুধা!
তার ছোট্ট পায়ের প্রতিটি পদক্ষেপে লেখা আছে
এক একটি দুর্ভিক্ষের
স্বরচিত ইতিহাস!
ইতিহাস-
অন্ধতার আঁধারমোড়ানো ক্ষুধার।
ইতিহাস-
জ্যোৎস্নার নিচে হাঁ-করা ক্ষুধার।''
''ক্ষুধার জন্য-
কত কত শিশুকে ঘুমপাড়ানি গান থেকে বঞ্চিত হতে হয়?
নিয়নের মতই ঝাপসা অঙ্ক, সে ক্ষুধার হিসাবে। ''
ক্ষুধা থেকে-
জন্ম, যে হাতের রেখায় একটি দানারও নিশ্চয়তা নেই
পেন্সিল ধরার শক্তি তাতে আসবে কীভাবে!''
''কত কত ক্ষুধা
দরিদ্র হতভাগা পেটে!
নগরের বসতি ঘেঁষে!
স্বর্ণলতার মত গজায় প্রতিদিন- প্রতিযোগী ক্ষুধা
আর, ক্ষুধার প্রতিযোগিতা। ''
''শত সহস্র বছর ধরে-
গদির কোলে ঝিমিয়ে নাদুসনুদুস রাজা শুনিয়ে চলেছে আনন্দের বাণী,
কিন্তু একটি এতিমকে খেতে দেবার আনন্দ কী হতে পারে-
সেটা উপলব্ধি করবার মত ভাগ্যও তার কপালে জোটেনি!
ঋতু বদলের সাথে, ক্ষুধারও বদল হবে
বদল বলো আর আগ্রাসন,
কীইবা আসে যায় তার সেখানে?''
''তবু নিশ্চিত জানি,
একদিন ল্যাম্পপোস্টের নিচ থেকে জন্ম নেবে ক্ষুধাক্লিষ্ট
নজরুল, ঈশ্বর, জীবনানন্দ।
যুগে যুগে
রুদ্র'র মত আরও রুদ্ররা জন্ম নেবে।
একহাতে একবেলার সিঙ্গারা আর অন্যহাতে আরেকবেলার অনিশ্চয়তা নিয়ে
মুক্তির বাউল হবে তারা!
তারা কবিতা লিখবে!
জীবনকে অর্ধাঙ্গির মত করে ভালবাসবে!
ক্ষুধাকষ্টকে বুকেপিঠে করে
মানুষ বানাবে তারা!
উপলব্ধি করবে মরম পর্যন্ত!
সরণী করে তুলবে তারা
মুক্তির সমস্ত উপাখ্যানকে!
মুক্তির পথে,
ক্ষুধাগুলোই
তাঁদের এক একটি খতিয়ান।
জানি একদিন,
ক্ষুধার হৃদভূমিতে জন্ম নেবে তৃপ্তির প্রথম শস্যদানা।
আনন্দের বানে ভাসবে- মানুষ,
শহর,
গ্রাম গ্রাম!
প্রতীচ্য থেকে অগণিত গোপন গোপন জানালা গলে
স্নাইপারের চোখগুলো দেখবে-
সোনার ধানের ওপর খেলা করছে ক্ষুধাজয়ী একটি শিশু,
একটি পাখি,
বাংলাদেশ!''
বৈচিত্র্য তাঁদেরই হয়, যারা জীবন্ত।
মৃত্যুর পর কোনো বৈচিত্র এলে, সে বৈচিত্র্য দেখার মত কেউ থাকে না। তাই, দেহে যতক্ষণ রক্তনদী বয়, হাতে মুক্তির কলম ধরা যাক! যা বলে গেছেন নজরুল-জীবনানন্দরা, এই প্রজন্মকে সেই অভিযোগ করার ক্ষেত্রটি আমরা না দেই!
অন্যের স্বাধীনতাকে নিশ্চিত না করে, নিজের স্বাধীনতা রক্ষা করা যায় না। আর ঐ ক্ষুধাক্লিষ্ট মুখগুলো তো আমদেরই সন্তান! মাটির অংশ!
ক্ষুধার অধীনে একটি জাতিকে বন্দী রেখে আমি তো উড়তে পারি না।!
- পেন আর্নার
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আমার ব্লগে স্বাগতম।
ভাল থাকবেন।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮
অদৃশ্য বলেছেন:
likhati chomotkar...
bangla likhte problem tai olpotei khob valolagata janiye gelam...
shuvokamona...
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩
পেন আর্নার বলেছেন: অনেকদিন পর আমার ব্লগে এলেন ভাইয়া।
কেমন আছেন?
আচ্ছা, সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন সবসময়।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
পেন আর্নার বলেছেন:
ধন্যবাদ ভাই।
স্বাগতম আবারো।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫
কালোপরী বলেছেন: ভাল লাগল
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপু।
শুভেচ্ছা।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮
রাইসুল নয়ন বলেছেন:
অত্যন্ত শাণিত লেখা,
দহন তো এমনই হওয়া উচিৎ ।।
স্যালুট কবিকে ।।
এমন আরও চাই ।।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০২
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ নয়ন ভাইয়া। দোয়া রাখবেন, দহনের ফল যেন কর্মেও ফলে।
ভাল থাকা হোক সবসময়।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫
চিরতার রস বলেছেন: ''তবু নিশ্চিত জানি,
একদিন ল্যাম্পপোস্টের নিচ থেকে জন্ম নেবে ক্ষুধাক্লিষ্ট
নজরুল, ঈশ্বর, জীবনানন্দ।
যুগে যুগে
রুদ্র'র মত আরও রুদ্ররা জন্ম নেবে।
দুর্দান্ত কবিতা।