নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু নাসের তনু

If you miss this train I'm on, You will know that I am gone.

আবু নাসের তনু › বিস্তারিত পোস্টঃ

সেরা রম্যরচনা

০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:০২

সৈয়দ মুজতবা আলীর লিখা বিভিন্ন রম্য রচনা নিয়ে প্রকাশিত সেরা রম্যরচনা বইটি পড়ে শেষ করলাম। দারুন বই। কিছু কিছু রচনা দুবার তিনবার করে পড়েছি। প্রতিবারই আলাদা করে ভাল লাগা জন্মেছে।



সৈয়দ মুজতবা আলীর লিখার সাথে পরিচয় ক্লাস সিক্স বা সেভেন এ পড়ার সময়। এখন আছে কিনা জানিনা, তখন আমাদের পাঠ্য বইতে রসগোল্লা নামে একটা গল্প ছিল। বাংলা পড়াতেন শাহীন ম্যাডাম। যে কোন গল্প বা কবিতা পড়ানোর আগে ম্যাডাম লেখক বা কবির মজার কিছু ঘটনা বলে নিতেন। এতে আমাদের আগ্রহ বেড়ে যেত।



রসগোল্লা গল্পটি এমনিতেই মজার, গল্পটা সেদিন আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল ম্যাডামের চমৎকার উপস্থাপনা ও উচ্চারণ শৈলীর কারনে। গল্পটা এতই ভাল লেগেছিল যে, ঐ দিনই স্কুল লাইব্রেরী হতে সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে বইটি নিয়ে যাই পড়ার জন্য।



আজ বহু দিন পর আবার রসগোল্লা গল্পটি পড়তে গিয়ে পুরনো দিনের কথা মনে পড়ে গেল।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:১৮

মিটুলঅনুসন্ধানি বলেছেন: গুড...

০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:৫৬

আবু নাসের তনু বলেছেন: ধন্যবাদ।

২| ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:১৮

হায়রে দুনিয়া বলেছেন: ঝান্ডু দা :D

কিন্তু আপনার মেমরী মনে হয় একটু বিট্রে করছে। ক্লাস সেভেনে আপনি সৈয়দ মুজতবা আলীর যে লেখাটা পড়ছিলেন, তার নাম পন্ডিত মশাই। রসগোল্লা ছিল ক্লাস নাইনে।

০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:৫৫

আবু নাসের তনু বলেছেন: অনেক দিন আগের কথা। মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

৩| ০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:৪২

ইশতিয়াক হাসান বলেছেন: স্কুলে থাকতে যখন "পন্ডিত মশাই" গল্পটা পড়েছিলাম তখন আমরা বন্ধুরা প্রায়ই পরস্পর কে 'অনার্য', 'মর্কট', 'শাখামৃগ' বলে সম্বোধন করতাম!

০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:৫৯

আবু নাসের তনু বলেছেন: আনন্দের সেই দিন গুলি যদি ফিরে পেতাম!

৪| ০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:০৭

আহমেদ রাকিব বলেছেন: বইটা কিঞ্ছি এখনো পড়া হয় নাই। ছবিটা কেমন জানি চেনা চেনা লাগে? সাস্টের নাসের নাতো?

০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:২৫

আবু নাসের তনু বলেছেন: জি ভাইয়া ঠিক ধরেছেন। কেমন আছেন আপনি?

৫| ০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:১২

বোহেমিয়ান কথকতা বলেছেন: প্রিয় লেখকদের একজন ।

০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:৪০

আবু নাসের তনু বলেছেন: আমারও।

৬| ০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:১৫

আরিফ আমীন বলেছেন: আনন্দের সেই দিন গুলি যদি ফিরে পেতাম""""ভাল ভাল

০৩ রা মার্চ, ২০১০ রাত ১১:৪৮

আবু নাসের তনু বলেছেন: ধন্যবাদ।

৭| ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:১৬

আসফাকুল আমিন বলেছেন: কয়েক বছর আগে মিরপুর ১০ এর পুরানো বইয়ের দোকান থেকে কিনছিলাম ২০ টাকা দিয়া :D অসাধারন একটা বই। আফছুঁস এখন আর সেইরকমভাবে পুরান বই পাওয়া যায় না ।

০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:২১

আবু নাসের তনু বলেছেন: বড়ই আফছুঁস।

৮| ০৪ ঠা মার্চ, ২০১০ ভোর ৫:৩৫

নুরুন নেসা বেগম বলেছেন: নতুন লেখকরা এমন লেখা নতুন ভাবে কবে লিখবেন (ডিজিটাল ট্যুর, ফাস্ট ফুড)? খাবারের বর্ণনা, চলার পথ কোনটা ছেড়ে কোনটা বলি?

০৫ ই মার্চ, ২০১০ রাত ১০:০২

আবু নাসের তনু বলেছেন: ধন্যবাদ।

৯| ০৬ ই মার্চ, ২০১০ সকাল ১০:৩৬

আহমেদ চঞ্চল বলেছেন: হ্যা ।।। মুজতবা আলী একজন অসাধারণ রম্য কথাকার ছিলেন ------



Click This Link

০৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৭

আবু নাসের তনু বলেছেন: ধন্যবাদ।

১০| ০৭ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৪

কথক পলাশ বলেছেন: স্যার সৈয়দ মুজতবা আলীর প্রায় সব বই'ই আমার পড়া। আমি জানিনা, একজন মানুষ এত সুন্দর করে রম্যগল্পের সাথে আবেগকে কিভাবে মেলাতে পারে! দেশে-বিদেশে কিংবা জলে ডাঙ্গায়, চাচা কাহিনী, রম্য ছোটগল্প-প্রবন্ধ, সব ক্ষেত্রেই স্যার সময় কে অতিক্রম করে গেছেন। স্যার সৈয়দ মুজতবা আলীর লেখার সাথে আমার প্রথম পরিচয় ক্লাস সিক্সে- 'পিরামিডের দেশে' নামক ভ্রমন কাহিনীতে। এখানে ১টা ডায়ালগ ছিল- 'যা থাকে কপালে, আমি ওই শশাই খাব।'

০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৮

আবু নাসের তনু বলেছেন: সত্যি অসাধারণ তার লেখনি।

১১| ২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৩

জনৈক আরাফাত বলেছেন: সবচেয়ে প্রিয় লেখক।

২৩ শে মে, ২০১০ সকাল ১০:২৭

আবু নাসের তনু বলেছেন: :) :)

১২| ২৫ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৯

বিনবি বলেছেন: বাংলা রম্যসাহিত্যে তার বইগুলো একেবারেই ভিন্ন ধাঁচের,অসাধারণ।

২৫ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৩

আবু নাসের তনু বলেছেন: সত্যি অসাধারণ তার লেখনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.