![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
(এই ভাবনাগুলোর জন্য কোনো ছবি হয় কি? জানিনা)
ভাললাগাকে নিয়ে ডুবতে ডুবতেই মানুষ মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। (আসলে ইচ্ছে করে কেউ আলিঙ্গন করে নেয় না) বরং, মেনে নেয়। কোনোকিছুকে শূন্য করার জন্য অবশ্যই কিছু করতে হয় না। কিন্তু মৃত্যু 'শূন্যতা' নয়, এটা অন্য কিছু একটা শুরুর প্রারম্ভিকা মাত্র। শুরু কিংবা গঠন, এটার পেছনেই থাকে- মানুষের যত প্রচেষ্টা, নির্ঘুম রাত, বেপরোয়া স্বপ্ন আর গোপন প্রত্যাশা।
বেকার থেকে মরে যাওয়াটা তাই, একদম অসম্ভব। মানুষের পক্ষে অসম্ভব। যেকোনো প্রাণীর ক্ষেত্রেই, তা-ই। মৃত্যু পর্যন্ত যাইনি, তবে এর আগ পর্যন্ত গিয়েছি। তাই জানিনা, মৃত্যু কেমন হয়। শুধু জানি, এর আগ মুহূর্ত পর্যন্ত মস্তিষ্কে বিস্ফোরণ চলতে থাকে। মস্তিষ্কের নিউরণে নিউরণে ছোট ছোট আকস্মিক বিস্ফোরণগুলো তখন একটা ভাবনাই বহন করে- শূন্যতা, মানে কিছুই না।
এতো সহজ নয়, ভাবনায় কিছু আসাটা।
তবুও, মৃত্যু আবশ্যম্ভাবী। আসবেই। তাহলে, মৃত্যুকে খুব খুঁজে কী দরকার? দরকার নেই। আবশ্যম্ভাবী ঘটনার পেছনে সময় খরচার কোনো দরকার নেই আসলে। দরকার আছে সেখানে- যেখানে অসাধ্যের মাঝেও মানুষের আশ্চর্য সাধন থাকে; লালন থাকে,
যেখানে স্বপ্ন থাকে (পূরণ হোক বা না হোক), যেখানে পারবোনা জেনেও 'লস প্রজেক্ট' এ হাত দেবার সাহস থাকে। অবশ্য, (দরকারে) নিবিষ্ট হবার আগ পর্যন্তও মানুষ জানে না সে কী পারে এবং কী পারে না।
আমি যেদিন মরে যাবো, হয়তো এমন হয়ে থাকবে যে তখন আমি একটা কবিতা লিখছি। অথবা এমনকিছু, যা আমি কোনোদিন কাউকে মুখে বলে জানাতে চাইনি। অথবা, একটু হাসবোই হয়তো। সময়কে আসতে বারণ করো না, জানো তো সে আসবেই। আজ জেনে রাখো- কোনোকিছু শেষ না হলে, নতুন কিছুর শুরুটা হবে কি করে?
''একটা পলকের কাছে মানুষ কতকিছু চেয়ে বসে। মানুষ জানে না তবুও, কেন চেয়ে বসে।''
*পঞ্চ ইন্দ্রিয় পর্যন্ত জানা না থাকলে মানুষ কোনোদিন ষষ্ঠ ইন্দ্রিয়ের খোঁজ করতো না। ০ না থাকলে ১ এর সৃষ্টি হতো না।
(শিরোনামের জন্য লাইন দুটো বলা লাগলো)
- পেন আর্নার
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯
পেন আর্নার বলেছেন: জী, ভাইয়া।
২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৮
অন্ধবিন্দু বলেছেন:
কাজে-কর্মে জীবন চলে যাচ্ছে, মৃত্যু নিয়ে ভাবছি কোথায় !
শুভ কামনা, পেন আর্নার।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪
পেন আর্নার বলেছেন: শুভকামনা আপনাকেও, অন্ধবিন্দু।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৬
অদৃশ্য বলেছেন:
সময়তো তার মতোই দৌড়াবে , আমরা যতই তাকে আটকাতে চাইনাকেন বা থামাতে চাইনা কেন... সম্ভব না
মৃত্যু সত্য একে খুঁজবার দরকার নেই... ও এমনিতেই আমাকে আপনাকে খুঁজে নেবে... তবে কথা হলো এই মৃত্যুটা কবে কখন কিভাবে আপনাকে আলিঙ্গন করবে সেটা কি আপনি জানেন... অবশ্যই না... তাই এই মৃত্যুর জন্য একটা প্রিপারেশ থাকা দরকার, ভাবে নয়, কার্যত... এই প্রস্তুতিটা কেমন হবে কিভাবে হবে সেটা নিয়ে আপনাকেই ভাবতে হবে...
আর শেষের কথাটিও ঠিক যে ১ সৃষ্টি হয়েছে শূন্যের প্রয়োজন আছে বলেই... সাথে এটাও গভীরভাবে ভাবতে হবে যে এই ''শূন্য''র একজন সৃষ্টিকর্তা আছেন...
পরবর্তী জীবনে যাবার সময় ঘনিয়ে আসছে অথচ কোন প্রকার প্রস্তুতিই ঠিকভাবে এখনো নেওয়া হলোনা... কি যে হবে!!
শুভকামনা...
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১১
পেন আর্নার বলেছেন: শুভকামনা আপনাকেও অদৃশ্য ভাই।
ভাল থাকুন।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: মৃত্যু মানে কবিতা, মৃত্যু মানে মুক্তি, মৃত্যু মানে আরেকটা জীবন।
সুন্দর লাগল।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২২
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ শঙ্কু 'দা।
ভাল থাকুন। শুভরাত।
৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২০
মামুন রশিদ বলেছেন: মৃত্যু অমোঘ জেনেও আমাদের সৃষ্টিশীলতার শেষ নাই । জীবন সাজাই সভ্যতা সাজাই এক নিজেদের বাঁচিয়ে রাখার এক মোহাবিষ্ট আশায় ।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৬
পেন আর্নার বলেছেন: জী, ভাইয়া।
চলে যাবার দিনক্ষণ ঠিক করে আসলে, আমাদের মধ্যে কোনো সৃষ্টিশীলতা থাকতো না। এজন্যই হয়তো আমরা মোহাবিষ্ট।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগলো।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৪
পেন আর্নার বলেছেন: আচ্ছা।
শুভকামনা।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৩
হাসান মাহবুব বলেছেন: মৃত্যুর কথা ভাবলেই সব অর্থহীন মনে হয়। আমি বিশ্বাস করি না মৃত্যুর পর নতুন কিছু শুরুর সুযোগ থাকে। তাই অবশ্যম্ভাবী সত্য জেনেও এড়িয়ে চলি।
২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
পেন আর্নার বলেছেন: আচ্ছা।
শুভকামনা ভাইয়া।
৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৩
একজন আরমান বলেছেন:
মন্তব্য খুঁজে পাচ্ছি না।
আরও কিছুক্ষন ভাবি আপনার মতো। হয়তো পারবো না। কারণ এখন পরিস্থিতি সায় দিবে না। তাই আপাতত পালিয়ে বাঁচতে চাই !
শুভকামনা।
০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৬:২২
পেন আর্নার বলেছেন: হাহাহা! তাড়াতাড়ি পালিয়ে বাঁচুন।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মৃত্যু অবশ্যম্ভাবি বলেই তো যত চিন্তা।
সময়টা কেমন হবে, এই যেমন আপনি ভাবলেন কবিতায় মগ্ন থাকবেন।
মৃত্যু এমনই অবশ্য কবিতা।