![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়তে ভালবাসি । কবিতার বই হলে কথাই নেই । হেলাল হাফিজের অন্ধ ভক্ত ।
যাত্রার আজ অষ্টম দিন ৷ নতুন দিল্লীতে আছি ৷ পাহাড়গঞ্জ এলাকার হোটেল ভাড়া দেখছি কলকাতা থেকেও কম ৷ সাতশ টাকায় এসি সহ ডাবল বেডের রুমে আছি ৷ সিঙ্গেল বেড আরও কম ৷ আর এর থেকেও কম মানে ৩০০-৪০০ টাকায়ও পাওয়া যায় ৷ এ রুমগুলোর কথাটা বলার কারণ এগুলোও অতটা খারাপ নয়, আর আমরা যেটাতে আছি ওটাতে রুম সার্ভিস, ওয়াই-ফাই, ড্রিঙ্কিং ওয়াটার, কোল্ড এন্ড হট ওয়াটার ফর বাথ, টিভি উইথ ৫০০ চ্যানেলস, লন্ড্রি (পেইড সার্ভিস) সহ কত কী ! তাছাড়া রেস্টুরেন্ট এবং ইনস্ট্যান্ট ফোন অর্ডার, ট্যাক্সি সার্ভিস, ট্রেন বুকিং, মানি চেঞ্জার তো আছেই ৷ সবকিছুর জন্য ৭৫০ টাকা প্রতিদিন! এতটা ভাবিনি আমি ৷
এবারে নতুন দিল্লীর কথা বলি ৷ ভারতের রাজধানী আসলেই ৷ মেট্রোরেল (টিউব), এসি বাস সার্ভিস (খুবই কম ভাড়া), ট্যাক্সি(খরচ অনেক), সিএনজি(ভাড়া রিজনেবল, মিটারে যা আসে তাই), ঘোড়াগাড়ি, এমনকি গরু গাড়ি পর্যন্ত আছে ! রিক্সা, ব্যাটারি রিক্সাও আছে ৷ নতুন দিল্লীতে লিকার (ওয়াইন, হুইস্কি, বিয়ার প্রভৃতি) লেজিটিমেট, মানে আইনত প্রাপ্ত বয়স্ক সবাই বিনে বাধায় কিনছে ৷ আর ভোটের রেজাল্টের দিন 'ড্রাই ডে' বলে তার আগের রাতে লোকে হুড়মুড়িয়ে কিনছে ৷ মানুষ এত উৎসাহের সহিত ওরা এসব খায় ! আমি তো ভাই কোক পর্যন্ত খাই না (আম্মু মানা করেছে), অগত্যা আমের জুস(মাজা ) কিনে খেলাম ৷
এবার আসি দিল্লীর কথায়, মানে আসল দিল্লী, পুরনো দিল্লী ৷ রেড ফোর্টে গিয়ে আমার মাথা সত্যি খারাপ হয়ে গিয়েছিল ৷ কী অসাধারণ স্থাপত্য ! আমার আনাড়ি চোখেও ওর শিল্পের গুণে মুগ্ধ ৷ ওতে একটা অডিও ভিজ্যুয়াল শো হল ৷ বেশির ভাগ কথায়ই উর্দুতে বলে বেশি বুঝিনি ৷ শাহজাহান যে বাকি সব স্থাপত্যের মত এটাও বানিয়েছেন তা জানলাম ৷ উনার মেয়ে চাঁদনি চক মার্কেটের উদ্যোক্তা তাও জানলাম ৷ দিল্লী জামে মসজিদ, রাম মন্দির দেখা হল ৷ চাঁদনি চকে খাওয়া হল ! পানি পুরীও খেলাম ৷ সঙ্গীদের বোঝাতে পারলাম না পানি পুরী আর ফুচকা এক নয় ৷ দিল্লী স্টেশন আর নতুন দিল্লী স্টেশন আকাশ পাতাল তফাৎ; একটা শিল্পের ধারক কিন্তু বাহক নয়, আরেকটা নতুনকে আষ্টেপৃষ্ঠে মুড়িয়ে আছে ৷ মেট্রোরেলের স্টেশনগুলো অস্বাভাবিক সুন্দর ৷ আমাদের বাস স্ট্যান্ডগুলোর