![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
আমার ভেতরে দুটো ভূমি আছে
দুটো ঘর, একটি সত্ত্বার দুটো অবতরণ কেন্দ্র যেন
একঘরে সে স্বপ্নে জন্মে, স্বপ্নেই মরে
অন্যঘরে সারাক্ষণ- জন্মে মরে
তবে কেউ কারো প্রতি ধ্বংসাত্মক নয় দু'ঘরে
অসহর্মমী নয়, অসতর্ক নয়
বরং বন্ধু, দয়ার্দ্র প্রতিবেশীর ন্যায়
ভীষণ অপ্রস্তুত আবেগেও
প্রযত্নকারী।
আমি যখন স্বপ্নে বাঁচতে চাই, দিব্যি বেঁচে যাই
আবার যখন মাথা তুলবার সময় বালিশে চাপা হাজারো বোবা গল্পের ভিড় থেকে বেরুতে হয়, নির্বিকারে টেনে তুলি নিজেকে
আমায় চলে যেতে বাঁধা দেবারও কেউ নেই সে ঘরে,
যে ঘরে দিব্যি রেখেছি, কেবল অনুভূতিটারে।
এই আমি এখন সারাক্ষণ জলে নামি, কোথায় ভাসি
জানিনা, প্রশ্ন নেই, অগোচরেও নেই- পাইনি কোনো রাজ গুপ্তচরের ঠিকানা
আমায় ডেকে নিতেও কেউ নেই এ ঘরে
যে ঘরে সবই আছে, কেবল নেই যে থাকতো কাছে।
----
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২২
পেন আর্নার বলেছেন: মন্তব্যে ভালো লাগা হামা ভাই।
ভালো থাকবেন।
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে ।
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৩০
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন।
আমার ব্লগে স্বাগতম।
৩| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০২
একজন আরমান বলেছেন:
অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। বরাবরের মতোই সুন্দর।
শুভকামনা রইলো ।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৪
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আরমান ভাই
শুভকামনা আপনাকেও..।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১২
রুদ্র জাহেদ বলেছেন: এই কবিতাটা একটু বেশি ভালো লাগল।কবিতার কথার সাথে আমার নিজের অনেককিছুই মিলে গেল।ভাবনা কিভাবে যে এরকম প্রকাশ পায়--কেন্দ্রীভূত হয়।অনবদ্য...
২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৮
পেন আর্নার বলেছেন: :-)
আমরা ভেতরে সবাই এক, একইরকম। বাহিরেই যা অন্যরকম। লুকিয়ে-ছুপিয়ে।
ধন্যবাদ এবং মন্তব্যে ভালোলাগা।
আমার ব্লগে স্বাগতম। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫
হাসান মাহবুব বলেছেন: স্বপ্নের ঘরে বেঁচে থাকুক স্বত্তা। অন্য ঘরে জন্মের অনুভূতি অলীক এবং ক্রমশ ক্ষীণতর। স্বপ্ন কি পারবে জন্মকে বাঁচিয়ে তুলতে? স্বপ্নে যারা বাঁচে তারা একই সাথে সৌভাগ্যবান এবং দুর্ভাগা।
ভালো লাগা রইলো কবিতায়।