নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলিগেমি আহমাদ

পলিগেমি আহমাদ › বিস্তারিত পোস্টঃ

প্রানী তৈরি করা হইছে শুধু ইবাদত করার জন্য মানুষ তৈরি করা হয়েছে ইবাদত করে মনুষ্যত্ব বিকশিত করার জন্যে

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৬

সৃষ্টির উদ্দেশ্যঃ
ইবাদতের জন্যে মানুষকে নয় প্রানী ও ফেরেশতাদের তৈরি করা হয়েছে৷
মানুষকে প্রতিনিধি তৈরি করা হয়েছে তার মতো হওয়ার জন্যে৷
স্বাধীনবুদ্ধি দেওয়া হয়েছে যাতে দয়া নিষ্ঠুরতা দুটিই থাকবে৷ এর মধ্যে দয়াকে জয়যুক্ত করবে৷
এটাই মানুষ তৈরির উদ্দেশ্য৷


প্রান থাকিলেই প্রানী হয় কিন্তু মন না থাকিলে মানুষ হয় না৷

প্রানীরা রহমান, রহিম জপিয়া মনকে বিকশিত করে দয়ালু হতে পারে না৷

মানুষ মনকে বিকশিত করে মনের মধ্যে পরিবর্তন আনিয়া দয়ালু হয়ে যেতে পারে৷
ফেরেশতা বা প্রানীরা যে জায়গায় ছিল সেখানেই থাকে৷

আদম সৃষ্টির সময় ফেরেশতারা বলেছিল আমরাইতো আপনার ইবাদত করছি৷ কিন্তু আল্লাহ বলেন আমি যা জানি তা তোমরা জাননা৷


প্রানী তৈরি করা হইছে শুধু ইবাদত করার জন্য মানুষ তৈরি করা হয়েছে ইবাদত করে মনুষ্যত্ব বিকশিত করার জন্যে৷
যদি শুধু ইবাদতই উদ্দেশ্যে হয় তবে প্রানীরা কি দোষ করল? তার মানে শিক্ষাগ্রহন ও মনুষত্ব বিকশিত করাই মূল উদ্দেশ্য


ফেরেশতা ও প্রানীরা ইবাদত করে মনের মধ্যে পরিবর্তন আনতে পারে না৷ সেই জন্যে মানুষ তৈরি করা হইছে৷
সুতরাং মানুষকে শুধু ইবাদতের জন্যে তৈরি করা হয় নি৷ বরং ইবাদত করে মনের মধ্যে পরিবর্তন আনাটাই মানব তৈরির মুখ্য বিষয়৷

ইবাদত নয় বরং ইবাদত করে মনের মধ্যে পরিবর্তন আনাই মানুষের ইবাদতের মূল লক্ষ্য৷ নতুবা শুধু ইবাদতের জন্যে প্রানীদের অভাব ছিল না৷

আল্লাহ গরু ছাগল তৈরি করছে ইবাদতের জন্যে মানুষ তৈরি করছে মনকে বিকশিত করার জন্যে৷ দুটির উদ্দেশ্য এক নয়


আল ইলাহ (আল্লাহ) বা প্রধান ইলাহ দয়ালু
মানুষ দয়ালের প্রতিনিধি বা প্রকাশ৷
মানুষের মাঝে দয়া বিকশিত হলে তাকে মুমিন (মানুষের মতো মানুষ) বলে৷
ষড়রিপুতে দয়া ঢাকিয়া গেলে তাকে কাফের বা অমানুষ বলে৷

রহমান, রহিম নাম জপিয়া নিজেই দয়ালু হয়ে বিকশিত হয়ে অমানুষ থেকে মানব স্তরে উন্নীত হতে পারাই মানব জীবনের চরম স্বার্থকতা৷

রহমান, রহিম নাম জপিয়া নিষ্ঠুর হইলে তোমার নাম জপা কবুল হয় নি৷

প্রশ্নঃ প্রতিদিন পত্রিকায় স্বামীর হাতে স্ত্রী খুন বা স্ত্রীর হাতে স্বামী খুন৷ সমাধান কি?

