![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামাজ পড়তে অল্প সময় লাগে মাত্র। আপনি কি নামাজ পড়েছেন??
একদিন এক গরীব লোক রাস্তায় দশটি টাকা পেল। সে ভাবতে লাগল এই দশ টাকায় কি কিনা যাবে। সারাদিন এই দশটি টাকার চিন্তায় সে সময় নষ্ট করে ফেলল। পরে সে দশ টাকা ফেলে দিল। সে বলল, 'হে আল্লাহ্, এই দশ টাকার জন্য আমি আজ সকাল থেকে আপনাকে একবারও স্মরণ করি নি, সেই সব লোক আপনাকে কিভাবে স্মরণ করে যাদের লাখ টাকা আছে।'
.
আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন, আমরা ব্যাংক বানিয়েছি।
আল্লাহ্ জীবনকে সীমিত করেছেন, আমরা ঘড়ি বানিয়েছি।
আল্লাহ্ পর্দার হুকুম দিয়েছেন, আমরা টিভি, ডিবিডি, ডিশ দিয়ে ব্যাহায়ামি সর্ব সাধারণের জন্য করে দিয়েছি।
আল্লাহ্ বলেন, কোরআনে তোমাদের সফলতা, আমরা অক্সফোর্ডের বইকে সফলতা বানিয়ে নিয়েছি।
আল্লাহ্ মিথ্যে বলা নিষেধ করেছেন, আর আমরা এপ্রিল ফুল পালন করা শুরু করে দিয়েছি!
আল্লাহ্ বৃদ্ধ বয়েসে মা-বাবার সেবা করতে বলেছেন, আমরা বৃদ্ধাশ্রম বানিয়ে ফেলেছি!!
.
আজ মুসলমান এই জন্য দুশ্চিন্তায় যে, যাকে খুশি করার তাকেই তো রাগিয়ে ফেলেছি।
দয়া করে সবাইকে ফরওয়ার্ড করুন। কারণ নেকীর দাওয়াত দেয়ায় নেকীকারির সমান সওয়াব পাওয়া যায়।
.
একটু ভাবুন, আজান যখন হয় তখন টিভির ভলিয়ম কমানো হয় কিন্তু নজর টিভিতেই থাকে। আর মনে মনে বলি, আজান যাতে তাড়াতাড়ি শেষ হয়। এতেই কি আজানের মর্ম? আপনি নিজে আপনার মনকে প্রশ্ন করুন। আজানের জবাব দেয়ার চেষ্টা করুন, যেন মৃত্যুর পর কালিমা তাঁয়্যিবা আমাদের নসীব হয়।
.
অনুরোধ।- এই মেসেজটি সবার কাছে পৌঁছে দিন।
.
বন্ধুরা আমাদের দাওয়াতে যদি কেউ না আসে আমরা রাগান্বিত হই। আল্লাহর পক্ষ থেকে প্রৃতিদিন আমাদের জন্য পাঁচবার দাওয়াত আসে, আর আমরা নামাজ পড়ি না। তাতে কি আল্লাহ্ আমাদের উপর রাগান্বিত হন না??
.
এটি শুধু মেসেজ না, বাস্তবতা। দয়া করে নামাজ আদায় করুন এবং অন্যকে উৎসাহিত করুন। যিনি এই মেসেজ পড়েন তাদের উপর আল্লাহ্ আরো রহমত দেন। এবং যিনি এই মেসেজ ফরওয়ার্ড করেন তার ভাল ইচ্ছা আল্লাহ্ পূরণ করুন এবং হিদায়াত করুন।
.
নামাজের চিন্তা করুন, ব্যালেন্সের না।
আযান শুনে উঠুন রিং টুনের মতো।
কোরআন মনোযোগ দিয়ে পড়ুন এসএমএস পড়বার মতো।
জীবন সবসময় থাকবে না নেটওয়ার্কের মতো।
.
