![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
সে অনেককাল আগের কথা
যখন পাখিটি উড়তে জানতো
এখন তার ডানায় আছে অথৈ ভয়
এখন তার ডানায় থাকে অথৈ ভয়
নাটিহালির গেছো মেলায়
শেষ যে বার দেখা মিলেছিলো,
পাখিটি খুব কেঁদেছিলো
খুব কেঁদেছিলো
শূন্য ঘরে
শূন্য দাওয়ায়
একটা নির্বিক ছায়া তার
অতিরুপে উপস্থিত।
কাঙাল অভিমান
কাঙাল প্রত্যয়ন
কিছুই দেয়নি কখনোও কাউকে
সব ভুল নিয়ে যায় মাটি
সব ভুল নিয়ে গেছে অতীত।
এই আজ আবার যদি জন্ম নিতে চাও পাখি, তবে নিও
এই আজ আবার যদি দিতে চাও ডানা, তবে দিও
(১৫ই নভেম্বর, ২০১৫)
______________________________________
আগে যা লিখতাম তা এখন পড়লে বুঝতে পারি না কেন লিখতাম, কী লিখতাম।
বানোয়াট কল্পনা, আর ঘটমান বাস্তবতার মধ্যে কখনো মিল হয় না।
যা লিখেছি, লিখেছি কেবল অন্য মানুষকে
লিখেছি
তাদের দৃষ্টি
তাদের ভঙ্গি
আর নিজের অগোছালো বাড়াবাড়ি কল্পনা
স্রেফ কল্পনা
ভালো লাগেনি, ভালো লেগেছে, ন্যায় হয়নি, অন্যায় হয়েছে- অনুভব করে তারপর যদি কিছু লিখতে পারি......
শব্দের সম্পর্কও এতো ভঙ্গুর হবে, হয়তো এর আগে আর বোঝা হতো না।
কীসের আগে?
কল্পনাকে বাস্তবতায় দেখার আগে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১৫
পেন আর্নার বলেছেন: বিলম্ব ঈদ মুবারক সুমন ভাই।
আছি, চলছি।
আপনি?
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭
সুমন কর বলেছেন: নাম না দেয়া, শব্দমালা ভালো লাগল। +।
কেমন আছেন?
বিলম্ব ঈদ মোবারক.......