![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
http://www.facebook.com/samimblog আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
আজ ১৪ ডিসেম্বর, প্রিয় দুইজন ব্লগারের জন্মদিন। একজন আহমাদ মোস্তফা কামাল এবং অন্যজন প্রিয়তমা।
১.
একদিন সবকিছু গল্প হয়ে যায়!
এই যে সবকিছু গল্প হয়ে যাওয়ার পথ পরিক্রমা, সেই পথ চলাতে গল্পের একটি চরিত্র কি জানে জন্মদিনটি শুভ হয়ে চলে এসেছে তার জীবনে!
ব্লগার আহমাদ মোস্তফা কামাল এর লেখা জীবনানন্দ দাশ এর কবিতাগুলোর দারুন বিশ্লেষণ পড়ে বারবার মুগ্ধ হয়েছি, মধ্যবিত্তের পরিচয়চিহ্ন ধারাবাহিকটির মাধ্যমে মুগ্ধতা আরো বাড়ে। উনার বিশ্লেষণধর্মী লেখাগুলো অদ্ভুতরকমের ভালো লাগে।
ব্লগে আসার আগে উনার লেখক পরিচয় ছিল। তবে আমার কাছে যে বিষয়টি আকর্ষণীয় মনে হয়, উনি ব্লগে লেখেন ব্লগার পরিচয়ে। একজন ব্লগার লেখবেন, মন্তব্য করবেন, অন্যান্য ব্লগারদের সাথে ইন্টার্যাকশন করবেন. এমনটাই ব্লগারের বৈশিষ্ট্য হওয়া উচিত বলে আমি মনে করি। ব্লগার আহমাদ মোস্তাফা কামাল এর ইন্টার্যাকশন আমার কাছে খুবই ভালো লাগে।
আহমাদ মোস্তফা কামাল এর জন্মদিন আজ। অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় এই ব্লগারের জন্য।
শুভ জন্মদিন প্রিয় ব্লগার আহমাদ মোস্তফা কামাল
২.
প্রথম এক ফোঁটা বৃষ্টি
ব্লগার প্রিয়তমার সাথে আমার পরিচয় রাত বিরাতের আড্ডা পোস্টের মাধ্যমে। একসময় ব্লগে রাত বিরাতের আড্ডা শিরোনামে পোস্ট দিয়ে বেশ আড্ডা দিতাম। তেমনি একটা আড্ডার মাধ্যমেই তার সাথে পরিচয়।
প্রবাসে বসে সে নিয়মিত উকি দেয় ব্লগের জানালায়। ভালোভাবে ব্লগিং করার জন্য পার্ট টাইম জবের টাকায় কিনে ফেলে ল্যাপটপ। এইসব আগ্রহ মুগ্ধ করার মতো।
আজ ব্লগার প্রিয়তমার জন্মদিন। (তার নাম তমা। তাছাড়া বড় আরেকটা নামও আছে। ব্লগে নিক নিছে প্রিয়তমা। ভালো ভালো
)
তমার জন্য অনেক শুভকামনা।
শুভ জন্মদিন প্রিয় ব্লগার প্রিয়তমা
ছবি কৃতজ্ঞতা : ব্লগার সাইফুর ভাই
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ রাশু ভাই।
২| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৪
নকীবুল বারী বলেছেন: শুভ জন্মদিন দুজনকেই.............
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৫
অপ্সরা বলেছেন: শুভজন্মদিন দুজনকে আর সাথে তোমাকে অনেক ধন্যবাদ শামীম।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫২
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপু।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৭
নাঈম বলেছেন: দুজনকেই জন্মদিনের অফুরন্ত ও প্রাণঢালা শুভেচ্ছা।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০১
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১০
সীমান্ত আহমেদ বলেছেন: শুভ জন্মদিন দুজনকোই।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৩
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১০
রাতমজুর বলেছেন: তমা, ঝুমী আর কামাল ভাইকে অনেক শুভেচ্ছা।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪০
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ রামু ভাই।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১১
লীনা দিলরূবা বলেছেন: আ. মো. কামাল এবং প্রিয়তমা...শুভ জন্মদিন।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৩
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১১
ক্যামেরাম্যান বলেছেন: শুভ জন্মদিন আহমাদ মোস্তফা কামাল এবং প্রিয়তমা।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৫
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ রঞ্জু ভাই
৯| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১২
আবু সালেহ বলেছেন:
শুভ জন্মদিন......
জন্মদিনের শুভেচ্ছা ........দুজনকেই....
