নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলিগেমি আহমাদ

পলিগেমি আহমাদ › বিস্তারিত পোস্টঃ

ধর্ম এ জগতের জন্যেই

১৮ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৪৮

যে অপরের ১ টি হাজত পূরন করবে কেয়ামতের ময়দানে আল্লাহ তার ৭০ টি হাজত (চাহিদা) পূরন করবেন৷
এখানে ঈশ্বরের কাছে প্রশ্ন হলো বর্তমানে যিনি একজনের চাহিদা পূরন করতে পারেন না তিনি ৭০টি পূরন করবেন কিভাবে?
আসলে দুনিয়ার সাথে আখিরাতকে এমন কন্ডিশনে জড়িয়ে রাখা হয়েছে যেন দুনিয়াকে শুধু পরীক্ষা ক্ষেত্র হিসাবেই দেখাচ্ছে না বরং এর উপরই কোটি কোটি বছর পরকাল নির্ভর করে৷ তারমানে দুনিয়াই গুরুত্বপূর্ন৷ কিন্তু কেন?
আসলে জগত ঠিক রাখতে এমনটি করেন৷ পরকাল রূপক৷ বাস্তব নয়৷ মনকে হিপনোটাইজ (বশ) করে জগতের কল্যান৷ এটাই ধর্মের কৌশল৷
আল্লাহ কেয়ামতের ময়দানে ৭০ টি হাজত পূরন করবেন কিনা সেটি বড় বিষয় নয়৷ বিপদগ্রস্থ ব্যক্তিটি আপনার মাধ্যমে বিপদমুক্ত হলো৷ এটিই জগতের মানবিকতার জয়৷ ধর্ম বিবেকেরই বানী৷ চরম মানবিকতারই বানী৷ধর্ম শুধু কল্যানই করে৷

ধরেন আপনার কাছে ১০,০০০ টাকা দামের মোবাইল আছে৷ আপনি ঘোষনা দিলেন যে মোবাইল ভাঙ্গবে তাকে ১০ বছর জেলে রাখবেন৷ তার মানে আপনার কাছে মোবাইলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তোমনি আল্লাহ দুনিয়ার অল্প কিছুর জন্যে জাহান্নামে কোটি বছরের ব্যবস্থা করেন৷ তারমানে আল্লাহর কাছে দুনিয়াটাই মুখ্য৷ এটাই কুরআনের ফিলোসফি৷ যা কবি সাহিত্যিক ও দার্শনিকতরা বলে গেছেন৷ যা মোল্লাদের মাথায় ঢুকে না৷ জগত ঠিক রাখতেই ধর্ম

ধর্মের উদ্দেশ্য জাগতিক কল্যান৷
১) আপনি আত্মহত্যা করতে গেলেন ধর্ম ১ কোটি বছর জাহান্নামে থাকার নিশ্চয়তা দেবে শুধু আপনার আত্মহত্যা থামানোর জন্যে৷ জাহান্নামে নেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়৷
২) এক ওয়াক্ত নামায না পড়লে ২ কোটি বছর জাহান্নামে থাকতে হবে৷ এর উদ্দেশ্য আপনি যাতে নামায পড়েন
৩) ব্যভিচার করলে তো সারাজীবন আগুন৷ যাতে মানুষ ব্যভিচার না করে৷

জগত ঠিক রাখতে ও মনকে শান্ত রাখতে ও সান্ত্বনা দিতেই ধর্ম৷ বান্দাকে কোটি কোটি বছর আগুনে পোড়ানো মূলত সতর্কতা অর্থে ও রূপক (মুতাশাবিহাত)
যা আল্লাহর ৯৯ নামের সাথেও সংগতিপূর্ণ না৷ আল্লাহ এতই দয়ালু যে তাকে নিষ্ঠুর ভাবাও পাপ৷

