![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাফের
অমুসলিমরা কাফের নয়৷ কাফের অর্থ ঢাকিয়া রাখা, আবৃত করা৷
পরমাত্মার(আল্লাহর) মহান গুনাবলিকে ধ্যান সাধনার দ্বারা বিকশিত না করে মানবীয় আত্মার ( নফস) কুগুনাবলি দ্বারা ঢেকে রাখলে তাকে কাফের বলে৷
কম বেশী সবাই কাফের৷
মুনাফিক বলতে বুঝায় কাফের যার ব্যকগ্রাউন্ড মুসলিম৷ ফলে সব মুনাফিকই কাফের৷ সব কাফের মুনাফিক নয়৷ অমুসলিমদের মুনাফেক হওয়া সম্ভব নয়৷
আবার অমুসলিম থেকেও মুমিন হওয়া যায়৷ সুরা মায়েদায় আল্লাহ বলেনঃ তাদের মধ্যে মুমিন আছে৷
আল্লাহর কিতাব বলতে কুরআন বুঝায় না৷ বরং সকল ঐশী বানীই কিতাব৷ কুরআন কিতাবের অংশ মাত্র৷
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২
আবদুল মমিন বলেছেন: মাহমুদুর রহমান বলেছেন: না বুঝে না জেনে লিখাটাও এক ধরনের মূর্খতার শামিল
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: যা মন চায় বলুন।
ব্লগ তো নিজের মনের কথা গুলো বলার জায়গা।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫
মাহমুদুর রহমান বলেছেন: না বুঝে না জেনে লিখাটাও এক ধরনের মূর্খতার শামিল।