![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
আমি কখনো তোমার নাম ধরে তোমায় ডাকি নি।
আমার কল্পনায় এখন রাত।
পেছনে দেয়াল। সামনে তুমি।
আমি দাঁড়িয়ে আছি।
তোমার বুকে তীরের মতো বিদ্ধ হই।
এমন অনুভূতির জন্ম (কখনো হয়নি), প্রিয় একটি নাম
ঠোঁটের ওপর সাজালে যার জন্ম হয় অস্তিত্বের স্বরলিপিকারে।
যদি আবার কখনো ভুল করে
তোমাকে আমার মনের কথা বলে ফেলি,
তুমি কি আমায় ঘৃণা করবে?
যদি পালিয়ে যাই পৃথিবী থেকে
আকাশগঙ্গার ধূসর সমুদ্র পেরিয়ে,
কোনো অচিন নীহারিকার ধূলিময় অধর থেকে দেখা
ঐ দূরের মেঘপ্রিয় তারার খোঁজে-
তুমি কি আমায় ঘৃণা করবে?
একটি প্রিয় উক্তি-
“there is a place in the heart that
will never be filled
a space
and even during the
best moments
and the greatest times
we will know it
we will know it
more than
ever
there is a place in the heart that
will never be filled
and
we will wait
and
wait
in that space.”
― Charles Bukowski
১২ ই জুন, ২০১৪ রাত ১১:১২
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
২| ১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর +++
১২ ই জুন, ২০১৪ রাত ১১:১২
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাইয়া। :-)
৩| ১২ ই জুন, ২০১৪ রাত ১০:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
যদি পালিয়ে যাই পৃথিবী থেকে
আকাশগঙ্গার ধূসর সমুদ্র পেরিয়ে,
কোনো অচিন নীহারিকার ধূলিময় অধর থেকে দেখা
ঐ দূরের মেঘপ্রিয় তারার খোঁজে-
তুমি কি আমায় ঘৃণা করবে?
সুন্দর!!
১২ ই জুন, ২০১৪ রাত ১১:১৩
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।