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৫১

পলিগেমি আহমাদ বলেছেন: জান্নাত জাহান্নাম রুপক৷ এটি সম্পর্কে বিস্তারিত জানতে জান্নাত রূপক বা সদর উদ্দিন চিশতী লিখে গুগলে সার্চ দিন৷ তিনি একজন সুফি সাধক ছিলেন৷ তার কুরআন দর্শন বইটি পড়ার জন্যে অনুরোধ রইল৷

২| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:১৭

রাজীব নুর বলেছেন: এ জগতে ধর্ম অনেক টা আফিমের মতোন হয়ে গেছে।

৩| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৭

মাহমুদুর রহমান বলেছেন: যে অপরের ১ টি হাজত পূরন করবে কেয়ামতের ময়দানে আল্লাহ তার ৭০ টি হাজত (চাহিদা) পূরন করবেন৷
এখানে ঈশ্বরের কাছে প্রশ্ন হলো বর্তমানে যিনি একজনের চাহিদা পূরন করতে পারেন না তিনি ৭০টি পূরন করবেন কিভাবে?


আমি আপনাকে বলি এই যে এতো সুন্দর ভাবে বেঁচে আছেন,আজ রাত ঘুমালে কাল উঠতে পারবেন এর কোন গ্যারান্টি নেই অথচ আপনি ঠিকই আজ উঠছেন।আপনার ইচ্ছা ছিলো গতকাল রাতে ঘুমিয়ে আজ সকালে উঠবেন এবং আপনি উঠতে সক্ষম হয়েছেন।আপনার এই চাহিদা আল্লাহই তো পূর্ণ করে দিয়েছেন।তাছাড়া এই যে একটি জীবন আছে এই জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহ আপনার সকল চাহিদা কারও না কারও মাধ্যমে পূর্ণ করে থাকেন এবং যতদিন আপনাকে তিনি হায়াত দিয়েছেন ততদিন চাহিদাগুলো পূর্ণ করে যাবেন।

সামুর বিখ্যাত কথা সাহিত্যিক রাজীব নূর ভাইয়ের ধর্ম সম্পর্কে ন্যূনতম কোন জ্ঞান নেই।

৪| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৯

আকতার আর হোসাইন বলেছেন: উদ্ভট আলোচনা।

৫| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৬

আশাবাদী অধম বলেছেন: কবি সাহিত্যিক আর আর দার্শনিকদের থেকে কুরআনের ফিলোসফি নেওয়া? রাজমিস্ত্রীর কাছে যেয়ে আপনার মানসিক রোগের চিকিৎসা গ্রহন করুন৷

৬| ১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০২

দি রিফর্মার বলেছেন: পারলৌকিক পুরষ্কার লাভের আশায় না হোক, জাগতিক শৃঙ্খলা ও মানষিক শান্তি লাভের উদ্দেশ্যে হলেও সকলের ধর্ম মেনেচলা উচিৎ। আর তুলনামূলকভাবে ইসলামই শ্রেষ্ঠ ধর্ম। মুসলমানরাই শ্রেষ্ঠ জাতি।

৭| ১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

মৃত্যু হবে একদিন বলেছেন: আল্লাহ মানুষকে যে ইচ্ছা শক্তি দিয়েছেন তাই মানুষ তার ইচ্ছা অনুযায়ী ভাবতে পারেন যেটা অন্য প্রাণী কে দেয় নাই।
আর ইসলাম ধর্ম মেনে চলার মধ্যে কল্যাণ আছে আপনি প্রমাণ করতে পারবেন যে, আল্লাহ নেই ?
আচ্ছা পরকাল বলে যদি কিছু থেকে থাকে তাহলে আপনার অবস্থ্যা কি হবে ?
আমি দুনিয়া করবো আখিরাতে জান্নাত নেওয়ার আশায় আল্লাহর ইবাদত করবো কিন্তু আপনি শুধু দুনিয়া করতেছেন যদি আখেরাত বলে কিছু থাকে তাহলে আপনি সেই দিন বিপদে পরবেন ভাই একটু ভেবে দেখুন।

যে বুদ্ধীমান সে নাস্তিক হয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.