![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবচেয়ে কমদামি জিনিস কোনটি?
উত্তর হবে মানুষ
১) ধর্ম যখন মানুষের চেয়ে বড় হয়ে যায়৷ তখনই ধর্মের জন্যে মানুষ মরে৷ ধর্মের জন্যে মানুষ নয়, মানুষের জন্যে ধর্ম
২) টাকা যখন মানুষের চেয়ে বড় হয়ে যায়৷ তখনই টাকার জন্যে মানুষ মরে৷
টাকার জন্যে মানুষ নয়, মানুষের জন্যে টাকা৷
৩) জমি যে সময় মানুষের চেয়ে বড় হয়৷ তখনই জমির কারনে মানুষ খুন হয়৷ জমির জন্যে মানুষ নয় মানুষের জন্যে জমি৷
৪) প্রথম স্ত্রী স্বামীর দ্বিতীয় স্ত্রীর উপর হিংসা হয়ে স্বামী খুন৷ মানুষের চেয়ে হিংসা আর জিদাজিদি বড় হয়ে গেল৷
২| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:১০
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর লিখেছেন।
৩| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৩:০৩
মাহমুদুর রহমান বলেছেন: আপনার অনেক কথার সাথেই আমি একমত না কিন্তু তর্কে যাবো না।
৪| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩১
রাজীব নুর বলেছেন: মানুষ আর মানুষ নাই। সব শুয়োর হয়ে গেছে।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৮
আহমেদ জী এস বলেছেন: পলিগেমি আহমাদ,
মানুষ
সৃষ্টির শ্রেষ্ঠ হলেও কিন্তু সবচেয়ে নিকৃষ্ট তাই মানুষই সবচেয়ে কমদামী। গরুর মাংশের দামও কেজি প্রতি ৫০০/৬০০টাকা। মানুষের মাংশের দাম কত ? ফুটো পয়সাও না.....................