![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালাত কি?
মেডিটেশন মাধ্যমে মনকে হিপনোটাইজ (বশ) করার প্রক্রিয়াকে সালাত বলে৷ সালাতের মাধ্যমে মুমিন মনকে চাহিদামুক্ত করতে পারে বিধায় স্বর্গ রচিত হয়৷(কুরআন-৭৯ঃ৪১) তাই সালাতকর্মকে জান্নাতের চাবিও বলা হয়৷
মনকে বশ করার চূড়ান্ত পর্যায় নফসে মুতমাইন্না বা প্রশান্ত মন৷
সালাত কর্মের মাধ্যমে পরকালীন কল্পনায়(জান্নাত, জাহান্নাম) ধ্যান মগ্ন হয়ে মনকে বশ করে মোহ মুক্ত অবস্থায় নিয়ে যেতে হয়৷ তাই হাকিকি স্বর্গ নরক বিদ্যমান থাকা জরুরি নয়৷ এগুলি মেডিটেশনের হাতিয়ার৷ বস্তুমোহ থেকে মনকে মুক্ত করতে না পারলে শাস্তিস্বরূপ ইহা ব্যক্তিসত্তাকে পুনর্জন্মে লইয়া আসে
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫
পলিগেমি আহমাদ বলেছেন: ওয়াক্তিয়া নামায দায়েমি নামাযেরই মহড়া মাত্র৷
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: সবার আগে আল্লাহ নামাজের হিসাব নিবেন।