![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
শূন্য কবরে জমা হয় জীবনের প্রতিটি নিঃশ্বাস
শূন্যস্থান থাকে না,
শূন্যের পাতে জায়গা নেয় সময়।
তোমার বাগান কেন খালি?
তুমি কি সময় পাওনি?
পশ্চিম আকাশ সব শুষে নিচ্ছে আলো, সে ডুবছে
ডুবতে ডুবতেও দেখো, গোধূলি!
কথা বলো, যতোটুকু এখনও বাকি।
১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৪৭
পেন আর্নার বলেছেন:
:-)
২| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০৭
সুমন কর বলেছেন: আর কথা বলে কি হবে !! শূন্য সব শূন্যই রয়ে যায়.......
কেমন আছেন?
২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫২
পেন আর্নার বলেছেন: সুমন ভাই, আছি। ভালো আছি। নিজের জগতে। মানুষের দিকে তাকালে আর মনে হয় না যে বলি ভালো আছি।
আপনি কেমন আছেন?
অনেকদিন পর ব্লগে লিখলাম। দীর্ঘনিঃশ্বাস.. :-)
৩| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪৮
খায়রুল আহসান বলেছেন: অসাধারণ! অভিভূত হ'লাম। + +
কানিজ রিনা এর মত আমিও বলি, আপনার পেন নেমটা বেশ সুন্দর!
২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৯
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান।
পেন, কলম। :-)
জ্বি। আমারও সুন্দর লাগে।
ভালো থাকুন নিরন্তর।
৪| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: কথা বল যতটুকু এখনো বাকী,, ফাইন ম্যাসেজ।
২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪০
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ মোঃ খুরশীদ আলম।
ভালো থাকুন নিরন্তর।
৫| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: অল্প কথায় প্রান ভরে গেল।
সুন্দর কবিতা।
২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪১
পেন আর্নার বলেছেন: কৃতজ্ঞতা ভাই।
ভালো থাকুন।
৬| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৬
কাইকর বলেছেন: চমৎকার কবিতা ।++
২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪১
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ কাইকর।
৭| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪
রায়হানুল এফ রাজ বলেছেন: ছোট কবিতার মাঝে যেন ছোট গল্পের ফ্রেভার পেলাম।
২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪২
পেন আর্নার বলেছেন: আচ্ছা?
:-)
ভালো থাকুন নিরন্তর।
৮| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৫
করুণাধারা বলেছেন: চমৎকারভাবে অল্প কথায় এই কবিতা লিখেছেন। ভালো লাগলো।
২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪৩
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ করুণাধারা।
.... করুণাধারার এই বৃষ্টিতে। :-)
ভালো থাকুন।
৯| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৬
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ
২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪৪
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাই।
১০| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখছি। লেখাটা চমৎকার। কিন্তু শিরোনামের সাথে কন্টেন্টের সম্পর্কটা ধরতে পারি নি। অনেকদিন পর লিখলেন- সেটাই কি বোঝাতে চেয়েছেন?
২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৫:০৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাই।
জ্বি, শিরোনামের সাথে মিল নেই। অনেকদিন পর লিখলাম, তাই।
১১| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৯
অন্তরন্তর বলেছেন: অনেকদিন পর----------+++++
২৬ শে জুলাই, ২০১৮ ভোর ৫:০৮
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ অন্তরন্তর। :-)
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৮ রাত ২:১৯
কানিজ রিনা বলেছেন: পেন আর্নার নামটা সুন্দর।