![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
পৃথিবীর কেউ জানে না তোমার আমার সত্য, কেউ জানে না
যখন ওপাশে তুমি গালে হাত রেখে এপাশে আমায় দেখছো
মনে করছো প্রত্যেকটি স্বরোপ্রাচীনতায়
ত য় ন অথবা, ন র
বুকের উঠোনে দাঁড়িয়ে পুরনো কোনো গানের মতোন
হৃদয়ের দরজায় কড়া নেড়ে
আমার আভরণজোড়া আড়ালে, শুধু খুলে রেখেছি শূন্য হাত দুটি
স্বপ্ন-ছোঁয়ার-প্রতীক্ষা
ত ম ম
সুন্দর তুমি
সেই ব্যস্ততা অবসরের দিনেও
খুব আমার
খুব,
সবার ভিড়েও!
হঠাৎ তোমায় ভালোবাসি, হঠাৎ ছাড়ি, হঠাৎ অভিমান
এ কেমন অধিকার যেন
জন্মজনম
তুমি কি কেবল আমারই ছিলে
সমগ্র আধারে?
পৃথিবীর কেউ জানে না, কতোটা তোমার কাছে বসে থাকি
পাহাড়ের শিখরে বেঁচে ওঠা লতার মতোন
শিকারি চাঁদের
আলোকালো ঘরে
যেন তুমি বুঝতে পারো তোমার জন্য কখনও তৈরি হই নি আমি
আমার সময়
নিশ্চিত মুহূর্তের জন্য যেভাবে তৈরি হয় কেউ
তুমি তো নিশ্চিত নও। প্রতি মুহূর্ত,
আমার প্রতি মুহূর্ত সারাদিন,
সারাকাল!
পৃথিবীর কেউ জানে না তোমাকে ভালোবাসি আমার চুপচাপ হাসিতে
কখনো ভেঙ্গেচুরে, যেভাবে ভেঙে পড়ার আগে জানে না আনমনা টুকরোরা কোথায় কোথায় সে ছিটকে পড়বে, ডুববে অতলে ...
পৃথিবী জানে, তবু জানে না।
২১ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৯
পেন আর্নার বলেছেন: :-)
কৃতজ্ঞতা!
২| ২১ শে জুন, ২০১৬ সকাল ৭:৫৩
জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: পৃথিবীর কেউ জানে না তোমাকে ভালোবাসি আমার চুপচাপ হাসিতে
কখনো ভেঙ্গেচুরে, যেভাবে ভেঙে পড়ার আগে জানে না আনমনা টুকরোরা কোথায় কোথায় সে ছিটকে পড়বে, ডুববে অতলে ...
পৃথিবীর অন্য কারো জানার দরকার নেই। যাকে ভালবাসি সে জানলেই হবে।
সুন্দর কবিতা।
২১ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৯
পেন আর্নার বলেছেন: :-)
৩| ২১ শে জুন, ২০১৬ সকাল ১০:০৪
হাসান মাহবুব বলেছেন: ভীষণ আকুল করা কবিতা।
২১ শে জুন, ২০১৬ সকাল ১০:১৭
পেন আর্নার বলেছেন: :-)
৪| ২১ শে জুন, ২০১৬ সকাল ১০:০৫
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২১ শে জুন, ২০১৬ সকাল ১০:১৭
পেন আর্নার বলেছেন: :-)
স্বাগতম।
৫| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৮
অদৃশ্য বলেছেন:
বাহ্...
হৃদয়ের ক্ষরণে আমরাও ভেসে যাচ্ছি... অনেক দরদ... কবিতার জন্য দরদ আমার কাছে খুবই প্রিয়... ভালোবাসা এমন এক জিনিস যা সম্ভবত বয়সের সীমায় সীমাবদ্ধ থাকেনা... ভালোবাসা প্রতিটি বয়সের প্রতিটি মুহুর্তে নতুন প্রাঙ্গন তৈরি করে... যা সবসময়ই মোহনীয়... আপনার এই লিখাটির আমার কাছে তীব্র অনুভূতির...
শুভকামনা...
২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৩
পেন আর্নার বলেছেন:
কৃতজ্ঞতা এবং শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৬ সকাল ৭:২১
বিজন রয় বলেছেন: ভিতরের কিছু কথা অানমনে বেরিয়ে এসে কবিতা হয়ে উঠেছে। আমি ছুঁয়েছি সে অনুভব।
++++, সুন্দর।