নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অধম হতভাগা পাপী অপদার্থ।

আমি ব্লগার হইছি!

আমি হলাম পাপীতাপী। আর তোমরা সবাই সাধু।

আমি ব্লগার হইছি! › বিস্তারিত পোস্টঃ

আমাদের নতুন রিটেইল সেলস সফটওয়্যার Zaconta POS

০৯ ই মে, ২০২২ বিকাল ৫:৪০



Front End



Back End


আজ থেকে শুরু। সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রথমেই অভিনন্দন একটা সফটওয়্যার বানাতে পারার জন্য (আমি নিজে পারি নাই কখনও)।

জানতে চাইঃ এনভাটো সহ বিভিন্ন মার্কেটপ্লেসে হরহামেসাই ১০-১০০০ ডলারের মধ্যে POS সফটওয়্যার পাওয়া যায়। তাদের থেকে আপনাদেরটার মধ্যে মূল পার্থক্য কি?

০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

আমি ব্লগার হইছি! বলেছেন: আমাদের টা ক্লাউড হোষ্টেড সফটওয়্যার। ফ্রন্ট এন্ড অবশ্য লোকাল মেশিনে ইনষ্টল করতে হয়। এখানে সেলস ছাড়াও স্টক,ইনভেন্টরি, পারচেজ, কাষ্টম রিপোর্ট সহ একটা রিটেইল বিজনেস এর জন্যে যা যা দরকার সব আছে। মার্কেট প্লেসের প্রোডাক্ট গুলোর সাথে মূল পার্থক্য হলো আমরা ক্লায়েন্টকে ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে সবসময় লাইভ সাপোর্ট দিচ্ছি। আর ডাটা ও এপ্লিকেশনের সিকিউরিটিও দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন

৩| ০৯ ই মে, ২০২২ রাত ৯:৪০

সোনাগাজী বলেছেন:



কোন ডাটাবেইজ, ফ্রন্ট-এন্ডে কোন টেকনোলোজী?

১০ ই মে, ২০২২ দুপুর ১:৪৩

আমি ব্লগার হইছি! বলেছেন: মাইএসকিউএল, জাভা।

৪| ০৯ ই মে, ২০২২ রাত ১১:০৩

গরল বলেছেন: Existing ERP বা CRM এর সাথে integration এবং LDAP/OAuth লগইন সম্ভব?

১০ ই মে, ২০২২ দুপুর ১:৪৫

আমি ব্লগার হইছি! বলেছেন: জি সম্ভব

৫| ১০ ই মে, ২০২২ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: দিলাম দোয়া করে। সফল হবেন।

১০ ই মে, ২০২২ দুপুর ১:৪৭

আমি ব্লগার হইছি! বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। একজন ওভারসীজ পার্টনার এর রিকয়্যারমেন্টে এটা বানানো হয়েছে। ওরা আপাতত ২০০ টার্মিনালে এটা ইউজ করবে।

৬| ১০ ই মে, ২০২২ রাত ১২:২৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: দেখুন, মনে করবেন না আমি আপনাকে নিরুৎসাহিত করছি। মূলত আপনি যে ফিচার গুলির কথা বলেছেন, তার সবই সব সফটওয়্যারে পাওয়া যায়।

আমরা ওয়ান টপ অফ এনাদার বানিয়েই যাচ্ছি। কিন্তু আসলে নতুন করে ভ্যালু এড করতে পারছি না।

আমি মাঝে ভারতীয় এক ছেলের একটা সফটওয়্যারের রিসেলিং করেছিলাম। তাতেও আপনার সব ফিচারই আছে। মাল্টি স্টোর, অফলনাই, অনলাইন, অনলাইনে আসলে অটো সিঙ্ক্রোনাইজেশন ইত্যাদি ইত্যাদি। আমি বেশ দামেই সেল করতাম। তারপরও মানুষ আমার থেকে নিতো। কারণ, আমি প্রায় ২,০০০ বহুল প্রচলিত প্রোডাক্টের নাম ইংরেজী ও আরবীতে এবং দাম দিয়ে রেখেছিলাম। প্রোডাক্টের দামের পরিবর্তনের কোন খবর পেলে সেটা আপডেট করে দিতেম।

বাংলাদেশের প্রেক্ষাপটে হয়ত এটা সম্ভব নয়; তবে অন্য কিছু না কিছু তো অবশ্যই সম্ভব। তেমন কিছু ভেবে দেখেছেন কি?

১০ ই মে, ২০২২ দুপুর ১:৪২

আমি ব্লগার হইছি! বলেছেন: প্রোডাক্ট এড বা এডিট ব্যাকএন্ড থেকে ইউজার ই করতে পারবে। এখানে আমি ব্যাকএন্ড বলতে এডমিন পোর্টাল বুজাচ্ছি।

৭| ১০ ই মে, ২০২২ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সফলতা কামনা করছি।

৮| ১১ ই মে, ২০২২ দুপুর ১:৪৫

বিজন রয় বলেছেন: ৪ বছর পর ব্লগে আসলেন!!!

ভাল ছিলেন তো?

আবার কি নিয়মিত হবেন?

১২ ই মে, ২০২২ দুপুর ২:৩৪

আমি ব্লগার হইছি! বলেছেন: আমি নিয়মিত আপনাদের ব্লগ পড়ি। ভালো ছিলাম বিজনদা আপনাদের আশীর্বাদ ও দোয়ায়। এখন তো নিয়মিত কমেন্ট করি। তবে আমার লেখার মান কিছুটা উন্নত না করতে পারা পর্যন্ত ব্লগ পোষ্ট করবো না। আমার লেখাগুলোই এখানে আমাকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করবে, তাই এই ব্যাপারে আমি সচেতন থাকার চেষ্টা করি। আপনি ভালো থাকবেন।

৯| ১২ ই মে, ২০২২ দুপুর ২:৪৪

বিজন রয় বলেছেন: আমার লেখাগুলোই এখানে আমাকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করবে, তাই এই ব্যাপারে আমি সচেতন থাকার চেষ্টা করি। ............ খুব ভাল বলেছেন। আপনার মানসিকতা ভাল লাগল। এখন লেখালেখিতে মনোনিবেশ করুন নিয়মিত। আশাকরি শীঘ্রই ফল পাবেন। ভাল বই পড়ুন আর কিছুটা লিখুন, শুধু লেগে থাকুন।

শুভকামনা রইল।

১০| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪৫

ফেনা বলেছেন: আরো বিস্তারিত জানতে চাই। মূল্য সহ।
*** স্কুল কলেজ ম্যনেজমেন্ট অনলাইন সফট ওয়ার কি আছে আপনাদের?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.