দুরাবস্থা বোধ হয় এই ভাল লাগার একটা কারণ ! রাস্তাগুলো কী পরিষ্কার! বিশেষ করে, চাণক্যপুরী, রাজিভ চক, প্যাটেল চক, ইন্ডিয়া গেট, রাইসিনা রোড, রাফি মার্গ, কেন্দ্রীয় সচিবালয়, লোকসভা, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রেসিডেন্ট প্যালেস, মাওলানা আজাদ রোড এলাকাগুলো ৷ জনপথে এসে হাঁটতে গিয়ে সারাদিনের কষ্ট আর মনে নেই ৷ নতুন দিল্লীর সব থেকে ভাল দিক বোধহয় গাছ ৷ ঢাকায় গাছগুলো যদি পানির কারণে না মরে যেত তাহলে হয়ত আমরাও ৷ বাসে বসে ইন্ডিয়ান আর্মির এক ক্যাপ্টেন সুচা সিংয়ের সাথে কথা হল ৷ ভদ্র লোক, পাঞ্জাবিরা এত ঠাণ্ডা গলায় কথা বলতে পারে জানা ছিল না, চায়না সীমান্তে ছিলেন এখন নতুন দিল্লীতে কাজ করেন ৷ এক সময় আসলাম ইন্ডিয়া গেটে ৷ এ এক আলাদা ব্যাপার ৷ ইন্ডিয়ান বহু লোক এসেছে ঘুরে দেখতে তাদের স্বাধীনতার প্রতীক এ স্তম্ভে ৷নিজ চোখে এ জায়গা দেখা হয়নি যে আগে এদের অনেকেরই ! নতুন জমানার ইন্ডিয়ানরা এসে দেখলাম গানের কলি খেলছে ! স্বাধীনতা উদযাপনের কত রূপ এরা দেখাবে ৷ জিজ্ঞেস করতেই একজন বলল ছুটির দিনে ঘুরতে এসেছে ৷
এরপর সোজা হেঁটে গেলাম প্রেসিডেন্ট প্যালেস ৷ জায়গাটা নাকি ৮০০ একরের উপর! ৮০০ একর, ২৪০০ বিঘা, ৪৮০০০ কাঠা! কি করে পারে এরা! তারপর নর্থ ব্লক আর সাউথ ব্লক দেখলাম ৷ সাউথ ব্লকে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী বসেন ৷ নর্থ ব্লকে বসেন স্বরাষ্ট্র মন্ত্রী, অর্থ মন্ত্রী ৷ পাশেই লোকসভা, সামনে রাইসিনা রোড; পাশে জনপথ রোড ৷ ১০ জনপথে থাকেন সোনিয়া গান্ধী ৷ সুনসান হয়ে আছে ৷ অথচ রাইসিনা রোড পার হয়ে যে সেন্ট্রাল সেক্রেটেরিয়েট আছে, কস্তুরিবা গান্ধী মার্গে বিজেপির সমর্থকেরা উল্লাস করছে ৷ কালকেই হয়ত প্রণব বাবু মোদিকে চিঠি পাঠাবেন ৷ কী আশ্চর্য, একটা দেশের ক্ষমতার পালাবদল চাক্ষুষ করছি ! ওদের এত বড় বড় কার্যালয়গুলো সবার জন্য উন্মুক্ত, আমাদের অনেক দূর রোড থেকেই ব্লক করে রাখে ৷ যা হোক এই এলাকাটা অনেক প্রাঞ্জল, লোকারণ্য ৷ আধুনিক নারীরা হাঁটুর উপর স্কার্ট বসে সবুজ মাটি পেয়ে শুয়ে আছে, পাশেই বোরখা পরা এক নারী তার ছেলেকে নিয়ে দেখতে এসে আশ্চর্য হচ্ছে ৷ আমি ইন্ডিয়া গেট বলুন, আর প্রেসিডেন্ট হাউস বা প্রধানমন্ত্রীর কার্যালয় বলুন কিছুই জানতাম না ৷ পুলিশকে জিজ্ঞেস করতেই স্যার বলে সম্বোধন করে বলে দিল ৷ পুলিশের ব্যবহার কলকাতায় আর নতুন দিল্লীতে পুরোই আলাদা ৷ এখানকার পুলিশ অনেক সাহায্যপরায়ণ, সহিষ্ণু এবং হাস্যোজ্জল ৷ কলকাতায় বা ঢাকায় এটা সম্ভব নয় বোধহয় ৷ আগে বলেছিলাম ঢাকা কলকাতা থেকে এগিয়ে তবে এবারে স্বীকার করছি, নতুন দিল্লী আমাদের সাথে রেসেই নেই ৷ কতটা যে এগিয়ে আছে ! পুরনো, নতুন দিল্লীর সবকিছুই ইংরেজি, হিন্দি, উর্দু এই ক্রমে লেখা ৷ সবকিছুই ৷ এতকাল পরে এসেও ওরা উর্দু লেখে, পড়ে, পত্রিকা বের করে ৷ সব কিছু কী করে যুগের পর যুগ পাশাপাশি থাকতে পারে তার জ্বলন্ত উদাহরণ দিল্লী ৷ গাছের এক পাশে এক যোগি বসে আছেন, ঐ প্রান্তে জায়-নামাজ পাতা রয়েছে ! লোকগুলো ধর্ম-কর্ম করে বেমালুম মিশে যাচ্ছে ৷ নদীর দুটো শাখা যেন সাগরে আবার মিলে গেল !
সে হিসেবে দিল্লী (পুরনো) অনেকটাই পিছিয়ে ৷ এখানে মেট্রোরেলের স্টেশনে চাকচিক্য নেই, বাজার নোংরা(কিন্তু খাবার অসাধারণ!), রাস্তাঘাট অসম্পূর্ণ, ফ্লাইওভারের কাজ হয়ত শুরুই হয়েছে গত বছর ৷ লোকজনের আচারও কেমন, অনেক অ্যান্টিস্যোশাল পার্কের পাশে বসে নেশা করছে ৷ অথচ পণ্ডিত নেহেরু পার্ক দেখে লোকে তাজ্জব বনে যাবে ৷ প্রধানমন্ত্রীর কার্যালয় ৭ রেসকোর্সে ৷ দেখা হয়নি, যাওয়ার ইচ্ছে আছে ৷ চাঁদনিচকে খেলাম, ভাল কিন্তু দামটা একটু বেশিই ৷ খাওয়ার কথা যখন চলেই এল নতুন দিল্লীতে আমার সেরা খাওয়ার জায়গা মনে হয়েছে সাই বাবা ভোজনালয়, নতুন দিল্লী রেলওয়ে স্টেশনের সামনেই ৷ এসি আছে, তবে চাকচিক্য নেই ততটা ৷ কিন্তু খাওয়ার মান সেরা, দাম কম ৷ পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট কিন্তু ডোমিনোজ পিজায় যে ঠকেছি তার থেকে ঢের ভাল ৷ আলুর দম, আলু জিরা, চানে কি ডাল (চানার ডাল), পরোটা, ভাত যা-ই খান ভাল লাগবে ৷ একবারের বেশি অর্ডার দেয়া লাগবে না, উল্টো বেঁচে যাবে ৷ পরিমাণে এতই বেশি যে আমারও থেকে যায় প্রায় প্রত্যেক আইটেম ৷ আসলে একবার খাবেন ৷ আশা করছি খারাপ লাগবে না ৷ এ শহরে ঠাণ্ডা জল ২ টাকা, লেবু পানি ১০ টাকা, লেবু-চিনি পানি ১৫ টাকা ৷ দিল্লীর সব খাবারে টক দিবেই ৷ আমার টক খাওয়া হয় না, তাই পুরো স্বাদ পাওয়া হয় না ৷ আমার বোন যদি সাথে থাকত কত যে ভালবেসে খেত ৷ ওর আবার এক খাওয়ার সাধ খুব ৷ মিস করছি অনেক ওকে ৷ যাক সে কথা ৷ দিল্লীর মেয়ে দেখতে পাইনি, বেশির ভাগই বোরখা পরেন ৷ নতুন দিল্লীর মেয়েরা অস্বাভাবিক সুন্দরী, আর চাল-চলনে এগিয়ে গেছে বহুত ৷ লোকজনের ব্যস্ততা অনেক এ শহরে, পিক আওয়ারে মেট্রোতে লোকের ভিড় দেখলে বোঝা যেত ! পাঞ্জাবি অনেক, ইউপির লোকেরা এসে একটু নীচের দিকের কাজ করছে ৷ সে তুলনায় বাঙালি নেই ৷ প্রণব বাবু বোধহয় এ শহরে বড্ড একা !
