![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
জীবনের গত দশটি মাসে একটা ব্যাপারই বেশ কয়েকবার দেখেছি-
কোনোকিছুকে অনায়েসে ছেড়ে দেয়া।
উপলব্ধি করেছি বারবার-
'থাকবে না', এটাই স্বাভাবিক।
ছয় বছর ধরে লিখছি
কী লিখছি?
জানিনা।
কিন্তু যদি বলি, কিছুই লিখতে পারিনি
তাহলে ভুল বলা হবে।
এই ছয়টি বছরে
আমি ছয়টি বছরকেই লিখেছি।
প্রতিটি বছর
খুব সত্যি,
প্রতিটি বছরের সাথে জীবনের লেনদেনগুলোও
খুব সত্যি।
এই মুহুর্তে-
মায়ের কোলে, সন্তান মরে যাওয়ার যে কষ্ট-
সেটা একটু একটু অনুভব করছি।
গতকালকের দিনটা অনেক মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে গেছে। হয়তো অনেককিছু মনগর্ভে চলে এসেছে, কিন্তু প্রসব করতে পারছি না।
প্রসব করার সময় আসেনি, নাকি কখনোই প্রসব করবো না?- জানিনা।
তবু, আমার ভেতর একটা শান্তি আছে। শান্তিটা, অনুভব করতে পারার শান্তি।
''আমার জন্য যে তারে সৃষ্টি করা হয়েছিল-
সেটুকু জানতে পেরেই আমার মনের ভেতরে শান্তির ঠাঁই হয়েছে।
সমাজের আটপৌরে জীবনে
তার সাথে আমার ঘর না বাঁধুক,
তবুও জানবো-
আমি তার দেখা পেয়েছিলাম।
আমি জানবো-
সে এসেছিল
কেবলই আমার জন্যে।''
(আমার দিনগুলোর এখন সবটাই এলোমেলো)
১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৫
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
ব্লগে স্বাগতম। ভাল থাকা হোক সবসময়।
২| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৯
অদৃশ্য বলেছেন:
অনুভূতি অথবা উপলব্ধি ... খুব ভালো লেগেছে আমার... নিজের ভেতরেও অনেকটা অনুভূতি অথবা উপলব্ধি বোধ তৈরি হলো বলে...
শুভকামনা...
১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭
পেন আর্নার বলেছেন: কিছু শব্দ দিয়ে মানুষের মাঝে ভাললাগা জাগাতে পারলে আমার ভাল লাগে।
শুভ দুপুর অদৃশ্য ভাই।
৩| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১১
আমিনুর রহমান বলেছেন:
কেমন আছিস তুই?
১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৪
পেন আর্নার বলেছেন: বলি, ওয়েট খান।
৪| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন: অনুভূতিগুলো বেশ ভাল লাগলো।
১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৩
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৫| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ছয় বছর !
১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৩
পেন আর্নার বলেছেন: ছয় বছর তো ছয়টা দিনের মত!
৬| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:২০
মামুন রশিদ বলেছেন: এলোমেলো দিনগুলো গুছিয়ে আসুক । শুভ কামনা ।
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৩:৪৭
পেন আর্নার বলেছেন: জী, ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা।
৭| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৩
আমিনুর রহমান বলেছেন:
আর কত ওয়েট খামু
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৩:৪৬
পেন আর্নার বলেছেন: মন্দ নাই গো ভাই। দেশে আসছি
৮| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৮
হাসান মাহবুব বলেছেন: এলোমেলো হওয়ার একটা মজা আছে। তবে স্থায়ী হয়ে গেলে সমস্যা।
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৩:৪৫
পেন আর্নার বলেছেন: জী।
৯| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ওয়েট খাইতে খাইতে যায় বেলা
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৩:৪৫
পেন আর্নার বলেছেন: আমি ভাল আছি- এটা বলবো না তবে, খুব মন্দ নাই। আর হ্যাঁ, আমি দেশে আসছি
১০| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৭
বটবৃক্ষ~ বলেছেন:
শুভকামনা~~
১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩২
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ।
ব্লগে স্বাগতম।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৫
মহিদুল বেস্ট বলেছেন: ভালো লাগলো