নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপালী আলোর পথে

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

একরামুল হক শামীম

http://www.facebook.com/samimblog আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।

একরামুল হক শামীম › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা স্লোগান কাদের ?

০৩ রা আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:২২

খুব বলা হয় জয় বাংলা স্লোগানটি একটি বিশেষ রাজনৈতিক দলের। আসলেই কি তাই। কেউ কি এ নিয়ে কখনো ভেবেছেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ছোট্ট যে স্লোগানটি লাখ লাখ সুর্যসন্তানদের সাহস যোগাতো , গলা ফাটিয়ে যে স্লোগান দিয়ে বাংলার দামাল ছেলেরা হাসিমুখে মৃত্যুর মুখে যুদ্ধ করতো; সে স্লোগানটিতো কোন বিশেষ রাজনৈতিক দলের হতে পারে না। জয় বাংলা স্লোগানটি বাংলাদেশের সকলের স্লোগান।

পৃথিবীতে আর কতটি স্লোগান আছে যে স্লোগান বলার কারনে পাঁচ বছরের কোমল ছেলেকে গুলি করে মারা হয়েছে, বলতে পারেন পৃ্থিবীর আর কোন স্লোগানের জন্য রাইফেলের বেয়নেট চার্জের শিকার হতে হয়েছে? আমার এ প্রশ্নের জবাব আমি কার কাছে পাই?

তাহলে কেন আমাদের সামগ্রিক অর্জন হবে দলকেন্দ্রিক? আমি খুব করে বিশ্বাস করতে চাই জয় বাংলা স্লোগানটি আমাদের সকলের, সকলের আত্বার উচ্চারণ। এমনটাই বিশ্বাস করতে চাই আমি।

মন্তব্য ১৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:২৭

জল রঙ বলেছেন: জয় বাংলা

এটা মুক্তিযুদ্ধের স্লোগান । আওয়ামীলীগের একার সম্পত্তি না ।

২| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৮:০১

এস্কিমো বলেছেন: জয় বাংলা

এটা মুক্তিযুদ্ধের স্লোগান । আওয়ামীলীগের একার সম্পত্তি না ।

৩| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৮:৩৮

নেই মানুষ বলেছেন: jotil. i had been thinking the same thing for yeaars. and only ''Joy Bangla'', what about Bongobondhu??

the hero, the leader of an entire nation brought to the ramk of lesser politicians by making him the sole property of a political party.

in 71 he was the undouted leader of every bangladeshi man n women; joy bangla was the ''mukher booli'' of every bangladeshi soul. and what we did? we made it our party slogan. how pathetic?

it pains whn other thinks u r an Awamileager just bcoz u say joy bangla?

৪| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৮:৫৫

মানচুমাহারা বলেছেন: ৫

৫| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৯:০৫

চতুরভূজ বলেছেন: লড়ু নধহমষধ ধিং ঃযব ''সঁশযবৎ নড়ড়ষর'' ড়ভ বাবৎু নধহমষধফবংযর ংড়ঁষ. ধহফ যিধঃ বি ফরফ? বি সধফব রঃ ড়ঁৎ ঢ়ধৎঃু ংষড়মধহ. যড় িঢ়ধঃযবঃরপ?----- জরমযঃ ণড়ঁ অৎব

৬| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৯:০৭

চতুরভূজ বলেছেন: এটা মুক্তিযুদ্ধের স্লোগান । আওয়ামীলীগের একার সম্পদ না।

৭| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৯:০৭

এম এইচ এস ১০১১ বলেছেন: আমরা বাংলাদেশীরা বড় হতভাগা........!

৮| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৯:২৫

মানচুমাহারা বলেছেন: @নেই মানুষ

আমার কাছে কখনই মনে হয় না 'জয় বাংলা' আওয়ামলীগের স্লোগান। এটা বাঙালীর স্লোগান।
আবার কেউ যখন বলে 'বাংলাদেশ জিন্দবাদ' তখন মনের ভেতর কেমন যেন খচ করে ওঠে। এটা তো আমাদের -ঠিক আমাদের স্লোগান মনে হয় না।
'জয় বাংলা' দল মত নির্বিশেষে সবার স্লোগান হওয়া উচিৎ।

৯| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৯:২৮

আরণ্যক যাযাবর বলেছেন: জয় বাংলা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের মনশ্লোগান।

যারা ইরান কে ভালবাসে, কিংবা পাকিস্তান অথবা আম্রিকা, তারা বাদে।

১০| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৯:৪৩

সোনার বাংলা বলেছেন: 'জয় বাংলা' দেশের সকল মানুষের শ্লোগান।শুধু
আম্বালীগ বা আওয়ামীলীগের হইতে যাবে কেন?
এই শ্লোগান নিয়ে শুধু ব্যবসা করে আম্বালীগের
আবাল নেতারা। হেই গুলারে কোন দেশে পাটামু
হেই চিন্তায় আছি! শালার ভরতী পকি ইরনী পিরনী
রাজাকারে দেশটা রসাতলে গেল।
হে রাজাকার শালারপুতেরা কবে আমার দেশ ছাড়বি?

১১| ০৪ ঠা আগস্ট, ২০০৭ রাত ১:২৩

মানচুমাহারা বলেছেন: সোনার বাংলা আওয়ামলীগ কি কোথাও বলেছে যে, জয়বাংলা স্লোগান তাদের নিজেদের। অন্য দল এটা ব্যবহার করে না এটা তাদের দুর্বলতা বলে আমার মনে হয়।
========================
তবে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে দলের বা দল সমূহও তাদের নেতা কর্মীদের বিপক্ষে অবস্থান ছিল তারা যদি 'জয় বাংলা ' স্লোগান ব্যবহার করে তাহলে আমার আপত্তি আছে। তাদের এটা ব্যবহার করার অধিকার নাই।

১২| ০৪ ঠা আগস্ট, ২০০৭ দুপুর ১:৪৯

একরামুল হক শামীম বলেছেন: সবার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০০৭ দুপুর ২:২১

নাজিরুল হক বলেছেন: আসলে এটা ছন্দের সাথে মিলের কারণে আওয়ামিলীগ ছারা অন্যান্য দল এই কথাটা গ্রহন রে না। "জয় বাংলা, জয় বঙ্গ বন্ধু" শেষের অংশ টুকুর জন্য এই মুক্তি যুদ্ধের চেতনার ব্যাক্যটা সবার কাছে গ্রহন যোগ্য হয়নি।
এই চেতনার শ্লোগানটি সকল দলকেই গ্রহন করা উচিত্থ।

১৪| ০৪ ঠা আগস্ট, ২০০৭ বিকাল ৪:০২

একরামুল হক শামীম বলেছেন: সকল দলেরতো বটেই সকল বাঙ্গালীর গ্রহণ করা উচিত।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০০৭ রাত ১০:২১

মিসকিন বলেছেন: শুধু জয় বাংলা নয়, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ো আোয়ামীলীগের সম্পদ নয়। জয় বাংলা বাঙালির শ্লোগান আর বঙ্গবন্ধু বাঙালী জাতীর নেতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.