হোটেল ভাল, খাবার ভাল, লোকগুলো ভাল ৷ অভিজ্ঞতা নতুন ৷ শেষ হয়ে আসছে সময় ৷ আজকের লেখাটা তিন দিনের রিকালেকশন ৷ আরও আছে ৷ এক লেখায় দিতে পারলাম না ৷ এ শহরের জন্য একটা লেখা কিছুই নয় ৷ তবে একটা সিদ্ধান্তে আসতেই পারি - পুরনো দিল্লী এখনো দিল্লীই রয়ে গেছে, নতুন দিল্লী ডেলি হয়ে গেছে ৷ মানুষগুলোও কেমন যেন অচেনা নতুনে ৷ পুরনোয় গেলে মনে হয়, "এ দিল্লী হে মেরে ইয়ার, বাস ইস্ক মোহাব্বাত পেয়ার ৷
মে ১৬, ২০১৪
রাত ১১ টা বেজে ৩০
হোটেল লর্ডস, পাহারগঞ্জ,
নতুন দিল্লী ৷
১৮ ই মে, ২০১৪ সকাল ১১:০৪
রহমান,তানভীর বলেছেন: আপনি যদি পনের হাজার টাকা আনেন আর দৈনিক হাঁটতে পারেন প্রায় দশ কিমি তবে সমস্যা হবে না ৷ খরচটা ট্রেনের টিকিট সহ ৷ এখানে বিদেশীদের টিকিট কাটা সহজ এবং সুলভ ৷ সরকারি ব্যবস্থা আছে ৷
২| ১৭ ই মে, ২০১৪ সকাল ১১:২৮
মাটি আমার মা বলেছেন: পড়ে ভাল লাগল, পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।
১৮ ই মে, ২০১৪ সকাল ১১:০৫
রহমান,তানভীর বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য ৷ পরেরটা আজকেই দেব ৷ গত রাতেই লিখে রেখেছি ৷ ভাল থাকবেন
৩| ১৭ ই মে, ২০১৪ সকাল ১১:৪৯
রন৬৬৬ বলেছেন: Nice to read your journey to New Delhi. I did my B.Com.(Hons.) from Delhi University and lived there roughly three and half years in New Delhi back in 1989-1992. Those days were totally different than today's modern India. But some of the things remained unchanged till today. India was 20 years ahead of Bangladesh during early 90's. Just look at the people how disciplined they are. Every where they stand in queue! Compare our motor cycles are freely riding on Dhaka's footpath. Look at their infrastructures e.g., metro rail, inner city railway lines for Delhi citizens. By the way, those writings on the Taj Mahal and Red Fort were not in Urdu but in Farsi. During Mughal period Farsi was the State language.
