![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
ঘরে ফিরে মনে হলো, কেউ একজন নেই। কাছে কাছে যে আসতো, পায়ে পায়ে যে ঘুরতো। লেজ নাড়াতো। খেলতে চাইতো। নিজের নিঃসঙ্গতা কাটানোর সঙ্গী করে এই এতোটুকু থাকতে ওকে এনেছিলাম একটা এনিমেল শেলটার থেকে। নিবু নিবু চোখ। খুললে যেন গোলাপের মতো ফুটতো। দুরন্ত, তবু আদরের ভুখা। কাজে গেলে ওকেই নিঃসঙ্গ করে চলে যেতাম। টিভিটা ছাড়া থাকতো। জানলার ধারে এসে বসে থাকতো, যেতে যেতে দেখতাম ওকে। ফিরে এসে কখনো পেতাম দরজার কাছে, শুয়ে আছে।
আজ ঘরে ফিরে মনে হলো কেউ নেই। কেউ ছিলো, শুধু এই অনুভবটা আছে।
০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪৯
পেন আর্নার বলেছেন: একটি পোষা কুকুর। মারা গেছে।
২| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪০
করুণাধারা বলেছেন: আপনার মনখারাপ- এটুকু বুঝতে পারলাম।
০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪১
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
৩| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪৪
ভুয়া মফিজ বলেছেন: আপনার পোষা কুকুরটার কি হয়েছে? মারা গিয়েছে নাকি হারিয়ে গিয়েছে?
০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৩
পেন আর্নার বলেছেন: মারা গেছে।
৪| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একটি পোষা কুকুর। মারা গেছে।
আহারে---
কিভাবে মারা গেল??
১৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৩
পেন আর্নার বলেছেন: থাক না হয় সে কষ্টকথা।
৫| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৯
মাহমুদুর রহমান বলেছেন: একাকীত্বের এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি।নিঃসঙ্গতা আমাকে আর পাবে না।
১৬ ই জুলাই, ২০১৯ ভোর ৫:০২
পেন আর্নার বলেছেন: ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: বুঝতে পারছি না।