![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
আমরা কারা?
দেয়ালে দেয়ালে পিঠে পিঠ দাঁড়ানো বিপরীতমুখী দুটি ছায়া
দেখার ভিন্নতায় ভিন্ন, কিন্তু দুজনই
একই অবস্থানে
আমি সেই ছায়া, যাকে তুমি প্রত্যেকটা অভাবের বিপরীতে পূর্ণতা দিয়ে কল্পনা করেছো
সে অস্তিত্ব জগতের কোথাও সত্যি নেই
শুধু তোমার আলো অন্ধকারে
আজন্ম আমার প্রশ্রয় পুষ্টি
একে অপরকে একইভাবে ভেদ করি আমরা
কিন্তু দেখতে পাই না
যতোদিন না রক্তমাংসের কোনো শরীর তুমি ঠিক স্পর্শ করো ওভাবেই
যেভাবে আমাকে ভাবো
ততোদিন, ততোদিন আমি নিখোঁজ
তোমার সত্তায়।
শুধু তোমার আলো অন্ধকারে
আজন্ম এক প্রশ্রয়পুষ্ট মিথ্যার মতো..।
০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:০৯
পেন আর্নার বলেছেন: :-)
২| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৭
ধ্রুবক আলো বলেছেন: কাব্যে ++ বেশ সুন্দর লিখেছেন
০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৬
পেন আর্নার বলেছেন: :-)
ধন্যবাদ।
৩| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৪
হাসান মাহবুব বলেছেন: ভাল্লাগ্লো।
২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:০০
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনার উপন্যাসের জন্য শুভকামনা।
৪| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:০২
পেন আর্নার বলেছেন: :-)
ধন্যবাদ ভাই।
৫| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৭:০৪
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন।
২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:০৪
পেন আর্নার বলেছেন: হাহা!
আমি আসন্ন ঈদের মোবারকবাদ দিয়ে দিলাম।
আপনিও ভালো থাকুন।
৬| ২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৪৯
উদাস মাঝি বলেছেন: মৎকার
২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫০
পেন আর্নার বলেছেন: মচৎকার?
৭| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫২
উদাস মাঝি বলেছেন: জে স্পেলিং মিস্টেক
২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৭
পেন আর্নার বলেছেন: :-)
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর।