![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
http://www.facebook.com/samimblog আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
এখনি ঝরঝর করে নামবে বৃষ্টি
চলো তাই বৃষ্টি ধরতে যাই।
বৃষ্টির প্রতিটি ফোটার ছোয়ায়
ধুয়েমুছে যাক যত মনের আবর্জনা।
নতুন মন নিয়ে ভাবতে বসি চলো
উদররতার বহুমুখী অনুসঙ্গ নিয়ে
তারপর মিলাই বৃষ্টি আর ভালোবাসার
সম্পর্কের সেই চির তরুন মিথ।
২| ১৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৪২
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ।
৩| ১৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৪৭
আশিক ইকবাল বলেছেন: ভাই আমার ছাতা নাই, এখন বাইরে যেতে হবে তো।
৪| ১৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৪৯
একরামুল হক শামীম বলেছেন: ছাতা না থাকলে সমস্যা নাই। বৃষ্টিতে ভিজবেন। বৃষ্টি ভেজায় বহুত মজা।
তবে কচুপাতা থাকলেও ছাতার কাজটা হয়ে যাবে।
৫| ১৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৫৩
নূর-ই-হাফসা বলেছেন: বৃষ্টি তো সেই কখোন থকেই নেমেছে।
৬| ১৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৫৩
সংক্ষিপ্ত চন্দ্রবিন্দু বলেছেন: ভাল লাগল
৭| ১৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৫৮
একরামুল হক শামীম বলেছেন: হাফসা তুমি কোন এলাকায় আছো। আমার এখানেতো বৃষ্টি নামছে না। খালি নামব নামব করছে।
৮| ১৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৫৮
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ @ সংক্ষিপ্ত চন্দ্রবিন্দু
৯| ১৭ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:৪৭
মানবী বলেছেন: খুব ভালো লিখেছেন, ধন্যবাদ একরামুল হক শামীম।
১০| ১৭ ই জুলাই, ২০০৭ দুপুর ১:২২
যীশূ বলেছেন: কবিতা সুন্দর। কিন্তু ছবিটা তো মনেহয় বৃষ্টির না।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৪০
হিজিবিজি হিজিবিজি বলেছেন: চমৎকার...