![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
একটা পাতা
সেটাকে ফালি ফালি করা হয়েছিলো কিছুক্ষণ আগে
পিছু পিছু
রাতের গা ঘেঁষে, এখন পথে পথে ঘুরে বেড়ায়
টুকরোর বেশে।
ক্লান্ত পথ, জড়ো হওয়া নির্জন কবিতা
সবাই আজ বিমূর্ত বাসিন্দা
আজকাল তো কেউ নিমগ্নতা পড়ে না, আবিষ্টতা পড়ে না
দু'চারটা লজ্জা কিনে আনে হ্যাঁ
সাজে, গায়ে মাখে। বড়ো শখ আর
সাধে।
ভাবনার অপুষ্টিতে ভুগছে কিছু সংলাপ, কতো কাল থেকে- পোড়া ছাই
সবকিছু লেখা আছে তবু, পড়বার কেউ নাই।
সেই একটা পাতা
তাকে ফালি ফালি করা হয় প্রতিদিন;
তারপর
রাতের গা ঘেঁষে, যেন কাদের মতো ঘুরে বেড়ায় সে
টুকরোর বেশে।
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১২
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
শুভেচ্ছা।
২| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৯
শাব্দিক শব্দ বলেছেন: Nice point of thinking
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৪
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ শাব্দিক ভায়া।
৩| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২২
সুমন কর বলেছেন: একই প্যারা আপনি কি ইচ্ছে করে দু'বার করে দিয়েছেন?
কবিতা ভালো লাগল। +।
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৭
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
জ্বি। তবে এখন একটু সম্পাদনা করে দিয়েছি।
শুভকামনা।
৪| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: সেই পাতাটা এখন কোথায়, এতবার ফালি ফালি করে কাটা-কুটি করা হলো তাই ভাবছি.. লিখার অভিব্যক্তি ভালো লেগেছে।
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২০
পেন আর্নার বলেছেন: পাতারা থাকে, তবে তাদের অস্তিত্ব মন থেকে হারিয়ে যায় . . .
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকা হোক নিরন্তর।
৫| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৩
অদৃশ্য বলেছেন:
রিপিটিং বেশি হয়ে গেছে এমনই মনে হলো লিখাটি পড়ে... সেসব জায়গাতে আরও কিছুটা ভিন্নভাবে কিছু আনতে পারতেন... লিখাটি ফিল করতে সমস্যা হলো...
শুভকামনা...
১৭ ই জুলাই, ২০১৬ রাত ৩:৪৮
পেন আর্নার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ অদৃশ্য 'দা। :-)
শুভকামনা।
৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৩৩
পেন আর্নার বলেছেন: ভুল করে লেখাটি প্রকৃত লেখার সাথে অমিল করে সম্পাদনা করেছিলাম এখানে। এখন ঠিক আছে।
৬| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৯
অদৃশ্য বলেছেন:
হ্যাঁ, এখন লিখাটি আগের থেকে অনেক সুন্দর...
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২২
হাসান মাহবুব বলেছেন: সেই পাতাটি আমার খুব চেনা, আপন।
শুভেচ্ছা।