![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়তে ভালবাসি । কবিতার বই হলে কথাই নেই । হেলাল হাফিজের অন্ধ ভক্ত ।
আমি একদিন শাহরিয়ার কবির স্যারের মুখ থেকে শুনেছিলাম বাংলা গান "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাক তুমি" শুনে ভিনদেশি মানুষরা কতটা অবাক হয়েছিল । কথাটা সত্যি । আমাদের দেশ নিয়ে গর্ব শেখানো উচিৎ , অহংকার নয় । আমরা জাতি হিসেবে খুবই প্রতিক্রিয়াশীল হয়ে যাচ্ছি । সব কিছু নিয়ে আমাদের প্রতিবাদ করতেই হবে । ভাবখানা এমন আমরাই সেরা জাতি । ভাই সব দেশেই মানুষ থাকে । বাংলাদেশেও তাই । আমাদের দেশে এমন আলাদা কিছুই নেই যা আমাদের অহংকারের কারণ হবে । নিজ দেশকে ভালবাসবেন, খুব ভাল । ভালবাসা উচিৎ। না বাসলে আপনি মানুষই না । কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিৎ না । উগ্রতা কোনভাবেই ভাল কিছু না । উগ্র জাতীয়তা আরও খারাপ । হিটলার এই জন্যই ইতিহাসে দোষী ।
আমাদের ভেবে দেখা উচিৎ আমরা কি ঠিক করছি কিনা? ভিন্ন মতের মানুষকে মানুষই মনে না করা ভাল কিছু না । ধর্ম মানুষ নাই মানতে পারে । কিন্তু ধর্ম নিয়ে বাজে কথা বলা সভ্যতা হতে পারে না । ওটা আরেক মানুষের অনুভুতি । আবার একই সঙ্গে এই কোথাও সত্য আমার ধর্ম ছাড়া আর কোন ধর্ম সঠিক না এই মতবাদও গ্রহণযোগ্য না । ভাই ঐ ধর্মও অন্য মানুষ একই রকম আবেগ দিয়ে পালন করে। তাই আরেক ধর্মের উপাসনালয় আপনি ভাঙতে পারেন না । কোন মতেই না । আবার, নাস্তিক মানেই খারাপ আপনি তাও বলতে পারেন না । নাস্তিকতাও একটা বিশ্বাস । আপনার সেই বিশ্বাসকেও সম্মান জানাতে হবে । আর আপনি নাস্তিক বলেই মানুষের ধর্মের নামে খারাপ বলার অধিকার পান নি ।
একই কথা সব ক্ষেত্রেই প্রযোজ্য । আপনার দল সবসময়ই ভাল আর বাকি সব খারাপ তা হতে পারে না । নিজ দলের সমালচনা সহ্য করতে না পারলে আপনি গণতন্ত্রের প্রথম শর্তই পূরণ করতে পারলেন না । বহুমত গণতন্ত্র । তেমনি বহু ধর্মও পৃথিবী । বিভিন্নতার মধ্যেই সৌন্দর্য লুকিয়ে আছে । সব এক রকম হলে আপনার ভাল লাগত না । মেনে নিন বাংলাদেশে অনেক ধর্ম, বর্ণ এমনকি জাতি আছে । আমাদের নাগরিকতা এক, দেশ এক । এটাই আমাদের একসাথে থাকার জন্য যথেষ্ট । আর কিছু লাগবে না ।
জয়তু বাংলাদেশ ।
©somewhere in net ltd.