নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলিগেমি আহমাদ

পলিগেমি আহমাদ › বিস্তারিত পোস্টঃ

আক্বল(বিবেক) না থাকলে আদল( ন্যায় বিচার) করবে কিভাবে?

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

আক্বল(বিবেক) না থাকলে আদল( ন্যায় বিচার) করবে কিভাবে? আর ন্যায়বিচার না করলে জান্নাতে যাবে কিভাবে?
আক্বল খাটালে তো আমরা জাহান্নামের অধিবাসী হতাম না ( সুরাঃ মুলক)
হিংসা, লোভ, জিদাজিদি, ক্রোধ, স্বার্থপরতা থাকলে বিবেক নষ্ট হয়ে যায়৷ ন্যায়বিচার সম্ভব নয়৷ নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে বিচার না করলে সুবিচার করা সম্ভব নয়৷

১) নাস্তিকদের বিবেক নষ্ট হয়ে যাওয়ায় বহুবিবাহকে ঘৃণা ও অবৈধ ঝুঁকিপূর্ণ ব্যভিচারকে কল্যাণ ভাবতে শুরু করেছে৷ বহুবিবাহের মাধ্যমে যদি পুরুষ আস্থা অর্জন করতে পারে ও সদাচরন করতে পারে৷ তবে সেটাকে ঝুঁকিপূর্ণ বা অকল্যানমূলক বলায় কোন যুক্তি নেই৷ বরং সেটা মহিলাদের জন্যে রহমতস্বরুপ কেননা নিরপদ বহুবিবাহের ফলে শ্রেনী বৈষম্য কমে যায় ও বিধবাদের আশ্রয় পায় ও পুরুষের চাহিদা পুরন হয়৷

২)হিংসাঃ মহিলারা স্বামীর প্রয়োজনীয়তাকে ঠান্ডা মাথায় বিচার না করে হিংসাবশত দ্বিতীয় বিবাহকে বাধা দেয়৷ ফলে স্বামী ন্যায়বিচার পায় না৷ স্বামী ঠকে৷ একতরফা হিংসা বিবেক নষ্ট করে ফেলে৷ বহুবিবাহ মানুষের মানবিক গুনাবলি স্নেহ, মমতা, ভালোবাসা, সততা, আমানতদারিতা, ন্যায় বিচার, পরোপকারিতা, ইত্যাদি নষ্ট করে না৷ হিংসা বিবেক (আকল) নষ্ট করে দেয়৷ ফলে আদল(ন্যয় বিচার) করতে পারে না৷ ফলশ্রুতিতে হিংসুক ব্যক্তি অপরের ক্ষতি চায়৷ বহুবিবাহিত পুরুষ নয় বরং দেশ ও সমাজের শত্রু হিংসুক ব্যক্তি৷

৩)লোভঃ অনেক ভাই বোনের সম্পত্তির প্রতি লোভ জন্মায়৷ লোভে তাদের বিবেক নষ্ট হয়ে যায়৷ ফলে অনেক সময় দেখা যায় বোনের ক্ষতি পর্যন্ত করে ফেলে৷ আর বিবেক যখন থাকে না তখন কত কিছুই করতে পারে৷ তদ্রুপ মহিলারাও স্বামীর দ্বিতীয়বিবাহকে খারাপ ভাবে সম্পত্তি ভাগ হওয়ার লোভে৷ যদিও বাস্তবে উল্টোটিও হতে পারে৷ বহুবিবাহে রিযিক প্রশস্তও হতে পারতো৷ ধরেন এক বাচ্চাসহ বিধবা তাহলে আগের তরফের বাচ্চা কিছুই পাবে না৷ কারন আগের তরফের বাচ্চা পাবে তার নিজের বাপের সম্পত্তি৷ এভাবে পরবর্তী স্বামীর রিযিক বেেড় যেতে পারে৷

৪) ক্রোধঃ একটি চড় মারার অপরাধে আরেক চড় দেওয়া কুরআনের বিধান৷ কিন্তু ক্রোধ বিবেক নষ্ট হয়ে যায়৷ তখন চড়ের অপরাধে খুন পর্যন্ত করতে যায়৷

৫)ধনীদের বিবেক নষ্ট হওয়ায় গরিবদের সাহায্য না করে অপচয় করে৷ তেমনি নারীদের হিংসায় বিবেক নষ্ট হওয়ায় স্বামীর ও অন্য বিবধা নারীর দুখ বুঝতে চায় না৷

৬) স্বার্থপরতা মানুষের বিবেক নষ্ট করে দেয়৷ তখন হারামকে হালাল মনে হয়৷ হয়তো আপনার স্বামী বা পিতা দ্বিতীয় বিবাহ করেছে আর আপনি তাকে মারার প্লান করছেন৷ বহুবিবাহ কুরআনে আইন থাকা সত্ত্বেও ৯৯% মহিলার না বোধক জবাবে আশ্চর্য হওয়ার কিছু নেই৷ কারন বর্তমান যুগ চরম স্বার্থপরতা আর হিংসার যুগ৷ কেউ কাউকে ছাড় দিতে রাজি না৷ বরং নিজের বুঝ ১৬ আনা একতরফা আদায় করতে গিয়ে আরেকজনের ক্ষতি করাকেও হক্ব মনে করে৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.