নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক মুগ্ধতা

অযুত নক্ষত্রমালার ভিড়ে হয়ত আকাশ গঙ্গার বাইরে, অন্য এক ছায়াপথে কোন এক শেষ বিকেলে দেখা হয়ে যাবে তোমার আমার।।

তানজিদ আহম্মেদ

পচা নর্দমায় কুড়ানো কোন এক অপার্থিব স্বপ্ন নিয়েই বেঁচে থাকতে চাই।।

তানজিদ আহম্মেদ › বিস্তারিত পোস্টঃ

পাঠ্য বই আসলে আমাদের কি শিখাচ্ছে????

০৩ রা মে, ২০১৩ রাত ১১:১৪

আজি ছাত্রকে শুধাইলাম, "বলতো বাছা ডাইনোসর কেন বিলুপ্ত হইল??"

ছাত্র বুক ফুলাইয়া বলিল, " গ্রীন হাউস গ্যাসের কারনে।"

শুনিয়া ভড়কাইয়া শুধাইলাম" এমন আলোড়ন সৃষ্টিকারী তথ্য কই পাইলে বাছা??" ছাত্র তখন দ্বিগুণ উৎসাহে তাহার ৭ম শ্রেনীর পরিবেশ পরিচিতি সমাজ বই খানা আগাইয়া দিল। বুঝলুম আমার ছাত্র অনেক বুদ্ধিমান। সে শুধু কপি পেস্ট করিয়াছে। তখন খুব জানিতে মুঞ্চাইল, কোন সমাজবিজ্ঞানী এমন চমকপ্রদ বিজ্ঞানের তথ্য আবিষ্কার করিলেন??? আর সেই তথ্য কি করিয়া এত সহজ সুন্দর ভাবে ছাত্রদের হাতে আসিয়া পৌছিল??

এরকম আরও অনেক অভিযোগ শুনিয়াছি আমাদের বর্তমানের পাঠ্য বইগুলোর বিরুদ্ধে। সেদিন একজনকে তাহার ক্লাশ ৩ এর ভাগ্নি পড়িতে বসিয়া শুধাইতেছে " মামা ব্লুফিল্ম কি??" তিনি বলিলেন " এই সব বাজে কথা কোথায় পাইছ??" তাহার ভাগ্নি তাহাকে বই খুলিয়া পর্ণগ্রাফি বিরোধী লেখা দেখাইল।

আবার ওদিকে ধর্ম বইতে দেয়া হইয়াছে, " আল্লাহ ও দেবদেবীর নামে উৎসর্গকৃত পশুর মাংস খাওয়া হালাল।"

ক্লাশ ৯-১০ এর পদার্থ, রসায়ন বইয়ের নাম নাইবা উল্লেখ করলুম!! কারন ভুলের কথা বলিয়া শেষ করা যাইবে নাহ। এত সহজ সহজ বিষয় গুলোতে কি করিয়া এত ভুল হয় তাহা আমার মাথায় ঢুকিতেছে না। পাঠ্য বইয়ের উদ্দেশ্য টা ঠিক কি তাহাও আমার মাথায় ঢুকিতেছে না। এই ভুলগুলো অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত তাহাও বুঝিতেছি না।সচেতনতা সৃষ্টির নামে ক্লাশ ৩ এর বাচ্চাদের ব্লু ফিল্ম চিনানটা কতটা উপকারী তাও বুঝিতেছি না। আমার অনুরবর মাথায় একটা কথাই শুধু ঢুকিতেছে , এই বাচ্চাগুলোর মাথায় যা এখন ঢুকিতেছে তা কি খুব সহজেই শুধরাবে??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.