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৭
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ সালেহ ভাই
১০| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৩
টুশকি বলেছেন: শুভ জন্মদিন, শুভ জন্মদিন !
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৫
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ টুশকি
১১| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪
নির্জন রহমান বলেছেন: শুভ জন্মদিন উভয় কেই।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৫
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪
ব্রিগেড সিক্সটিন বলেছেন: শুভ জন্মদিন আহমাদ মোস্তফা কামাল।
শুভ জন্মদিন প্রিয়তমা।
শুভেচ্ছা।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৮
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৫
কালপুরুষ বলেছেন: দুজনের জন্য জন্মদিনের শুভেচ্ছা রইলো।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৫
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৬
শাহরিয়ার হাসান বলেছেন: বাহ! দারুন তো। আজ তো আমর বন্ধু ঝুমীরও জন্মদিন।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৮
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৬
পারভেজ বলেছেন: শুভ জন্মদিন -আহমাদ মোস্তফা কামাল ভাই , প্রিয়তমা এবং ঝুমীকেও।
শামীমকে ধন্যবাদ ।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৯
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ পারভেজ ভাই।
১৬| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২০
রায়হান(তন্ময়) বলেছেন: শুভ জন্মদিন দুজনকেই। সাথে আপনাকে ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৯
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৭| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২১
মুজিব মেহদী বলেছেন: ব্লগারদ্বয়কে জন্মদিনের শুভেচ্ছা।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৬
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ মুজিব মেহদী ভাই।
১৮| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৯
ভাস্কর চৌধুরী বলেছেন:
দুইজনকেই শুভ জন্মদিনের শুভেচ্ছা ।
পোষ্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৮
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ ভাস্কর ভাই।
১৯| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: শুভ জন্মদিন 'আহমাদ মোস্তফা কামাল';
-- আমার ও একজন প্রিয় ব্লগার।
শুভ জন্মদিন 'প্রিয়তমা'
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০০
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ ভাইজান।
২০| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩২
সাইফুর বলেছেন: আহমাদ মোস্তফা কামাল কে অনেক অনেক শুভকামনা সহ জন্মদিনের শুভেচ্ছা
প্রিয়তমা কে অনেক শুভেচ্ছা..শুভ জন্মদিন
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫২
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ সাইফুর ভাই।
২১| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: শুভ জন্মদিন দুজনকেই। ধন্যবাদ শামীম আপনাকে।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০১
একরামুল হক শামীম বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২২| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
অরুণোদয় বলেছেন: কামাল ভাই ও প্রিয়তমা আপু -- দুজনকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৮
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ
২৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ব্যস্ততার জন্য ব্লগে ইদানিং একটু কম আসা হচ্ছে। কাজকর্ম সেরে একবার ঢু মারতে মারতে মধ্যরাত পার হয়ে যায়! আজকেও তাই হলো, এবং এসে এই অপ্রত্যাশিত শুভেচ্ছা-আয়োজন দেখে সত্যি চমকে উঠলাম।
ব্লগে জন্মদিনের শুভেচ্ছা জানানোটা প্রচলিত ব্লগ-কালচার হয়ে উঠলেও আমার জন্মদিন কেউ মনে রাখবে সেটা ভাবিনি।
তাছাড়া, এই দিনটি ঘটা করে পালন করা হয়ওনা কখনো। শহীদ বুদ্ধিজীবী দিবসের শোক আর কালিমা মাখা এই দিনে কি জন্মদিনের উৎসব হয়? তবু, কাছের মানুষ ও বন্ধুরা এইসব যুক্তিবুদ্ধির চেয়েও ভালোবাসার আবেগে নিজেদের মতো করে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
আজ আপনি এবং আপনারা একইভাবে সেই কাজটি করলেন। কৃতজ্ঞতা জানাই।
একটা কথা প্রচলিত আছে - আপনি কাউকে ভালোবাসলে সেটা নাকি কয়েকগুণ হয়ে আপনার কাছেই ফেরত আসবে। এই ব্লগে আমার ক্ষেত্রে তাই ঘটেছে। আমার প্রথম পোস্টেই আমি - ভালো না লাগলে এড়িয়ে যান, গালাগালি করবেন না - ধরনের লাইন দিয়ে পোস্ট শুরু করেছিলাম। মানে বুঝতেই পারছেন, এখানকার গালাগালি সম্বন্ধে একটা পূর্ব ধারণা আমার মধ্যে ছিলো। কিন্তু আসার পর থেকে আমার প্রতি ব্লগাররা যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন সেটি সত্যিই বিস্ময়কর। এই ভালোবাসা না পেলে এখানে হয়তো থাকাই হতো না। আমি এমনিতেই অলস প্রকৃতির লেখক, তার ওপর সেনসেটিভি ও সেন্সিবল মানুষ, আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে সেই সেন্সিবিলিটিকে সম্মান দেখিয়েছেন।
অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, সঙ্গে অজস্র ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫১
একরামুল হক শামীম বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
২৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৫
তারার হাসি বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা ...