১৮ ই মে, ২০১৪ সকাল ১১:০১
রহমান,তানভীর বলেছেন: ভাই দিল্লীর কথা বলেছি ৷ আগ্রা ফোর্টের নয় ৷ ওদের রাস্তায় নাম, দিক নির্দেশনাগুলো উর্দুতেই, ফারসি না ৷ আমি বোধহয় বুঝিয়ে বলতে পারিনি ৷ রাস্তার কথা বলেছি, দিল্লীর ৷ আগ্রা পড়েছে উত্তর প্রদেশে ৷ ভাল লাগল আপনার অভিজ্ঞতা পড়ে ৷
৪| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:০৬
রন৬৬৬ বলেছেন: You did not visit Chittaranjon Park. At that time, there were 15 lacs Bengalis living over there (90's). Most of them from East Bengal (now Bangladesh). They migrated before or just after partition. They were rich Hindu Zaminders from our part. They took all fortunes from Bangladesh!
However, a glass of cold water was free and nimbu pani were Re.1 only during 90's! Grapes were Rs.10/kg.
When I reached there New Delhi in 1989 I stayed in Dariyagonj Hotel. I used to live in a Hostel near Ajmerigate which is 10 minutes journey to New Delhi Railway Station very closed to Pahargonj area.
১৮ ই মে, ২০১৪ সকাল ১১:০৭
রহমান,তানভীর বলেছেন: ওটা বলতে পারছিনা ৷ যাব তাহলে আজ ! তবে ইমিগ্রেশন প্রবলেম মিটে গেছে মনমোহনের সময় পত্রিকায় পড়েছিলাম ৷ মোদি ওটা নিয়ে তো রাগারাগি করল অনেক ৷
৫| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: বাহ! দারুন লাগলো। মনে হল আপনার সাথেই আছি।
১৮ ই মে, ২০১৪ সকাল ১১:০৮
রহমান,তানভীর বলেছেন: ধন্যবাদ ভাই ৷ ভাল লাগলে আমারও খুশি লাগে ৷ ভাল থাকবেন
৬| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১:৩৩
টেকনিসিয়ান বলেছেন: এ পর্বে অনেক অনেক ঘুরাঘুরি করলাম এবং খাও্য়া-দাওয়া সারলাম। সাই বাবা ভোজনালয়ের খাওন দাওনের ছবি থাকলে অনেক ছুন্দর লাগতো।
ভ্রমণ কাহিনী বরাবরের মতো +++
১৮ ই মে, ২০১৪ সকাল ১১:১১
রহমান,তানভীর বলেছেন: ছবি দেব ভাই সব একসাথে ৷ সঙ্গে ল্যাপটপ নেই ৷ হোটেলের ওয়াই-ফাই আর আইফোন দিয়ে এই পারছি ৷ ছবির সঙ্গে আশা করছি ক্যাপশন দিতে পারব ঠিকঠাক ৷ দুঃখিত এখন পারছিনা বলে ৷ কাহিনি ভাল লাগল জন্য ধন্যবাদ ৷ ভাল থাকবেন
৭| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:০৩
বাকলা বলেছেন: শুনছিলাম ভারত যেতে অন এ্যারাইভাল ভিসা চালু করবে। এটা কি চালু হইছে?
১৮ ই মে, ২০১৪ সকাল ১১:১২
রহমান,তানভীর বলেছেন: বাংলাদেশের জন্য ওরকম সুবিধে হয়নি ৷ আগের মতই পাসপোর্ট জমা দিয়ে ভিসা নিতে হবে ৷ পরিবর্তন হয় নি ৷ ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৮
রাজা মশাই বলেছেন: লুল!! দিল্লী যামু। ফুচকা খামু!! মজা পামু!! ভাই টোটাল খরচ টা কত?