উত্তরঃ
তোমার মনের ভিতর রহমত (দয়া) যদি বড় হইয়া যায়৷ তখন এগুলি হবে না৷

আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি
তোমার এ নামের গুনে আগুন হইয়া যায় পানি৷

তুমি যদি আল্লাহর ঐ দয়াকে নিজের মধ্যে বিকশিত করতে না পারো, তবে আল্লাহর এ দয়ার দাম কোথায়?
আল্লাহর দয়ার স্বার্থকতা তোমার নিজের মধ্যে বিকশিত করার মধ্যে৷ স্রষ্টা সৃষ্টির মাধ্যমেই বিকাশ লাভ করে৷ মানুষ আল্লাহর জাহের রুপ৷ মানুষের দয়াই আল্লাহর দয়া৷

আল্লাহ রহমান, রহিম থাকলে তো হবে না৷ তোমাকেই আল্লাহর গুনে গুনান্বিত হতে হবে৷ তোমাকেই রহমান, রহমান রহিম হওয়ার সাধনা করতে হবে৷

বীজরূপী রহমান, রহিম হিসেবে প্রেমময় আল্লাহ তোমার মনের ভিতর বিরাজিত৷ চেষ্টা ও সাধনার দ্বারা বীজরূপী রহমান, রহিমকে বৃক্ষে বিকশিত করতে হবে৷ তখনই কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ বৃক্ষে ঢাকা পড়বে৷ তখনই টাকার চেয়ে প্রেম তোমার নিকট বড় হয়ে যাবে৷

আল্লাহ দয়ার সাগর হলেও চক বাজারের আগুন আল্লাহ নিভান নি৷ ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে৷ অবশ্য তিনি ইট, পাথরের তৈরি মসজিদকে রক্ষা করেছেন৷
মানুষই রব, রহমান, রহিম৷ আল্লাহ রব্বুল আলামিন, আর রহমান, আর রহিম৷


রহমান রহিম জপ করব নিজের মধ্যে দয়া বিকশিত করতে৷ নিজে দয়ালু হতে৷ শুধু সওয়াবের জন্যে নয়৷সওয়াব উছিলা৷ কিন্তু উদ্দেশ্য আপনি দয়ালু হয়ে যাবেন
কুরআনের ফিলোসফি বুঝতে হবে৷ ৷


তুমি নিষ্ঠুর হলে ইহা আয়নার মতো তোমার উপরই ফিরত আসবে৷ তুমিই আরেকজন দ্বারা খুন হবে৷

ভগবান প্রিয় হতে পারে সেইজন
সব প্রানীকে ভালোবেসে কাদে যার প্রান৷


সবই তো জানো সবই তো শুন
তবু কেন ভেঙ্গেচুরে সমান কর না?
তুমি দেখিয়া না দেখ, চক্ষু বুঝিয়া থাকো
কি হবে তোমার প্রেমে অন্তর জ্বালাইয়া?


তোমার দয়ার বিকাশ করো আমার মাঝে










মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:

মনে হয়, যেহেতু আপনি প্রাণী ও মানুষ তৈরি করেছেন, আপনি উদ্দেশ্য ও বিধেয় সবই জানেন।

২| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: কিন্তু কুরআনে এ বিষয়ে বলা হয়েছে,

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُوْن-

‘আমার ইবাদত করার জন্যই আমি মানুষ ও জিন জাতি সৃষ্টি করেছি’(যারিয়াত ৫১/৫৬)।

৩| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: আমি যদি সারাদিন ইবাদর বন্দেগী করতে থাকি- আমার খাওয়া দাওয়া, সমস্ত রকম খরচ কে দিবে?

৪| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৯:০২

পলিগেমি আহমাদ বলেছেন: শুধুমাত্র আমার মানে শুধুমাত্র আল্লাহর৷ অন্য কারোও ইবাদত নয়৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.