![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভালো লাগছে সফটওয়্যারটা রিলিজ করতে পেরে। মানছি ভাই, এটা কোন রেভ্যুলশনারি প্রোডাক্ট না, এটা জাস্ট একটা ক্যালকুলেটর যেটা আমি লিখেছিলাম যখন ক্যাম্পাসে পড়াশোনা করতাম। এটা আমার এ্যাসাইনমেন্ট ছিলো। আমি এটাকে পুরোপুরি কর্মক্ষম করার চেষ্টা করেছি। ফুলটাইম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবার পর থেকে নিজের কাজ করবার সময় বের করতে পারি না, ইচ্ছাও কমে গেছে। তারপরও এটা চেক করলাম আর কিছু সাধারণ চেঞ্জেস আনলাম এবং এটা রিলিজ করছি। আমি শতভাগ নিশ্চিত যে এটা আপনাকে সাহায্য করবে।
আমি এটাকে ক্যাসিও এফএক্স-৫৭০ এমএস এর ইনপুট-আউটপুট এর আদলে তৈরী করার চেষ্টা করেছি। কিন্তু তার মানে এই নয় যে ক্যাসিও এফএক্স-৫৭০ এমএস এর সকল সুবিধা এটাতে পাওয়া যাবে। কিন্তু এটা আপনাকে অবশ্যই তখন সাহায্য করবে যখন আপনার একটি বড় ক্যালুকলেশন করার দরকার পড়বে।
দেড় বছর আগে এটা আমি আরো একবার রিলিজ করেছিলাম এবং কিছু ইউজার আমাকে কিছু এরর পাঠান আর তাই আমি বলেছিলাম যে এটা যেনো কেই ইউজ না করেন। এই রিলিজে, যতদূর আমি টেস্ট করেছি, কোন এরর নেই, তবে থাকতেও পারে কিন্তু যা আছে তা হলো সিনট্যাক্স রিলেটেড ইস্যু। যেমন
(5(-5)+3÷(-10))sin90 এর আউটপুট -25.3 পাওয়া যাবে ক্যাসিও এফএক্স-৫৭০ এমএস এ। কিন্তু আমার ক্যালকুলেটর আউটপুট দিবে ১.
এ ধরণের ম্যালফাংশনিং এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্রাকেট ব্যবহার করুন, তাহলেই হবে যেমন
(5(-5)+3÷(-10))(sin90) এর আউটপুট -25.3 পাওয়া যাবে আমার ক্যালকুলেটর এ। দেখুন আমি sin90 কে এক জোড়া ব্রাকেটে নিয়ে রেখেছি।
আমি ব্রাকেট রিলেটেড ইস্যু ছাড়া আর কোন এরর পাই নাই। ব্রাকেটের ব্যবহার এ ধরনের ম্যালফাংশনিং এড়াতে সক্ষম।
আমি কিছু ছবির মাধ্যমে ক্যালকুলেটরটির ইনপুট-আউটপুট দেখাতে চাই
সফটওয়্যারটি ডাউনলোড করতে নীচের লিংকে ক্লিক করুন
ডাউনলোড তন্ময়'স এক্সপ্রেসন বেজড ক্যালকুলেটর
_________________
ব্যাক লিংক :: ডোন্ট ক্লিক
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২১
তন্ময় চক্রবর্তী বলেছেন: ক্যালকুলেটর ইজউ করেন না আপনি !!!!
২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩
মদন বলেছেন: ভুয়া জিনিস।
যোগ বিয়োগ ছাড়া আমার আর কিছু লাগে নাই। এইডা আমার কোন কামেই দিবো না। ফ্রি দিলে ভেবে দেখতে পারি
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭
তন্ময় চক্রবর্তী বলেছেন: প্রথমত - এটা ফ্রি।
আর দ্বিতীয়ত - ফান করলেন নাকি সিরিয়াসলি বললেন বুঝলাম না কিন্তু।
৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪১
মদন বলেছেন: কৌতুক বলার পরে আর যদি বুঝিয়ে বলতে হয় কোথায় হাসতে হবে, তাইলেতো বড়ই বিপদ
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২
তন্ময় চক্রবর্তী বলেছেন: ওকে দেন : হা হা হা
৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬
পথহারা সৈকত বলেছেন: মদন বলেছেন: কৌতুক বলার পরে আর যদি বুঝিয়ে বলতে হয় কোথায় হাসতে হবে, তাইলেতো বড়ই বিপদ
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১
তন্ময় চক্রবর্তী বলেছেন: আজব এক জায়গা সামু। পোস্ট এর টপিক এ নো কমেন্টস, অন্যের সাথে হওয়া কথোপকথন নিয়ে হাসাহাসি ... ওকে, আমিও হাসি,
ক্যালকুলেটরটা ট্রাই করছিলেন বা পোস্টটাতো মে বী কিছুটা পড়েছেন, সে ব্যাপারে কিছু বলুন ...
৫| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১
মাতবার বলেছেন: ১ম ভাললাগা।
ভাল হয়েছে চালিয়ে যান ।
ভবিষ্যতে আরও ভাল কিছুর আশায় রইলাম।
ধন্যবাদ
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯
তন্ময় চক্রবর্তী বলেছেন: কারো ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অফিসের কাজের ফাঁকে আর তো সময় হয় না নিজে কিছু করবার, তবু চেষ্টা করবো। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭
বোকামন বলেছেন:
চেষ্টা চলতে থাকুক ....
আপনার কাছ থেকে নতুন কিছুর অপেক্ষায় রইলাম
আবিস্কারের নেশা হারাবেন না ....
ভালো থাকুন ...
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৬
তন্ময় চক্রবর্তী বলেছেন: অনেক ধন্যবাদ উৎসাহের জন্য। আশা করি সফটওয়্যারটা আপনার ভালো লেগেছে।
৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
দি সুফি বলেছেন: ভাই এখন কিসের উপর কাজ করেন? আই মিন, কোন ল্যাঙ্গুয়েজ?
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮
তন্ময় চক্রবর্তী বলেছেন: ভিবি.নেট, মাইএসকিউএল | পিএইচপি, মাইএসকিউএল, জেকুয়েরী, জেএস, এইচটিএমএল, সিএসএস
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জটিল বিষয়। বুঝি না।
তবে মনে হচ্ছে ভাল একটি জিনিস।