নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলিগেমি আহমাদ

পলিগেমি আহমাদ › বিস্তারিত পোস্টঃ

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মোল্লাদের কল্পিত কাফের৷ আসল কাফের কৃষকরা৷

১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫০

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মোল্লাদের কল্পিত কাফের৷ আসল কাফের কৃষকরা৷

শস্য–সম্ভার কৃষকদেরকে( কাফেরদের) চমৎকৃত করে ( কুরআন ৫৭ঃ২০)

ইসলাম পূর্ব যুগে কৃষকদের কাফের বলা হতো৷ বীজবপনকারী=মাটিতে বীজ লুকানো থেকেই কুরআনে সত্য লুকানো কাফির শব্দটির জন্ম৷
(উইকিপিডিয়াঃ
Since farmers cover the seeds with soil while planting, the word kāfir implies a person who hides or covers. Ideologically, it implies a person who hides or covers the truth. )

অর্থ: কামরুপী (কামনা-লালসা)চিরশত্রু দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত। এই কাম দুর্বারিত অগ্নির মত চির অতৃপ্ত।
(শ্রীমদ্ভগবতগীতাঃ ৩ঃ৩৯)

ভগবতগীতায় শুদ্ধ চেতনা আবৃতকে কোন নির্দিষ্ট নাম বা সংকেত দিয়ে বিশেষায়িত করে নি৷ কিন্তু কুরানে শুদ্ধ চেতনা আবৃতকে সংক্ষেপে কাফির বলেছে৷

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: সবাই আগে মানুষ। তারপর আসে ধর্ম।
ধর্ম কে বড় করে দেখতে গিয়েই সকল সমস্যা শুরু।

২| ১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৫০

আকতার আর হোসাইন বলেছেন: দুইবার পড়েও আলোচনার অর্থ বুঝিনি।

৩| ১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৪

পলিগেমি আহমাদ বলেছেন: কাফের কথাটি কুরআনে রূপক৷ বীজবপনকারীই কাফেরের আসল অর্থ৷ কিন্তু বীজবপনকারী কেই রুপক অর্থে সত্য লুকানো অর্থে কুরআনে ব্যবহৃত হয়েছে৷

৪| ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৬

রানার ব্লগ বলেছেন: পৃথিবীতে যেদিন মানুষ থাকবে না তখন ধর্ম গুলার বেশ সমস্যা হবে। পৃথিবী জুরে এত্ত ধর্ম !!!

৫| ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি কি মিথ্যাবাদী না ম্যানিপুলেট কারী???

৫৭: ২৯ এর আয়াত এবং এর অর্থ
20
اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
তোমরা জেনে রাখ, পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক, সাজ-সজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়, যেমন এক বৃষ্টির অবস্থা, যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ বৈ কিছু নয়।
Know ye (all), that the life of this world is but play and amusement, pomp and mutual boasting and multiplying, (in rivalry) among yourselves, riches and children. Here is a similitude: How rain and the growth which it brings forth, delight (the hearts of) the tillers; soon it withers; thou wilt see it grow yellow; then it becomes dry and crumbles away. But in the Hereafter is a Penalty severe (for the devotees of wrong). And Forgiveness from Allah and (His) Good Pleasure (for the devotees of Allah.. And what is the life of this world, but goods and chattels of deception?

কি বললো কোরআনে আর আপনি কি দাড় করালেন!! এ ঠিক নয়। মৃত্যুর পর আগুনের শাস্তিকে ভয় করুন।

৬| ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: কাফের অর্থ হল অবাধ্যতা, অস্বীকার করা, অকৃতজ্ঞতা।
আপনি যে অর্থ দিলেন আর নিজের মতো করে কোরআনের আয়াত বিকৃত করে বললেন এটা আমি প্রত্যাখান করলাম।

৭| ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: শেষ কবে ডাক্তারের কাছে গেছেন?

৮| ১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি কি মিথ্যাবাদী না ম্যানিপুলেট কারী???

৫৭: ২০ এর আয়াত এবং এর অর্থ
20
اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
তোমরা জেনে রাখ, পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক, সাজ-সজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়, যেমন এক বৃষ্টির অবস্থা, যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ বৈ কিছু নয়।
Know ye (all), that the life of this world is but play and amusement, pomp and mutual boasting and multiplying, (in rivalry) among yourselves, riches and children. Here is a similitude: How rain and the growth which it brings forth, delight (the hearts of) the tillers; soon it withers; thou wilt see it grow yellow; then it becomes dry and crumbles away. But in the Hereafter is a Penalty severe (for the devotees of wrong). And Forgiveness from Allah and (His) Good Pleasure (for the devotees of Allah.. And what is the life of this world, but goods and chattels of deception?

কি বললো কোরআনে আর আপনি কি দাড় করালেন!! এ ঠিক নয়। মৃত্যুর পর আগুনের শাস্তিকে ভয় করুন।

৯| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:১২

জগতারন বলেছেন:
আমি এই পলিগেমি কচুগেমি'র কোন পোষ্ট পড়ি না।

১০| ১৮ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৫৬

পলিগেমি আহমাদ বলেছেন: উইকিতে kafir means লিখে সার্চ দিন৷pre-islamic মানে ইসলাম পূর্ববর্তী কাফের শব্দটি দ্বারা কি বুঝাতো সেটা ঘেটে বের করেন৷ আপনারা কুরআনের তাফসির নিয়ে এসেছেন৷ কুরআনের তাফসির তো ইসলাম পূর্ববর্তী নয়৷ তাফসির এসেছে বহু পরে৷

১১| ১৮ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৫৭

পলিগেমি আহমাদ বলেছেন: উইকিতে kafir means লিখে সার্চ দিন৷pre-islamic মানে ইসলাম পূর্ববর্তী কাফের শব্দটি দ্বারা কি বুঝাতো সেটা ঘেটে বের করেন৷ আপনারা কুরআনের তাফসির নিয়ে এসেছেন৷ কুরআনের তাফসির তো ইসলাম পূর্ববর্তী নয়৷ তাফসির এসেছে বহু পরে৷

১২| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:০৪

পলিগেমি আহমাদ বলেছেন: কাফের অর্থ হল অবাধ্যতা, অস্বীকার করা, অকৃতজ্ঞতা। এটি রূপক অর্থে৷ এবং কুরআনের সাহিত্যে বা পরিভাষায়৷ কিন্তু ইসলাম পূর্ববর্তী কাফির কি জানতেঃ https://en.m.wikipedia.org/wiki/Kafir

লিংকে গিয়ে Etymology তে পড়েন৷
মীর জাফর নামটি বিধর্মী নাম নয়৷ কিন্তু পলাশীর যুদ্ধের পর কেউ রাখে না৷
প্রি ইসলামিক কাফির বলতে কি বুঝাতো তা লিংকে খুব ভালো করেই দেওয়া আছে৷ তবে আপনি যদি অন্যভাবে বুঝেন৷ তবে আপনি কি বুঝলেন৷ সেটা কমেন্ট করে জানান৷ উপকৃত হবো৷ সবাই এখানে ভাই ভাই৷

১৩| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:১১

পলিগেমি আহমাদ বলেছেন: أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُه
সবুজ ফসল কৃষককে চমৎকৃত করে৷ এখানেও তো কৃষক আরবি কুফফার৷ আপনি কি আরবি জানেন ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.