নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অধম হতভাগা পাপী অপদার্থ।

আমি ব্লগার হইছি!

আমি হলাম পাপীতাপী। আর তোমরা সবাই সাধু।

আমি ব্লগার হইছি! › বিস্তারিত পোস্টঃ

ফু ওয়াং এর কেক !!!!!! আগামী কালকের তৈরী কেক আমি আজকে খেলাম !

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

অফিসের পিওন ফু ওয়াং এর এক কেক নিয়ে আসলো আজকে বিকালে। কেক খেয়ে প্যাকেটে ম্যানুফেকচার ডেট দেখি আগামী কালকের, মানে ১০/০৭/১৩ তারিখের।



আর দুইদিন পর পবিত্র রমজান মাস শুরু হবে। খাদ্য দ্রব্য নিয়ে কোম্পানী গুলো যদি এমন অসাধু কার্যকলাপ শুরু করে তাহলে আমরা কোথায় যাবো





এই যে ছবির লিন্ক। ব্লগে আপলোড করতে পারছি না।

Fu Wang Cake with advanced manufacturing date

মন্তব্য ৫৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

আহলান বলেছেন: আসল ফুওয়াং তো?

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৮

আমি ব্লগার হইছি! বলেছেন: আমি প্যাকের গায়ে ফোন নাম্বার দেখে ওদের অফিসে ফোন করেছিলাম। আসল ফু ওয়াং এর প্যাকেট এইটা ওরাই কনফার্ম করেছে।

২| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ইশতিয়াক০০৮ বলেছেন: ভাই, এইটা নতুন কিছু না, বেশিরভাগ কোম্পানি গুলাই এমন করে

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৯

আমি ব্লগার হইছি! বলেছেন: দোকান থেকে কোন কিছু কিনে খাওয়া বাদ দিতে হবে মনে হয়।

৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৪

সাঈফ শেরিফ বলেছেন: এটা খুব সম্ভব মেয়াদ উর্ত্তীণের তারিখ, এধরনের ভুল হবার কথা না।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

আমি ব্লগার হইছি! বলেছেন: মেয়াদ উত্তীর্ণের তারিখ ২১/০৭/১৩

৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৬

ভ্রমন কারী বলেছেন: আহলান বলেছেন: আসল ফুওয়াং তো? B:-) B:-)

ঘটনা কিন্তু বাস্তব ! আপনি ডেট নিয়ে পরে আছেন ! ঐ কেক যে ফুওয়াং এর তারই তো গ্যারান্টি নাই, ডেট নিয়ে আর কি বলবো !!!!!!!!!!

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩০

আমি ব্লগার হইছি! বলেছেন: ওদের অফিসে ফোন করেছিলাম। ওদেরই কেক কনফার্ম।

৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৩

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: দেশে কোন কিছুরই মা-বাপ নাই, ভেজাল খেয়ে এখন যদি মরিও তাও কিছু যায় আসে না। ট্যাকা পাওয়াই এদের এক মাত্র চিন্তা। X(

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩২

আমি ব্লগার হইছি! বলেছেন: আসলেই তাই।

৬| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৫

আম্মানসুরা বলেছেন: কোথায় আর যেতে চান, এই কেক খেয়ে ডাক্তারের কাছে যেতে হবে।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩১

আমি ব্লগার হইছি! বলেছেন: হা হা হা, আর জীবনেও এইসব খাবো না।

৭| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:০২

সমীর কুমার ঘোষ বলেছেন: এটা পড়ে একটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে , আমরা ডেট চলে গেলে তাকে বলি যে, এর ডেট এ্ক্সপাইয়রর্ড কিন্তু যার ডেট এখনও আসেই নাই তাকে কি বলা যায় ! B:-)

এমন এক অভিজ্ঞতা আমার আছে। সময়টা ২০১১ মার্চের দিকে।বসুন্ধরা সিটিতে যে বড় বাটা এর শোরুম আছে সেখান থেকে একটি সু-ক্রিম কিনলাম। পরে দেখি প্রায় ৩ মাস পরে সেটি তৈরির ডেট , তার মানে আমি ব্যবহার করছি অথচ তখন তৈরি-ই হয় নি !!! :-B

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

আমি ব্লগার হইছি! বলেছেন: তার মানে ওরা নিজেদের সুবিধা মতো ডেট প্রিন্ট করে প্যাকেটে।

৮| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৩

রাতুল রেজা বলেছেন: আগেও খেতাম না, এখন আরো খাবনা।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০

আমি ব্লগার হইছি! বলেছেন: আমিও আর খাবো না।

৯| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৫

ঢাকাবাসী বলেছেন: আসলে কোম্পানীগুলোতো লাভ করার চেষ্টা করবে কারন তারা অর্থলোভী পিশাচ। আমাদের দেশে মরাল বলে একটা জিনিস অনেক আগেই ভ্যানিস হয়ে গেছে। প্রকাশ্যে মরাল ভেঙ্গে দুর্নীতি শুরু হয় রাজনীতিবিদ কাম ব্যাবসায়ীদের দ্বারা। এর থেকে উত্তরনের সম্ভাবনা নেই বললেই চলে।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০

আমি ব্লগার হইছি! বলেছেন: আপনার সাথে প্রবল ভাবে একমত।

১০| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

নীলতিমি বলেছেন: মিল্ক ভিটার ক্ষেত্রেও আমি এমনটা দেখেছিলাম ! :)

১০ ই জুলাই, ২০১৩ রাত ২:১৪

আমি ব্লগার হইছি! বলেছেন: মিল্ক ভিটাকে বিশ্বাস যোগ্য মনে করতাম। সতর্ক করে দেয়ার জন্যে আপনাকে ধন্যবাদ।

১১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: হায় হায় !!!


