নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে প্রথম আলোতে এক বড় ব্যাবসায়ির সাক্ষাতকার দেখলাম। ইউ এস বাংলার চেয়ারম্যান। আন্দাজে ই্চ্ছা মতো বলে গেল, আর যে সাক্ষাতকার নিল সেও শুনে গেল।
বাংলাদেশের আভ্যন্তরীণ বিমান পরিবহণ সম্পর্কে উনি মনে হয় পুরোপুরি ধারণা রাখেন না। এই সাক্ষাতকারে উনি বলেছেন যশোরে নাকি প্রথম ইউ এস বাংলা নিয়মিত ফ্লাইট চালু করেছে। আসলে পাকিস্তান আমল থেকেই ঢাকার সাথে যশোরের সরাসরি বিমান চালু ছিল প্রতিদিন সকাল- বিকাল দুইটা করে। এর পর জিএম জি , এয়ার পারাবাত, এরো বেন্গল, ইউনাইটেড আসার পরে তারাও ঢাকা যশোর দিনে একটা করে ফ্লাইট চালায়। মাঝে ২০০৬ থেকে ২০১০ বাংলাদেশ বিমান বন্দ্ধ ছিল কিন্তু ২০১০ এর পর থেকে আবার চালু হয়েছে। এছাড়াও নভো, রিজেন্ট ও ইউ এস বাংলার আগে থেকেই নিয়মিত ঢাকা যশোর ফ্লাইট পরিচালনা করে এবং এখনো করে যাচ্ছে।
৩০ শে মে, ২০১৮ সকাল ১০:১৫
আমি ব্লগার হইছি! বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা আপনার জন্য।
২| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: ভাই দুনিয়াটা চলছেই মিথ্যার উপরে।
যে যত সুন্দর করে মিথ্যা বলতে পারে সে তত বড় শিল্পী।
৩০ শে মে, ২০১৮ সকাল ১০:১৬
আমি ব্লগার হইছি! বলেছেন: জ্বি ভাই। দু:খ জনক হলেও সত্যি। আপনি ভালো থাকবেন।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: নিক দেখে পাতায় আসলাম। ভাইয়া, সম্ভবত আমিও ব্লগার হয়ে গেছি। ব্লগারদের ব্লগে মন্তব্য করতে পারি।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২১
সনেট কবি বলেছেন: পড়লাম
৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্যবসার ষ্টান্টবাজী আর কত দেখব
হতে পারে তারা এই প্রথম
হা হা হা
৬| ০৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫০
সোনাগাজী বলেছেন:
যশোর থেকে কি ধরণের মানুষজন আসা যাওয়া করেন?
০৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৯
আমি ব্লগার হইছি! বলেছেন: জরুরি প্রয়োজনে মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন বিমানে আসা যাওয়া করেন। ঢাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগ নেই। ফেরিতে নদী পার হতে হ্য়, যা খুব ই সময় সাপেক্ষ ব্যাপার। তাই বিমানের ডিমান্ড বেশ ভালোই।
৭| ৩০ শে মার্চ, ২০২২ রাত ১০:৫১
সোনাগাজী বলেছেন:
ছোটখাট কথায় মনে খারাপ করতে হয় না।
০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১১
আমি ব্লগার হইছি! বলেছেন: একটু সাময়িক মন খারাপ হয়েছিল। এখন নেই। আপনার জন্যে সবসময় শুভ কামনা।
৮| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই ১৮ সালের পর নতুন পোস্ট নেই। পোস্ট দিন।
০৯ ই মে, ২০২২ বিকাল ৫:৩৬
আমি ব্লগার হইছি! বলেছেন: পোষ্ট দেয়ার মতো কিছু খুজে পাচ্ছিনা ভাই। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০৪
ইব্রাহীম আই কে বলেছেন: মিথ্যা কথা!
তবে যার আগে যে মিথ্যা কথাট বলে পাবলিককে সেটা সত্য বলে বুঝাইতে পারে, সফলতাতো তারই
ব্লগে আমি নতুন দাদা। সময় করে একটু ঘুরে আসার দাওয়াত রইলো।