সব চাওয়া পূর্ণ হোক।
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৯
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপু।
২৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: রাশেদ, নকীবুল বারী, নাঈম, সীমান্ত আহমেদ, রাতমজুর, লীনা দিলরূবা, ক্যামেরাম্যান, আবু সালেহ, ব্রিগেড সিক্সটিন, টুশকি, নির্জন রহমান, কালপুরুষ, শাহরিয়ার হাসান, পারভেজ, রায়হান(তন্ময়), মুজিব মেহদী, ভাস্কর চৌধুরী, জনারন্যে নিসংঙগ পথিক, লাবণ্য প্রভা, সাইফুর, অরুণোদয়সহ আমার সব পাঠককে ধন্যবাদ।
শামীম, বিশেষভাবে আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৯
একরামুল হক শামীম বলেছেন: আপনিও অনেক ভালো থাকবেন। শুভেচ্ছা।
২৬| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫২
প্রিয়তমা বলেছেন: আসলে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছিনা… ব্লগে এসে এই লেখাটা দেখার পর থেকে শুধু তাকিয়েই আছি!! ব্লগ বন্ধুদের ভালবাসায় আমি মুগ্ধ! বাকরুদ্ধ!
রাশেদ, নকীবুল বারী, অপ্সরা, নাঈম, সীমান্ত আহমেদ, রাতমজুর, লীনা দিলরূবা, ক্যামেরাম্যান, আবু সালেহ, টুশকি, নির্জন রহমান, ব্রিগেড সিক্সটিন, কালপুরুষ, শাহরিয়ার হাসান, পারভেজ, রায়হান(তন্ময়), মুজিব মেহদী, ভাস্কর চৌধুরী, জনারন্যে নিসংঙগ পথিক, লাবণ্য প্রভা, অরুণোদয়সহ, তারার হাসি
আপনাদের অন্তরের গভীর থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
আমার জন্য দোয়া করবেন।
আহমাদ মোস্তফা কামাল আপনার জন্য জন্মদিনের একরাশ শুভেচ্ছা রইল।
সাইফু ভাই আর শামীমকে মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাই, আমার ব্লগ জীবনের এত বড় অসাধারন একটা উপহার দেয়ার জন্য!
সবাই অনেক অনেক ভালো থাকুন সেই শুভ কামনায়।
-তমা
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৩
একরামুল হক শামীম বলেছেন: তোমাকেও ধন্যবাদ। ভালো থাকবা সবসময়।
২৭| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৫১
শেরিফ আল সায়ার বলেছেন: শামীম ভাই, আমি কক্সবাজার থেকে আজ রাত ১০টার বাসে ঢাকায় রওনা দিলাম। এবং খুব আপনার মোবাইল নাম্বারটা মিস করছিলাম। সেট চেন্জ করার কারণে আপনার নম্বরটা পুরোন সেটে রয়ে গেছে। যাই হোক,
আপনাকে খুজছিলাম একটা কারণে। কারণটা হচ্ছে, আজ আমার পছন্দের একজন শিক্ষক এবং লেখকের জন্মদিন। ব্লগের কেউ যানতো কিনা আমি তা জানতাম না তাই আপনাকে খুজছিলাম যে একটা পোষ্ট দেয়ার জন্য। সাধারণত মিলটন ভাই জন্মদিন পোষ্ট দেন। কিন্তু কাকতালীয়ভাবে আমি ঘরে ঢুকেই দেখি আমি যেই মানুষটাকে খুজছিলাম সেই মানুষটাই আমার পছন্দের মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শামীম ভাই।
স্যার আপনার ইন্টার্যাকশন নিয়ে এখানে কিছু কথা বলা হয়েছে। বলা হয়েছে, আপনার লেখক পরিচয় থাকা সত্ত্বেও আপনি একজন ব্লগার হিসেবেই ব্লগে আছেন। কিন্তু ব্লগের অনেকেই জানে না আপার অনেক শিক্ষার্থীও এই ব্লগে আছেন। এবং তাদের সাথে ব্লগে আপনার ছাত্র-শিক্ষক সম্পর্ক নয়। একজন লেখক-পাঠক সম্পর্ক।
এটাও ইন্টার্যাকশন এর একটি বড় উদাহরণ হতে পারে। আমার খুব ইচ্ছে ছিল আপনার জন্মদিনে আমি একটি পোষ্ট দিবো। কিন্তু সমুদ্রভ্রমণে গিয়ে তা আর হলো না। বাসে অনেকবার চিন্তা করলাম একটা ফোন দিবো নাকি! কিন্তু আপনাকে ভয় না পেয়েও কেনো যেনো অদুশ্য ভয়েরা তাড়িয়ে বেড়ায়!! এতো রাতে!!!