নামাজ ত্যাগ করা মানে আল্লাহ্ কে রাগান্বিত করা।
ফজর ৬মিনিট।
যোহর ১৫মিনিট।
আসর ৮মিনিট।
মাগরিব ১০মিনিট।
এশা ১৮মিনিট।
মোট ৫৭মিনিট।
৮০শতাংশ লোক এই মেসেজ ফরওয়ার্ড করে না। দয়া করে আপনি করুন।
আল্লাহ্ সবার মঙ্গল করুন।
আমীন।
..
- Md. Mahbubur Rahman (তনু)
২| ০২ রা আগস্ট, ২০১৬ ভোর ৫:১৪
ডঃ এম এ আলী বলেছেন: পোস্ট এর শিরোনামটা তো ভাল ছিল । কিন্ত নামাজকে এমন মিনিটে সিমাবব্দ করলেন কিভাবে । ছোট বড় অনেক সুরা আছে । ছোট ছোট সুরা পাঠের দ্বারা নামাজ আদায় করলে সময় আরো অনেক কম লাগবে । আবার বড় সুরা পাঠের মাধ্যমে নামাজ আদায় করলে সময় আরো আনেক বেশী লাগবে । আপনি কোথাও প্রায় বা গড় সময় উল্লেখ করেন নাই বরং ক্যাটাগরীকেলি নির্দিষ্ট মিনিট উল্লেখ করেছেন , আপনার পোস্টে এক জায়গায় বলেছেন আল্লাহ্ জীবনকে সীমিত করেছেন, আমরা ঘড়ি বানিয়েছি। আপনি নামাজকে তো ঘরির কাটার সময়ের মধ্যে টেনে নিয়েছেন । আমরা কনফিউজড হয়ে গেছি । আপনি পাচঁ ওয়াক্ত নামাজকে নির্দিষ্ট পরিমান মিনিটের আওতাধীন করার জন্য কোন ঐশী নির্দেশনা পেয়েছেন কিনা বলেন নি, শুনেছি অনেক বুযুর্গ ব্যক্তিগন বিভিন্ন মাধ্যমে ঐশি বাণী বা নির্দেশনা পান, হতে পারে আপনিও তাদের মধ্যে একজন । আমার কোন ভুল হলে গুস্তাকি মাফ করবেন নীজ গুণে । আপনার মেসেজ অন্যের কাছে ফরোয়ার্ড করার আগে এ বিষয়ে কনফারমেশন প্রয়োজন । সঠিক ভাবে বিষয়টি সম্পর্কে কনফারমেশন দিয়ে আমাদেরকে সোয়াব হাসিলের সুযোগ করে দিন , খেয়াল রাখবেন মানুষকে ভুল তথ্য দিতে গিয়ে যেন আবার পাপের ভাগী হয়ে না যাই ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:১১
Md. Mahbubur Rahman বলেছেন: আপনার মন্তব্যটা আমার ভাল লেগেছে। ধন্যবাদ। আপনার ধারণা মতে বুযুর্গরা বিভিন্ন মাধ্যমে এসব তথ্য দিয়ে থাকে। এটা ঠিক। কিন্তু আপনার ধারণায় কিছুটা খাদ আছে। এই পোস্টে এমন কিছুই বলা হয় নি যাতে করে মুসলমানরা ইসলাম থেকে দূরে সড়ে যায়। এখানে শুধু নামাজে জন্য আহব্বান করা হয়েছে। এটা বলে কি কোন ভুল করেছি? (একটু ভেবে দেখবেন)
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:১৪
Md. Mahbubur Rahman বলেছেন: আর আপনার মতো জ্ঞান আমার/সবার নেই। তাই পোস্টটি একেক জনের কাছে একেক রকম লাগতেই পারে! আপনারও তাই হয়েছে।..
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৫৭
চাঁদগাজী বলেছেন:
মানুষ অবশ্যই জানে, সে কি করে আসছে, কি করবে।