![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
কবিতালেখারাতগুলো
ঘরের কোণায় কোণায় জমিয়ে গেছে স্মৃতি।
এখনও।
পরিচিত গন্ধ মেখে
ওরা ডাকে, ক্ষীণ স্বরে
তবু শুনতে পাই।
তোমাকে বেড়ে উঠতে দেখছিলাম চুপচাপ কবিতার মতোন
কবিতায় ঘুমোতে, জাগতে;
আরও মৌন প্রতিক্ষায়।
আজকাল অস্বস্তি নিয়ে বারেবারেই উঠে আসছো,
ঘরময় ঘুরছো, চঞ্চল দৃষ্টি।
কাকে খুঁজছো? আমাকে?
আমি তো বেরিয়ে গেছি সেই ভোরেই
মনে করে দেখো, একদিন
তোমার ছায়াহাত, আমাকে টেনে নিয়ে গেলো সেই যে কোথায়
আর তো ফিরে আসতে পারিনি।
সবকিছু কেমন উল্টো হলো, তাইনা?
তুমি এলে না। বরং আমি চলে গেলাম আমার চুপচাপ কবিতার কাছে।
এখনও কার জন্যে চঞ্চল তবে? এদিকে তাকাও।
এখানেই তো আমি।
বসে আছি, চুপচাপ। থেমে আছি হাতে। শব্দে ছায়ায়,
তোমার অক্ষরে
ঠিক যেমন লিখেছিলাম তোমায়।
*[ছবি - পেন]
১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৫
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ সুমন ভাই :-)
২| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩০
নাবিক সিনবাদ বলেছেন: কবিতা ভালো লাগলো, ছবিটাও দারুণ!
২০ শে জুলাই, ২০১৬ রাত ১:০৮
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ নাবিক :-)
৩| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪১
বিলিয়ার রহমান বলেছেন: বেসম্ভব ভালো হয়েছে কবি।
২০ শে জুলাই, ২০১৬ রাত ১:০৮
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ বিলিয়ার রহমান :-)
ভালো থাকুন।
৪| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৯
হাসান মাহবুব বলেছেন: আমি তো বেরিয়ে গেছি সেই ভোরেই
মনে করে দেখো, একদিন
তোমার ছায়াহাত, আমাকে টেনে নিয়ে গেলো সেই যে কোথায়
ছায়াহাত শব্দটা উন্মনা করে দিলো।
ছবিটাও সুন্দর হইছে।
২২ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৯
পেন আর্নার বলেছেন: :-)
ধন্যবাদ ভাই।
৫| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৮
অদৃশ্য বলেছেন:
যারা পড়েনি তারাতো বুঝতে পারলোনা... যারা পড়েছে তারা ঠিকই আপনার ডাক শুনতে পেয়েছে... এমন অনুভূতি ও প্রকাশ আমার অন্তত সবসময়ই ভালো লাগে...
খুব অনিয়মিত মনে হচ্ছে আপনাকে... দেখায় যায় না বলতে গেলে... দু'একটি পোষ্টও করেছি, ভালো খারাপ কিছুতো বলেননা... ও হ্যাঁ, ছবিটা চমৎকার... এভাবে চলতে চলতে দৃশ্যের বাহিরে চলে যাওয়াটা খুবই মজার...
শুভকামনা...
২৬ শে জুলাই, ২০১৬ রাত ১১:০১
পেন আর্নার বলেছেন: সত্যিই তো! এভাবে চলতে চলতে দৃশ্যের বাহিরে চলে যাওয়াটা 'আসলেও' খুবই মজার...! হাহাহা!
অনেক ধন্যবাদ অদৃশ্য 'দা। এবং দুঃখিত।
আসলেও খুব অনিয়মিত আমি! ব্যস্ততা যাচ্ছে, শারীরিক এবং মানসিক- দুইই। এমনকি আমি নিজেও লিখছি এমনভাবে, যেন সমুদ্রে ছিঁড়ে ছিঁড়ে ফেলে চলছি অনুভূতির পাতা! পিছুটান নেই। কোথায় গিয়ে ডুবছে, ভাসছে, হারিয়ে যাচ্ছে- সে খেয়ালও নেই! :-)
ইনশাআল্লাহ্, পড়বো আপনার কথাগুলোকে। হবে পড়া, আশা রাখি।
মন্তব্য খুব ভালো পেলাম :-) শুভকামনা।
৬| ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০২
অদৃশ্য বলেছেন:
আপনার কথাগুলো সুন্দর...
'' যেন সমুদ্রে ছিঁড়ে ছিঁড়ে ফেলে চলছি অনুভূতির পাতা! পিছুটান নেই
কোথায় গিয়ে ডুবছে, ভাসছে, হারিয়ে যাচ্ছে
সে খেয়ালও নেই! ''
অনেক সুন্দর কথাগুলো... অনুভূতি কতোটা তীব্র হলে কেউ এমনটা লিখতে পারে! অংশটিকে সংরক্ষণ করুন, কোন এক লিখাতে...
হ্যাঁ, আশাকরি পাঠ করবেন... আপনারা পাঠ করেন বলেইতো লিখি... মন্তব্য সবসময় জরূরি নয়, তবে মাঝে মাঝে কথা বললে, আলোচনা সামালোচনা করলে ভালো লাগে, উপকারও হয়... ও হ্যাঁ, দুঃখিত হবার প্রয়োজন নেই...
আল্লাহ আপনার শারিরিক ও মানসিক সুস্থতা দান করুন...
শুভকামনা...
৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:২৮
পেন আর্নার বলেছেন: আপনাকে রিপলাই দিতে দিতেই সংরক্ষণ করে রেখেছিলাম :-)
ধন্যবাদ আবারো ভাই।
আপনিও কাটিয়ে উঠুন খুচরো বিষাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৮
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।