নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলিগেমি আহমাদ

পলিগেমি আহমাদ › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক আব্দুল্লাহ মাসুদের জ্ঞানের গভীরতা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬

নাস্তিক মুফতি আবদুল্লাহ মাসুদ বলেছেন কুরআন আল্লাহর বানী নয় মুহাম্মদের বানী৷ এটাই তার নাস্তিক হওয়ার কারন৷
ব্যাখাঃ ৯৯% মুসলিম যা মনে করে ১)আল্লাহ কম্পিউটার কম্পোজ করে কুরআন নবীর কাছে দিয়ে গেছেন৷
২) আল্লাহর ভাষা আরবি

বাস্তবতাঃ কুরআনে আল্লাহ হচ্ছেন রুহের মূল৷ রুহের মধ্যে ভাষা থাকে না৷ আল্লাহ ভাষার উর্ধ্বে৷ বাচ্চারা জন্মগ্রহন করার পর ভাষা থাকে না ৷ ভাষা পার্থিব জিনিস৷ যা মস্তিষ্কে থাকে৷
মহাপুরুষ বা নবীরা ধ্যান করে৷ ধ্যান থেকে ধ্বনি হয়৷ বাশির সুরের মতো আল্লাহর এ ধ্বনিকে নবী/ অবতার বা সন্নাসীরা উপলব্ধি করে তা নিজ নিজ ভাষায় ব্যক্ত করেন৷ ফলে নবীর কথাই আল্লাহর বানী৷
কুরআনই বলছে ইহা রাসুলের বানী৷
ইন্নাহু লা কাউলি রাসুলিন কারীম
নিশ্চয় ইহা সম্মানিত রাসুলের কথা ( সূরাঃ তাকভিরঃ১৯)

এতেই বুঝা যায় আব্দুল্লাহ আল মাসুদের জ্ঞানের গভীরতা৷ আস্তিক নাস্তিক একই মুদ্রার এপিঠ আর উপিঠ৷ কুরআনে জান্নাম জাহান্নামও রূপক অর্থে ব্যবহৃত৷ ধর্ম এতো সহজ জিনিস না৷ সদর উদ্দিন চিশতীর কুরআন দর্শন বইটি পড়ার অনুরোধ রইল৷

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: এই রকম উস্কানিমূলক কথা বলা বন্ধ করতে হবে।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

বাংলার মেলা বলেছেন: কুরআন আরবী ভাষায় নাজিল হয়েছে, যার মাধ্যমে কুরআন নাযিল হয়েছে, তার ভাষা ছিল আরবী, তাই কুরআন আল্লাহ্‌র নয়, তাঁর রচিত - কি সুন্দর প্রমাণ! এই ছাগলটা কে? কোন জায়গায় এরকম ফালতু যুক্তই ফেঁদেছে?

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

বোকা পুরুষ বলেছেন: জ্ঞানের গভীরতা অনেক হতে পারে..কিস্তু ঐ জ্ঞানের গভীরতা থেকে শুধু দুর্গন্ধ আসে।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২

পলিগেমি আহমাদ বলেছেন: এখানে বুঝাতে চেয়েছি আব্দুল্লাহ মাসুদ গাধা দেখেই নাস্তিক হয়েছে৷ সে ধর্মের মূল বিষয়টি বুঝতে পারে নি৷

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭

পলিগেমি আহমাদ বলেছেন: হ্যা৷ কুরআন কেন সব ধর্মই আল্লাহর৷ আসে সাধকের মস্তিষ্কে৷ আল্লাহ দেখার বিষয় নয়৷ আল্লাহ উপলব্ধি করার জিনিস৷ আল্লাহ কন্ঠ, পুরুষেরও নয় নারীরও নয়৷ সাধু পুরুষ বা নবীরা আত্মদর্শনের মাধ্যমে আল্লাহকে উপলব্ধি করে৷ ধর্মের মূল বিষয় মনকে বশ করে জাগতিক কল্যান সাধন৷ নাস্তিক আর ধর্মান্ধ মৌলভিরা একই ক্যটাগরি৷ তারা উভয়ই ধর্মকে ভুল বুঝে

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

পলিগেমি আহমাদ বলেছেন: ধর্মান্ধ ও নাস্তিকতা একই ক্যাটাগরির মানে উভয়ই ধর্মকে ভুল বুঝে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.