কি আশ্চর্য্য!

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪১

আমি ব্লগার হইছি! বলেছেন: কিছুই করার নেই।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

বাধা মানিনা বলেছেন: দেশে এখন একমাত্র বিশুদ্ধ খাবার আইটেম হলো সিগারেট।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১

আমি ব্লগার হইছি! বলেছেন: জি , ঠিকই বলেছেন। কিন্তু এখন বর্ষাকাল, তাই তাড়াতাড়ি ড্যাম্প হয়ে যায়।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৪

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই, কোম্পানী গুলা মসলায় সীসা ভইরা সেটা বিক্রি করে, খালি বিক্রি না, আমেরিকায় রপ্তানীও করে। পরে ধরা খাইলে কয় বাংলাদেশের মাটিতে দোষ।

আসলে যে এদের রক্তে দোষ সেটা স্বীকার করে না!

মানুষ খুব অল্প টাকার কাছেই বিক্রি হয়ে যায়

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭

আমি ব্লগার হইছি! বলেছেন: দু:খ জনক।

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: হায় হায় B:-) B:-)

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কিছু বলার নাই ।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬

আমি ব্লগার হইছি! বলেছেন: বাইরের খাবার খাওয়াই বাদ। ফুচকার কথা যা শুনলাম, এখন দেখলেই বমি আসে।

১৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২০

খেলাঘর বলেছেন:


আপনি কোথায়?

পিয়নের নাম ওরিয়েন্টাল কেন?

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৪

আমি ব্লগার হইছি! বলেছেন: পিওনের নাম ওরিয়েন্টাল কে বললো?

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৯

খেলাঘর বলেছেন:
যাক, কেক তো খাওয়া হলো; এখন?

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৩

আমি ব্লগার হইছি! বলেছেন: ঐ সব এখন আর খাই না।

১৮| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৭

শতদ্রু একটি নদী... বলেছেন:
টাইম মেশিনের আবিস্কারক কি তাইলে ফু ওয়াং গ্রুপই??

আপনার নিকটা আমার ব্যাপক পছন্দ!! :)

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৩

আমি ব্লগার হইছি! বলেছেন: আপনার কমেন্ট টাও আমার অনেক পছন্দ।

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৮

প্রামানিক বলেছেন: তাহলে তৈরী হওয়ার আগেই খেয়ে ফেললেন?

২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

আমি ব্লগার হইছি! বলেছেন: জ্বি, ফু ওয়াং এর টাইম মেশিনের কল্যাণে তৈরী হওয়ার আগেই কেক খাওয়া হয়ে গেল ।

২০| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৬

শেরজা তপন বলেছেন: সেই কেক খাওয়ার পরে -কি হইলো, লেখালেখি একদম বন্ধ করে দিলেন যে?

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

আমি ব্লগার হইছি! বলেছেন: লেখার মতো কোন কিছু খুজে পাইনা।

২১| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:

মানুষ খারাপ হয়ে গেছে; এদের পেটাতে হবে।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

আমি ব্লগার হইছি! বলেছেন: অনেকদিন মারামারি করিনা।

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

আবু শাকিল বলেছেন: ভাই - লেখা টেখা ছিড়ে দিছেন ,মনে হয় ।
কিছু ছাড়ুন - :)

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১

আমি ব্লগার হইছি! বলেছেন: আচ্ছা ভাই চেষ্টা করবো ! তবে লেখার মান আরো কিছুটা উন্নত না করে সেটা জনস্মমুখে প্রকাশ করা আমার কাছে একটু লজ্জাজনক।

২৩| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:



কেক তো খাওয়া শেষ

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৯

আমি ব্লগার হইছি! বলেছেন: জি গাজী ভাই। এখন সানফিস্ট ডার্ক ফ্যান্টাসি।

২৪| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:



লিখুন

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২২

আমি ব্লগার হইছি! বলেছেন: আমার চেয়ে অাপনার লেখা বেশী জরুরী।

২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনি কি নিয়ে লিখবেন, সেটা নিয়ে চিন্তা করেই চলছেন?

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৩

আমি ব্লগার হইছি! বলেছেন: লজ্জা দিয়েন না ভাই। আপনি ভালো অাছেন ?

২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৩

মাঝিবাড়ি বলেছেন: ফু! অয়াং!!!! নামেই কেন যেন ভেজাল ভেজাল!!! হাহাহা

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৪

আমি ব্লগার হইছি! বলেছেন: ঠিক বলেছেন।

২৭| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



অনেকদিন পর আপনার কথা মনে পড়লো, কেমন আছেন?

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৫

আমি ব্লগার হইছি! বলেছেন: ভালো আছি। আপনি ভালো আছেন ভাই?

২৮| ১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৩

পদ্মপুকুর বলেছেন: সাধারণত বেকারি আইটেমগুলো রাতে তৈরী হয়ে পরবর্তী দিন খুব সকালে রিটেইল শপে ডিস্ট্রিবিউট করা হয়। এ কারণে বেকারি আইটেমগুলোতে পরবর্তী দিনের তারিখ বসানো হয়। এটাই প্রচলিত, এতে আশ্চার্যান্বিত হওয়ার কিছু নেই।
আপনার হাতে এরই কোন একটা কোনভাবে আগেভাগে এসে পড়েছে।

২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪১

আমি ব্লগার হইছি! বলেছেন: তাই বলে পরের দিনেরটা?

২৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: =p~ =p~

৩০| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:১৮

বিজন রয় বলেছেন: তাহলে এবার নিয়মিত হন আর নতুন পোস্ট দেন।

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০১

আমি ব্লগার হইছি! বলেছেন: আচ্ছা ভাই। ভালো থাকবেন।

৩১| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

রিফাত হোসেন বলেছেন: ছবি শেয়ার দিতেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.