নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অধম হতভাগা পাপী অপদার্থ।

আমি ব্লগার হইছি!

আমি হলাম পাপীতাপী। আর তোমরা সবাই সাধু।

আমি ব্লগার হইছি! › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই! মণিরামপুরে জামায়াতকে বাদ দিয়েই সন্ত্রাস প্রতিরোধ কমিটিতে অবশেষে যোগ দিয়েছে বিএনপি

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

জামায়াতে ইসলামীকে বাদ দিয়েই আওয়ামীলীগ সরকারের নির্দেশে গঠিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিতে অবশেষে যোগ দিল মণিরামপুরের বিএনপি। এই কমিটি গঠনে শনিবারে আহুত প্রথম সভা বিএনপি-জামায়াত চেয়ারম্যানরা বয়কট করলেও সোমবারে জামায়াতকে বাইরে রেখে বিএনপি যুক্ত হয়েছে।

উপজেলা প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মানবতা বিরোধী অপরাধের বিচারকে ঘিরে দেশে চলমান সহিংসতা ও নাশকতার ঘটনা রুখতে সরকার উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা বিরোধী কমিটি গঠন করতে সকল ইউএনওকে নির্দেশ দেন। সে মোতাবেক মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম সরকারি নির্দেশনা অনুযায়ী জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুধী সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আরো অনেকের কাছে পত্র দিয়ে ৯ মার্চ বিশেষ সভা আহবান করেন। ওই সভায় ক্ষমতাসীন দলীয় জনপ্রতিনিধিসহ অনেকেই উপস্থিত হলেও বিএনপি-জামায়াত চেয়ারম্যানরা সভাটি বয়কট করেন। ওই কমিটি সরকারের আইওয়াশ বলেও মন্তব্য করেন তারা। এ কারণে শনিবারে বিএনপি-জামায়াত ইসলামী বাদেই সভাটির কার্যক্রম শুরু করেন ইউএনও। উপজেলা পরিষদের পক্ষ থেকে সোমবারে উপস্থিত হবার জন্য পুনরায় বিএনপিকে আহবান জানানো হয়। বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপি উপজেলা কমিটির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এড.শহীদ মোঃ ইকবাল হোসেনসহ দলীয় চেয়ারম্যানরা উপস্থিত হন। একই সাথে সভাস্থলে আসেন জামায়াত দলীয় কাশিমনগর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান। কিন্তু উপস্থিত আ’লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার লোকজনে জামায়াতকে বাইরে রাখার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান। একপর্যায় বিএনপি নেতৃবৃন্দও জামায়াতে ইসলামীকে বাদ দিয়েই কমিটি গঠনে একাত্মতা প্রকাশ করেন। এ সময় জামায়াতের চেয়ারম্যান মিজানুর রহমান সভাস্থল থেকে বের হতে বাধ্য হন। ফলে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি, সিপিবি, ব্যবসায়ীসহ অন্যান্য পেশার লোকজনের সমন্বয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে উপজেলা কমিটি গঠন করা হয়। এদিকে প্রথম দিনে সভা বয়কট করলেও সর্বশেষ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের প্রধানতম শরীক দল জামায়াতে ইসলামীকে এভাবে বাইরে রেখে এখানকার বিএনপির নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বলে এলাকাবাসী মনে করেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২১

শেরজা তপন বলেছেন: :) সহমত

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

আমি ব্লগার হইছি! বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার আপনার গল্প পড়ার জন্যে আমি অপেক্ষায় থকি কিন্তু।

২| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

রোহান খান বলেছেন: আমি ব্লগার হইছি...:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.