![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
তুমি ছিলে। তোমার একটা ঘর ছিলো। সেখানে কিছু দানাপানিও ছিলো। আর সে কারণেই উড়ে আসতো কিছু পরিযায়ী পাখি, অথবা লোকালয়ে থাকা কিছু পালকের মেলা। আজ সেখানে তুমি নেই, তোমার ঘর নেই, দানাপানিও নেই। কেউ আসবে না তাই। হয়তো তোমার আসার প্রতীক্ষার আনাগোনাই শুধু থাকবে সেখানে, কিন্তু কারো আনাগোনা থাকবে না আর। হয়তো কোনো পাখি এসে উঁকিও দেবে পুরনো কথা মনে করে কেঁদে, তবুও থাকবে না প্রতিদিনের সেই আনাগোনা, যা তোমার থাকার অস্তিত্বকে জোরালো করে দিয়ে যেতো। এবং একসময় সেই প্রতীক্ষাগুলোকেও ফাঁকি দিতে চাইবে পাখিদের মন। তবু তুমি যেন ভুল বুঝোনা যে, তোমাকে সবাই ভুলে যাচ্ছে। বরং জেনো, তোমাকে কারোর মনেই পড়ছে না। কারণ তোমার নির্ভার অবস্থাকে সবাই সময়ের সাথেই মেনে নিতে বাধ্য হয়ে যাচ্ছে। কেউ তোমার অস্তিত্বকে বিবর্ণ করতে পারে না, বরং তুমি নিজেই তা বিবর্ণ করবার প্রতিজ্ঞা নিয়ে এই ক্ষণিকের নিবাসে বর্ণিত হয়েছিলে।
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৫
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা।
২| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫১
জেরিফ বলেছেন: চমৎকার অনুভূতি !
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ জেরিফ।
ভালো থাকুন নিরন্তর।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩
জাফরুল মবীন বলেছেন: অনুভূতির চমৎকার বহিঃপ্রকাশ!
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৩
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ +
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫
পেন আর্নার বলেছেন: থেঙ্কু ভাইজান।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লেখনী ।
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭
সুমন কর বলেছেন: মন ছুঁয়ে গেল। কোন এক ব্যক্তিগত কারণে অাজ লেখাটি বেশী ভাল লাগল। যেন অামার না বলা অনুভূতি।
৩য় ভাল লাগা।
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৭
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
মনের একান্ত উপলব্ধি আর কথারা মিলে গেলে ভালো লাগে। (কিন্তু কোনো বাজে কথা/মত মিলে গেলে ভালো লাগে না)
ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগল লেখা , জীবনের ভেতরের গল্প