![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
সকালের আলো চোখে পড়ার সাথে সাথেই তুমি ভুলে যাও তোমার স্বপ্নকে,
বিতৃষ্ণাকে।
আলোড়নগুলো ছাই হয়ে পড়ে থাকলো কোথাও- কে দেখে ফিরে!
পায়ের কাছে থেমে পড়া কোনো শুকনো পাতাকে, অতীতের আধার করে নিলে
যে কষ্ট তুমি পাও- তাতে কারোর কিছুই এসে চলে যায় না।
কেন যে হারিয়ে যায় তারা, এতো দ্রুত!
যাদের কাছে-
মুহূর্তগুলো জড়ো হয়ে থাকতো কোনো হরিণছানার মতো। আর যেখানে
গাছের পাতারা হতো সবুজ প্রজাপতি,
নীল মেঘেরা বিকেল ঘুড়ি,
বাতাসের শব্দগুলো- তফাতে তফাতে বন্দী, ঠিক যেন রূপকথার রুপোকাঠি!
সেসবের কিছুই তোমাকে এখন আর বিচলিত করে না, ভাবায় না।
তারপর, দিন পেরিয়ে গেলো অনেকটা। নিরুদ্দেশ অভাবে। এই না-হয়ে-থাকা শান্ত পৃথিবীর ভূমিতে
যখন আরো একবার তুমি একগুচ্ছ কষ্ট রেখে গেলে- হাজার হাজার কাল সেই কষ্টের কাঁটায়
মানুষ বিদ্ধ হলো।
কষ্টের প্রস্তরে হোঁচট খেলো,
কষ্টের সাগরে ডুবে গেলো,
তবুও তোমাকে মুক্তি দিতে সেই কষ্টকে ছুঁয়ে দেখলো না কখনোই।
জেনে রেখো- এই পৃথিবী তার গর্ভে
কোনোদিন ভুল করেও কোনো আনন্দের ভ্রূণ ধারণ করেনি।
তুমি বৃথাই তোমার দেহকে অশ্রুতে পরিণত করছো।
যাকে সুন্দর বলে সংজ্ঞা দিয়ে তুমি ক্লান্ত হয়ে খুঁজছো, সে কেবলই
মনে মনে। অসংজ্ঞায়িত অজ্ঞাতে। নিরাকারে।
যদি জেনে থাকো- শূন্যের পরে আরো কিছু আছে,
তাহলে সেখানেই সে ধাবমান।
ভুলে যেও, ভুল করে যা মনের কাছে জমা রেখে দিয়েছিলে।
তবু, কিছু কিছু কথা হয় কেবলই শাদা কাগজের জন্য। লেখা হয়ে যায় একান্তে। নিশ্চুপ।
পরিপাট ভাঁজে শুধু মানুষের ঠিকানা পর্যন্ত উড়ে যাবার দিশা, তারা কখনো খোঁজে না।
- পেন আর্নার
১৩/৭/১৪
১৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২২
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দাদা।
শুভকামনা।
২| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫৫
রুপ।ই বলেছেন: আমি কবিতা তেমন বুঝতে পারিনা কিন্ত্ত আপনার সাবলীল বলবার ধরন ভাল লেগেছে।
১৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২৭
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ রুপাই (যদি না ভুল করে থাকি!) আপনাকে। আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকুন :-)
৩| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৫
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
১৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২৫
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দাদা।
ভালো থাকুন নিরন্তর।
৪| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৯
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
শুভ সকাল।
৫| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৯
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লিখেছেন ৷
২৮ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫৮
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :-)
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +