![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পচা নর্দমায় কুড়ানো কোন এক অপার্থিব স্বপ্ন নিয়েই বেঁচে থাকতে চাই।।
সকল পরীক্ষারই একটা ফলাফল আবশ্যক। যেমন এস এস সি নামক এক মহারনের ফলাফল বাহির হইল আজিকে। ফলাফল বাহির হওয়ার পর কেও হয়ত তাহার ২ আঙ্গুল মাথার উপর তুলিয়া ক্যামেরার সামনে বিশাল পোজ নিতে ব্যস্ত। সারা বছরের দুষ্ট বালক আজকে কপালগুনে সোনার হরিন পাওয়ায় সকলের নয়নের মনি হইয়া উঠিছে।
আর ওদিকে সারা বছরের ভদ্র ছেলেটা যে নিয়তির খেলায় মন্দ কপাল লইয়া একটা এ গ্রেড পাইয়াছে, সে একদিনের এই অদ্ভুত ফলাফলের কারনে বাজে ছাত্র প্রমানিত হওয়ায় ঘরের কোনে গিয়া পরিয়াছে। হারাইয়া গিয়াছে লক্ষ প্রাণের উচ্ছ্বাস প্রলয়ে।।
এইসব সোনার হরিন না পাওয়াদেরকেই বলছি, এতে এত ভেঙ্গে পড়ার কিছুনেই। শুধু ধৈর্য ধরে সামনের পথে চলতে থাকো। এক সময় আলোর দেখা মিলবেই। জীবনের অনেকখানি পথ হাটা এখনও বাকি। এই পথটুকু নিজের পায়ে হাট। পথের শেষে সূর্যের দেখা মিলবেই। সবার ভাগ্য সবসময় ভালো হয় না, তাই বলে পিছিয়ে পরলে চলবে কেন?? শুধু লক্ষ্যটাকে ঠিক রেখে সামনে এগিয়ে যাও। সামনের ২ বছর হল তোমার জীবনের সব চেয়ে গুরুত্বপূর্ণ সময়। এর উপরেই নির্ভর করছে ভবিষ্যতের সোনালী হাতছানি। তাই যা চলে গেছে তাকে চলে যেতেই দাও। এবার ভবিষ্যতের দিকে তাকাও।। শুধু মনে মনে প্রতিজ্ঞা কর , " আমিও পারব!!!" এর পর আত্মবিশ্বাস এর পথ ধরে সামনে এগিয়ে যাও।।যারা পাস করতে পারনি তাদের ক্ষেত্রেও একি কথা।
তারপরও জানি কারো না কারো জীবন প্রদীপ আজকে নিভে যাবে। তাদের কেউ যদি আমার কথা শুনে থাকে তাহলে তাকে বলছি, জীবন অনেক সুন্দর। শুধু একবার এর স্বাদ গ্রহনের চেষ্টা করেই দেখ না!!
সবশেষে শুভেচ্ছা রইল সেই সকল সোনার হরিন ধারীদের প্রতি।।
©somewhere in net ltd.