নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরুষ সহকর্মীদের সঙ্গে সমানতালে নাইট শিফটে কাজ করা একুশ শতকের মহিলাদের কাছে কোনো নতুন ঘটনা নয়। তা সে কলসেন্টারের কাস্টমারকে হ্যান্ডেল করাই হোক, কিংবা সাংবাদিকের রাতভর পার্টি অ্যাটেন্ড অথবা ডাক্তারের রোগীর পাশে রাতভর সেবা।
সব পেশাতেই নাইট ডিউটি এতদিন সাবলীলভাবে সামলেছেন মেয়েরা। কিন্তু দিল্লি গণধর্ষণে ২৩ বছরের প্যারা মেডিক্যালের ছাত্রীর মৃত্যু ও ভারতজোড়া বিক্ষোভ, আন্দোলন নাড়িয়ে দিয়েছে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার মহিলাদের। এই ঘটনার পর ভারতের বেশিরভাগ মেয়েরাই রাতে কাজ করতে ভয় পাচ্ছেন।
এমনকি নাইট শিফট করতে না চাওয়ায় এদের মধ্যে অনেকেই চাকরি ছাড়তেও বাধ্য হয়েছেন। অ্যাসোচেমের এক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
এই সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে, কর্মরতারা বেশিরভাগই বিকেলের মধ্যে বাড়ি চলে যেতে চাইছেন। আইটি বা বিপিওতে চাকুরিরতাদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি মহিলাদের মধ্যে ভয় কাজ করায় কর্মক্ষেত্রে তাদের দক্ষতা প্রায় চল্লিশ শতাংশ কমে গিয়েছে বলে অ্যাসোচেমের রিপোর্টে দাবি করা হয়েছে।
নয়া দিল্লির প্রায় ২৫০০ আইটি এবং বিপিও কোম্পানিতে লক্ষাধিক মহিলা কর্মী কাজ করেন। চাকরির জন্য জীবনের ঝুঁকি নিতে নারাজ এই কন্যেরা। ৮৯ শতাংশ মহিলা কবুল করেছেন, বেশি রাত করে যাতে বাড়ি ফিরতে না হয় সেজন্য যতটা সম্ভব আগেভাগে অফিস থেকে বেরিয়ে পড়ছেন তারা। দিল্লি ও নয়ডার ২৫০০ বিপিও এবং আইটি সংস্থায় কর্মরত মহিলারা দিল্লি গণধর্ষণকাণ্ডের পর প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন। নাইট শিফটে কাজ করার মতো ঝুঁকি তারা নিতে নারাজ। এদের ৪০ শতাংশের মধ্যেই ফিয়ার ফ্যাক্টর কাজ করছে।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
আমি ব্লগার হইছি! বলেছেন: মনি হলে তো হবে না ভাই ! রাতের বেলা নার্স রা না থাকলে হসপিটাল চলবে কি করে?
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
শেরজা তপন বলেছেন: ভুমিকম্প যখন ছোট্ট একটা কাঁপুনি দেয় তখন সারা দেশে হৈ চৈ শুরু হয়-বাকি সময় চুপচাপ...
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
আমি ব্লগার হইছি! বলেছেন: ঠিকই বলেছেন আপনি। এভাবেই চলতে থাকবে মনে হয়।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২
বাংলার ছেলে বলেছেন: বাংলাদেশে তো দিল্লি গণধর্ষণকাণ্ডের পর ধর্ষণ অনেক বারছে। কাহিনি বুজলাম না।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
আমি ব্লগার হইছি! বলেছেন: আমরা মনে হয় খারাপ কাজে ইন্ডিয়ার চেয়ে একটু বেশী এগিয়ে থাকতে চাই ।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
রিফাত হোসেন বলেছেন: বুঝলাম না ! গনধর্ষনের আগে তো নিরাপত্তহীনতায় ভুগেন নাই তাই না !
যদি এতই ভয় তাহলে কাজে আসার মানে দেখছি না ।
পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা তো চলছে ...
এই ধর্ষনের ফলে যে কন্টিনিউ ধর্ষন বেড়েই যাবে সে তো গীতাতে লেখা নাই !
ঘটনাটা তো উল্টাই হবার কথা সবাই এলার্ট থাকার কথা , নিরাপত্তা জোরদার করার কথা আর ধষর্কদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি বৃদ্ধি পাবার কথা ।...........
তা না. উল্টা তারাই নিরাপত্তা জনিত কারনে ভয় পাচ্ছে !
আজব হইলাম ।
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
আমি ব্লগার হইছি! বলেছেন: আপনি যা যা হওয়ার কথা বললেন তা সব যদি ঠিক ঠিক মতো হতো তাহলে মনে হয় মেয়েরা এত আতংকিত হতো না।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
বদ বলেছেন: ভারত কিমবা পাকিস্থানের বিরুদ্ধে কথা বলেন
জানেন না বাংলাদেশের সবাই হয় ছাগু নইত ভাদা
তাই
তুই রাজাকার
রাজাকারের ফাসি চাই(আওয়ামীলীগের গুলা বাদে)
জয় বাংলা
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
হাসান আব্দুল্লাহ বলেছেন: আমি ব্লগার হইছি! বলেছেন: ৩ দিনের মধ্যে ১০টা শিবিরের লাশ চাই।
------------------------------------------------------------------------
কথা এমন অস্র যে কখনো কখনো নিজের কথাগুলো নিজের দিকে ফিরে আসে. আমারা মানুষ, এই মুখে ভালবাসার কথা বলতে জানি বিষ ও প্রয়োগ করতে জানি. মানুষ হিসাবে কোন কথা বল্লে মানবিক হবে সেটা চিন্তা করে কথা বলা উচিত.আমি নিশ্চিত আপনার দ্বারা কোন খুন হবে না. কিন্ত যে কথা বলেছেন তা যে অবজারভে থেকে গেল আপনার অনাগত ভবিষ্যতের জন্য এ লাইনটা যে কাল হয়ে দাডাবে তা কি ভেবেছেন ? সেদিন কিন্ত নিজেকে ধীক্কার দিয়ে ও পরিত্রান পাবেন না. আসুন মানুষ হই. ঘৃ-না করি পাপকে পাপীকে নয়!@ আপনাদের শুভ বুদ্দির উদয় হোক @@
১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০
আমি ব্লগার হইছি! বলেছেন: আমার শুভ বুদ্ধির উদয় হওয়ার আগে দেশের নেতা নেত্রীদের শুভ বুদ্ধির উদয় হওয়া বেশী জরুরী।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
htusar বলেছেন: হাসান আব্দুল্লাহ বলেছেন:আসুন মানুষ হই. ঘৃ-না করি পাপকে পাপীকে নয়
ভাল কথা । আমি খুন করাকে ঘৃণা করি, খুনি কে না। ধর্ষনকে ঘৃণা করি, ধর্ষককে না !!! তাই না??
১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৩
আমি ব্লগার হইছি! বলেছেন: বুঝলেন না ভাই, ধর্মের নামে অন্যায় করলে সেইটা তো পাপ না! পাপী কে তাই আদর করতে হবে। ঘৃণা করা যাবে না।
৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৩
ভুল উচ্ছাস বলেছেন: একটা স্যাডিস্ট এর ব্লগে আসছি।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৪১
আমি ব্লগার হইছি! বলেছেন: আসছিস কেন ? দূরে গিয়ে মর !
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
গ্যাম্বিট কিং বলেছেন: ্মালাউনের দেশে মনি হয়