![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
একদিন অনেকদিনের মাঝে
কোথাও চলে যেও, সকাতরে
হারিয়ে যেও,
বহু একলা ওসব দিনের কাছে
আমি তোমাকে মনে করবো।
সজ্ঞানে তোমার ঐ প্রস্থান আমি চাইবো কোনো একদিন
তারপর তোমাকে টেনে নেবো
জীবন নিঃশ্বাসের প্রকট গহ্বরে, নিঃশব্দ মায়ার কাছে
বেঁচে থাকার একান্ত কারণের কাছে ঘিরে আনবো তোমায়—
তোমার প্রতিমূর্তি, ছায়া, বারণ,
ক্ষীণ অকারণ।
সব ঘুম একা
আমি তোমাকে মনে করবো, মৃত্যু শেষে।
খুব কষ্টে ছিন্ন-বিচ্ছিন্ন হবো
চির
শোকের সুগন্ধে
যেদিন জানবো, ভালোবাসো-
মুহূর্তের জন্য হলেও, ভালোবেসে যেতে আপন অশ্রুর নিভৃতিতে।
আমি তোমায় মনে করবো
মৃত্যু নিতে।
মনে করবো শেষ ঘুমে। স্পৃশ্য অনুভবতার আধার প্রস্থানের পর
সব ঘুম একা,
অন্যলোকে
সব ঘুম একা যেখানে
সকাতরে, শোকের নিভৃতি নিয়ে
আমি তোমায় মনে করবো,
বেঁধে নেবো শেষ দৃষ্টিতে
তোমাকে মনে করবো, মৃত্যু শেষে।
আমি তোমাকে মনে করবো, মৃত্যু শেষে।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১১
পেন আর্নার বলেছেন: ঠিক আছি কান্ডারি ভাই।
ধন্যবাদ।
আপনি/আপনারা কেমন আছেন?
আগের মতো সবাই আড্ডা দেন?
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।
বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ।
বিজয়ের শুভেচ্ছা আপনাকেও।
ভালো থাকা হোক নিরন্তর।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১২
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
আপনারা ভালো থাকুন।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৫
রক্তিম দিগন্ত বলেছেন: লেখাটা বেশ ভাল লাগলো। সুন্দর। +
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ রক্তিম দিগন্ত।
শুভেচ্ছা।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৯
সায়েদা সোহেলী বলেছেন: আমি তোমায় মনে করবো,
বেঁধে নেবো শেষ দৃষ্টিতে
তোমাকে মনে করবো, মৃত্যু শেষে। .।।। সমাপ্তিতেই থাকে কিছু সুচনা
ভালো লিখেছেন
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সোহেলী আপু।
ভালোটি থাকবেন।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
নিঃশব্দ ছায়াপথচারী বলেছেন: সুপাঠ্য কবিতা। জীবনবোধ কবিতায় সুস্পষ্ট। সুন্দর লেখনীর জন্য শুভেচ্ছা :-)
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৪
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ নিঃশব্দ ছায়াপথচারী :-)
ভালো থাকুন।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫
বিজন রয় বলেছেন: অসাম কবিতা।
+++
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৫
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ বিজন রয়।
ভালো থাকবেন।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।
++++++
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৫
পেন আর্নার বলেছেন: আবারো ধন্যবাদ।
৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৯
রাজসোহান বলেছেন: অসাধারণ!
০৪ ঠা মে, ২০১৬ রাত ২:৩৩
পেন আর্নার বলেছেন: :-) ধন্যবাদ।
ভালো থাকুন।
১০| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:১০
অদৃশ্য বলেছেন:
সুন্দর... যা কিনা স্পর্শ করে যায়...
শুভকামনা...
১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
পেন আর্নার বলেছেন: সালাম ও শুভেচ্ছা।
অনেকদিন পর, কবি আপনার দেখা। আশা করছি ভালো আছেন, থাকবেন।
মন্তব্যে ভালোলাগা।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমন আছেন আপনি ?
লেখায় ভাল লাগা রইলো।