![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
সবাই হারিয়ে গেছে। যেন কোনো বড়ো রকমের হাওয়া বদল। অথবা চিন্তার সাইক্লোন। সেই মুখগুলো নেই। সঙ্গতা, কথারাও। একটা তৃণসদৃশ চাঞ্চল্য, তখন যেমন ঘিরে রাখতো এই মন।
মন থমকে যায়। হঠাৎ তৃষ্ণা পায়। ভেজে। স্মৃতির পাতারা হাতে পড়ে যায়। নিজেকে আর ঐ মুখগুলোকে দেখা যায় আটকে পড়া কোনো তারিখে। পাতায় পাতায় জমে থাকা সেই বৃত্তিক গন্ধ, আমেজ- কী আশ্চর্যজনকভাবে ধরা পড়ে আছে! একেকটা পাতা যেন একেকটা দরজা, অতীতের। চাইলেই ঢুকে পড়া যায়! ভাবা যায়! নিজেকে আবার ফিরে পাওয়া যায়!
তবু,
এখনটা সত্য অনেক। কেউ নেই। কিছু নাই থেকেই ফের কিছু। শুরু।
০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২৫
পেন আর্নার বলেছেন: :-)
২| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: কি বলতে চাছেন পরিস্কার বুঝলাম না।
০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪০
পেন আর্নার বলেছেন: দুঃখিত।
পুরনো ডায়েরি খুলে দেখলে অনুভূতিটা যেমন হয়।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২৩
ভুয়া মফিজ বলেছেন: প্রথম পাতায় পর পর দু'টা পোষ্ট শোভনীয় না। একটা প্রথম পাতা থেকে সরে গেলে আরেকটা করবেন; ভালো দেখাবে।