ঘরে ঢুকেই বসলাম। আপনাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা স্যার। আপনি ভালো থাকুন সব-সময়।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৫
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ শেরিফ ভাই।
২৮| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক শুভেচ্ছা শুভ জন্মদিনে.........
আহমাদ মোস্তফা কামাল।
ভালো থাকবেন।
এবং
শুভ জন্মদিন তমা।
অনেক শুভেচ্ছা তোমাকে।
ভালো থেকো শামীম।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৪
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ সাজি আপু।
শুভেচ্ছা রইলো।
২৯| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৬
জেরী বলেছেন:
শুভ জন্মদিনে.........আহমাদ মোস্তফা কামাল ভাইকে
শুভ জন্মদিনে.........প্রিয়তমা আপুনিকে
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫১
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ জেরী
৩০| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪০
সিটিজি৪বিডি বলেছেন: শুভ হোক জন্মদিন।
২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ
৩১| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: শেরিফ, চমৎকার অনুভূতি প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
তারার হাসি, আমার চেয়েও অলস ব্লগার আপনি, তবু সবসময় আমার প্রতিটি লেখার সঙ্গে ছিলেন। আপনার উপস্থিতি আমাকে মুগ্ধ করে। অনেক ধন্যবাদ আপনাকে।
সুলতানা শিরীন সাজি, জেরী, সিটিজি৪বিডি আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
প্রিয়তমা, জন্মদিনের শুভেচ্ছা আপনাকেও।
২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০
একরামুল হক শামীম বলেছেন:
৩২| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৯
সাদাসিধা বলেছেন: আপনাকে শুভেচ্ছা গুরু(আ.ম.কামাল)। ভালো আছেন? খানাপিনা হবে নাকি?
২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০
একরামুল হক শামীম বলেছেন:
৩৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০০
চিটি (হামিদা রহমান) বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা
আহমাদ মোস্তফা কামাল।
এবং
প্রিয়তমাকে
দিনটি কাটুক আনন্দে............অনাবিল।
ভালো থাকবেন।
২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১১
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপু
৩৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৯
নিবিড় অভ্র বলেছেন: শুভ জন্মদিন সব্বাইকে
অফটপিক: নতুন পোস্ট কই, মানে অবু ভাবীওয়ালা পোস্ত কই
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৬
একরামুল হক শামীম বলেছেন: পোস্ট দেওয়া হইলো।
৩৫| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫
অক্ষর বলেছেন: দুজঙ্কেই জন্মদিনের শুভেচ্ছা
২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৭
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ
৩৬| ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪০
অ্যামাটার বলেছেন: শুভ জন্মদিনস! দু'জনকেই; ভাল থাকুক সবাই...
একটু দেরি করে ফেললাম
২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৭
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ
৩৭| ১৬ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫৫
মেঘাচ্ছন্ন বলেছেন: দুজনকেই জন্মদিনের অনেএএক শুভেচ্ছা......।
আপ্নাকেও শুভেচ্ছা....বিজয় দিবসের......।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৬
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা
৩৮| ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৭
প্রিয়তমা বলেছেন: সাজি আপু ,জেরী আপু, চিটি আপু, সিটিজি৪বিডি
আহমাদ মোস্তফা কামাল, নিবিড় অভ্র, অক্ষর, অ্যামাটার ও মেঘাচ্ছন্ন কে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভাল থাকুন।
বিজয় দিবসের শুভেচ্ছা।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫৫
একরামুল হক শামীম বলেছেন: শুভেচ্ছা
৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৮
ডা: ইকবাল হোসেন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সুন্দর থাকুন। শামিম তোমাকেওঅনেক ধন্যবাদ।
২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৮
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৪
রাশেদ বলেছেন: শুভ জন্মদিন দুইজনকেই।