নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলিগেমি আহমাদ

পলিগেমি আহমাদ › বিস্তারিত পোস্টঃ

দিনের বেলার চাকচিক্য মোহময় দুনিয়া থেকে রাতের বেলার স্বপ্নের রুহানি জগত অধিক ভালো লাগা

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

নফসের পতন মানেই রুহের উত্থান আর রুহের উত্থান মানেই জান্নাতঃ
নফসের চাহিদা নারী, বাড়ি, গাড়ি, খাদ্য৷
কুরআনে মূলত বিভিন্ন আচার অনুষ্ঠানের( নামায, রোযা, যাকাত, কুরবানি) মাধ্যমে নফসকে কুপ্রবৃত্তি দমিত করার মাধ্যমে নফসে মুতমাইন্না(প্রশান্ত আত্মা) গড়ে তুলার শিক্ষাই দিয়েছে৷
১) রোযাঃ খাদ্যের চাহিদার পতন মানে নফসের পতন৷ আবার নফসের পতন হলেই তাকওয়ার উত্থান৷
২) দৃষ্টির হেফাজতঃ নারীর চাহিদার পতন, মানেই নফসের পতন৷ নফসের পতন মানে কুপ্রবৃত্তির পতন৷
৩) লোভঃ লোভের পতন মানেই নফসের পতন৷ আবার নফসের পতন মানেই রুহানি শক্তির উত্থান৷
৪) হিংসাঃ হিংসার পতন মানেই নফসের পতন৷ আবার নফসের পতন মানেই রুহানি শক্তির উত্থান৷ রুহানি শক্তির উত্থান মানেই জান্নাত৷
৫) নামাযঃ মানে শুকরিয়া আদায়৷ নফস শুকরিয়া আদায় করতে চায় না৷ তাই নামায মানে নফসের পতন৷
৬)কুরবানিঃ নফস স্বার্থপর৷ কুরবানী মানেই নিজেই স্বার্থ ( ইসমাইল) বিসর্জন দিয়ে আল্লাহকে(অপরকে) খুশি করার শিক্ষা৷
৭) ধৈর্য্যঃ ধৈর্য্য মানেই..........


তাহলে দেখা যাচ্ছে ইবাদতের অন্যতম উদ্দেশ্য মোহমুক্ত নফস তৈরি৷ মোহমুক্ত নফস মানে খন্নাসের ওয়াসওয়াসা মুক্ত নফস৷ মোহ থেকে মুক্তি মানে দিনের বেলার চাকচিক্য মোহময় দুনিয়া থেকে রাতের বেলার স্বপ্নের রুহানি জগত অধিক ভালো লাগা৷

শুধু ওয়াক্তিয়া নামাযই নফসে মুতমাইন্না( প্রশান্ত মন) তৈরি করে না৷ বরং নফসে মুতমাইন্না তৈরি করার শত শত সাধনার মধ্যে নামায একটি ফরজ সাধনা মাত্র৷

হে প্রশান্ত মন! আমার জান্নাতে প্রবেশ কর৷ ( সূরাঃ ফাজর)




মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: Reason behind your name????

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

কানিজ রিনা বলেছেন: অসাধারন পোষ্ট,প্রথমেই অসংখ্য ধন্যবাদ।
মনে মনে অনেক অনেক অভিনন্দন।
আমার কথা গুল আপনি বেশ সাঁজায়ে
লিখে ফেলেছেন।
ইবাদতের অন্যতম উদ্দেশ্য মোহমুক্ত নফস
তৈরি। আবারও অনেক ধন্যবাদ।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩২

এস এম ইসমাঈল বলেছেন: খুব সুন্দর একটা পোষ্ট লিখেছেন। এটাই ইবাদাত- বন্দেগীর আসল উদ্দেশ্য। সুফীবাদী সাধকেরা এজন্যই কঠোর সা্ধনায় নিজেদের সব সময় নিমগ্ন রাখেন। আল্লাহ আপনার মংগল করুন।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: নানান ধরনের আন্দোলন চলছে । দারিদ্র মুক্ত পৃথিবীর আন্দোলন, ক্ষুধা মুক্ত পৃথিবীর আন্দোলন, নিরক্ষর মুক্ত পৃথিবীর আন্দোলন । দুঃখ-কষ্ট মুক্ত পৃথিবীর আন্দোলন কি শুরু করা যায় না ? যে পৃথিবীতে কেউ চোখের পানি ফেলবে না ।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

নতুন বলেছেন: ২টা-৪টা বিবাহ করাে কি নফসকে নিয়ন্ত্রনে রাখা যায়?

৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

এস এম ইসমাঈল বলেছেন: @ নতুন < পাঁজি ও নিতান্ত গোয়ার নফস কে নিয়ন্ত্রনে আনা সহজ কাজ নয়। লোভী ও ভোগী নফসের চাহিদা কখনো শেষ হবার নয়। তাই সব সময় তার উপর নযর রাখতে হয়। যাতে সে আপনাকে ফুসলিয়ে-ফাসলিয়ে বিপথগামী করতে না পারে। গরীবের ব্লগ বাড়ীতে নিমন্ত্রণ রইলো, ভাই।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

পলিগেমি আহমাদ বলেছেন: তাহলে দেখা যাচ্ছে ইবাদতের মূল উদ্দেশ্য আত্মার পরিশুদ্ধি আবার আত্মার পরিশুদ্ধি মানেই পরমাত্মার সন্তুষ্টি৷ (সুরা ফাজর২৭-৩০, সুরা আ'লাঃ১৪-১৫)
আত্মার পরিশুদ্ধি মানেই কুপ্রবৃত্তির পতন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.