নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বলা হল না, আর ফেরা হল না

রহমান,তানভীর

বই পড়তে ভালবাসি । কবিতার বই হলে কথাই নেই । হেলাল হাফিজের অন্ধ ভক্ত ।

রহমান,তানভীর › বিস্তারিত পোস্টঃ

আমার আমি : স্বগতোক্তি

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৮



'আমার আমি' নিয়ে চিন্তা সবাই করে ৷ তারমানে মানুষ নিজেকে জানতে চায় ৷ নিজেকে জানার এই ইচ্ছে বহু আগে থেকেই আছে ৷ কথাটা হলো মানুষ নিজেকে চিনতে কতটুকু পারে ? নিজের ইচ্ছেগুলো নিয়ত-পরিবর্তনশীল ৷ নিজেও জানেনা নিজে কী চায় ? কেন খুশি হয়, কেন দুঃখ পায় তাও নিশ্চিত জানেনা ৷ স্বপ্নও পরিবর্তন হয় ৷ স্বপ্নের পরিবর্তনটা মানুষ নিজেও মেনে নিতে পারেনা ৷ নিজের এভাবে পরিবর্তনে মানুষ ভয় পেয়ে যায় ৷ আশেপাশের মানুষগুলোকে বুঝতে দিতে চায় না ৷ আশেপাশের মানুষগুলোও একই রকম আশা নিয়ে বসে থাকে ৷ তাদের খুশি করার বিরতিহীন চাপে মানুষ ভেঙে পড়ে ৷ নিজেকে হেল্পলেস ভাবার চেয়ে ভয়ানক অনুভূতি খুব কম আছে ৷



পুজিবাদী ব্যবস্থার বাই-ইফেক্টের মধ্যে সবচেয়ে খারাপ হল - মানসিক প্রতিযোগিতা ৷ প্রতিটি মানুষ এখন সবাইকে তার প্রতিদ্বন্দ্বী ভাবছে ৷ নিজ ভাইয়ের উন্নতিকেও মানুষ নিজের অবনতি ভাবছে ৷ ছোটবেলা থেকে যাদের আপন ভেবে বড় হওয়ার পর যখন কেউ দেখে ঐ লোকগুলোই তাকে প্রতিদ্বন্দ্বী ভাবে, তার অবনতিতে আড়ালে হাসে তখন সে সবকিছু থেকে বিশ্বাস হারিয়ে ফেলে ৷ মানসিক এই দ্বন্দ্ব ভয়াবহ রূপ নিবে আরও ৷ আধুনিকতার একটা জরুরি দিক হল নির্মোহ হওয়া ৷ মানুষ নির্মোহ হতে গিয়ে নিরাবেগ হয়ে যাচ্ছে ৷ সবকিছু নিয়েই সীমাহীন উগ্রতা দেখাচ্ছে ৷ জরুরি মনে করছে সব জায়গায় আধিপত্য দেখাতে ৷ 'নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা' এই বাক্যের সার্থক উদাহরণ প্রতিদিন দেখা যাচ্ছে ৷ সবকিছু পেতে চাওয়ার ফলাফল : কিছুতেই খুশি হচ্ছেনা মানুষ ৷



এগিয়ে যাওয়া মানে সামনের পথটুকু অতিক্রম করা, সামনে যা আছে তা ধ্বংস করা বা পিছনের কিছু ছেড়ে আসা নয় - এটা আমরা ভুলে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে ৷



'যা দেখি তার সবই ভাল, ভাল ভাল লাগে না...'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৬

আজীব ০০৭ বলেছেন: 'যা দেখি তার সবই ভাল, ভাল ভাল লাগে না...'
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.