![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
।। বইয়ের প্রচ্ছদটা যদি কোনো সুর হতো
নিতান্তই তবে তোমার চোখ পড়তে হতো না তাতে
উঠে আর নেমে যাওয়া প্রত্যেকটি ঢেউয়ে
তুমি মিশে যেতে আমার থামানো কথাদের ভিড়ে
কারো জন্মের আগের রাতে
শত মৃত্যুর রঙ হাতে
নেচে গিয়েছিলো এক ভৌত শরীর—
সে কল্পনা থামানোর অপেক্ষায় ডুবে গেলো সব চোখ এক
করুণ সুরে।
।। চামচের ঘূর্ণিতে মিশে গেছে সব আয়োজন, একাকার হয়ে।
শাদা কাপের ভেতর- ওপরে ভেসে থাকা সফেদ ফেনায় এখন দেখতে পাচ্ছি একটা গ্যালাক্সি
সদ্য যেন সেখান থেকে ছুটে গেলো কোনো সুগন্ধি ধূমকেতু!
।। মাঝে মাঝে মনে হয়
একদম পড়ে যাই,
প্রান্ত থেকে . .
.
.
.
অপার অনন্তে ` , .'
` .
এবং সেই পড়ন আর শেষ না হয়।
কোনো পাথরের ওপর
মাথাটা পড়লেই
ফেটে চৌচির হয়ে যাবে
ঘুমন্ত স্বপ্নগুলো।
।। আফসোস হয় মাঝে মাঝে, কেন গেলাম না সুরের কাছে; হাতের তালু মাখানো পেন্সিলের কালির কাছে; শব্দের পুটলিটা বয়ে কোনো বৈরাগী শূন্যতার কাছে...
...সম্পূর্ণ ডুবে কেন গেলাম না, নিজেকে মনে রেখে পৃথিবীকে কেন ভুলে গেলাম না... (?)
আমার খুব দরকার ছিলো হারিয়ে যাওয়ার।
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাইয়া :-)
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: লেখাটা অনেক ভালো লাগছে ।
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১
পেন আর্নার বলেছেন: :-) ধইন্যা।
শুভেচ্ছা, বইয়ের জন্য। ...
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ জন্মদিন! লেখা ভালো লেগেছে। আপনি বরাবরই ভালো লিখেন!
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২
পেন আর্নার বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক ভাইয়া :-)
ভালো থাকুন সবসময়।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: নিকষ কালো অন্ধকার
অবাধ্য মনের উন্মাতাল ইচ্ছেরে
আলোর খোঁজে
ছুটে যায় কবিতার প্রতিটি
শব্দ বাক্যে ছন্দে
অবশেষে খুঁজে পায় বিন্দু বিন্দু আলো
জোনাক নাকি মরিচিকা?
জোনাক-ই বোধহয় হবে।
না জোনাকি- ই হতে হবে
একমুঠো জোনাক পোকার বিন্দু বিন্দু আলোকছটার শুভেচ্ছা।
শুভ জন্মদি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১২
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র :-)
আমার ব্লগে স্বাগতম, ভালো থাকুন।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩
প্রফেসর মরিয়ার্টি বলেছেন: শুভ জন্মদিন
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ প্রফেসর মরিয়ার্টি।
আমার ব্লগে স্বাগতম।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
অনুভূতিক্ষণ হৃদয়ঘেষা ৷ পাঠতৃপ্তি ৷
শুভ জন্মদিবস ৷
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর আলম দাদা।
শুভেচ্ছা।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!!!!
৩য় ভালোলাগা।
জন্মদিনের শুভেচ্ছা রইলো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪
পেন আর্নার বলেছেন: ধইন্যা শোভন ভাইয়া।
:-)
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।++++
চমৎকার লেখা+++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দাদা...
শুভ দুপুর...।
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০২
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
:-)
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫
ৎঁৎঁৎঁ বলেছেন: চামচের ঘূর্ণিতে মিশে গেছে সব আয়োজন, একাকার হয়ে।
শাদা কাপের ভেতর- ওপরে ভেসে থাকা সফেদ ফেনায় এখন দেখতে পাচ্ছি একটা গ্যালাক্সি
সদ্য যেন সেখান থেকে ছুটে গেলো কোনো সুগন্ধি ধূমকেতু!
চমৎকার লাগলো!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২১
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকা হোক নিরন্তর।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮
কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালোলাগা । +++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২০
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দাদা।
শুভেচ্ছা।
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ডিফরেন্ট।
ভালো লাগলো।
শুভ জন্মদিন, যদিও বড্ড দেরি।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাইয়া।
শুভ দুপুর।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভ জন্মদিন
শুভেচ্ছা