নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পলিগেমি আহমাদ

পলিগেমি আহমাদ › বিস্তারিত পোস্টঃ

রেট্রোফিটিং (মেরামত) না করে যদি ভবন ভাঙ্গাই সমাধান হয় তবে হাসপাতালে চিকিৎসা না করে রোগী মারাই সমাধান হওয়া উচিত৷

২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

৯০% ভবন নকশা বহির্ভুত৷ তাই সবগুলি ভেংগে ফেললে আমাদের ১৪০০ বছর আগে ফিরত যেতে হবে৷ মানে তাবুতে থাকতে হবে৷
কাঠামোগতই হোক বা অকাঠামোগতই হোক রেট্রোফিটিং নামক সমাধান থাকতে কেন ভেঙ্গে ফেলার চিন্তা আসে?

আপনার দেহে একটি টিউমার হলে আঙ্গুলটি কাটেন৷ নাকি গলাই কেটে ফেলেন?

ধরা যাক ছোট একটি ৩ তলা বাসার একটি কলাম দুর্বল৷ বাসাটিতে যদি ১২ টা কলাম থাকে তাহলে ১২ টি বিমও আছে৷
মোটঃ ১২+১২=২৪ টি

তাহলে তিনতলা বাসায় মোট পিলার+বিম=২৪*৩=৭২
গ্রেডবিম আরো ১২ টি
সুতরাং ১২+৭২=৮৪ টি৷

কিন্তু হয়তো একটি কলামের একটি বেসের কারনে ভবনটি দুর্বল হয়ে আছে৷

১ টি কলামে সমস্যার জন্যে বাকি ৮৩ টি ভাঙ্গার কি যুক্তি?
বাড়িতে শুধু কি বিম কলাম থাকে? টাইলস, টয়লেট, বাথরুম মিলিয়ে কোটি টাকা খরচ হয়৷ এগুলি তো কোন দোষ করে নি৷


রেট্রোফিটিং (মেরামত) না করে যদি ভবন ভাঙ্গাই সমাধান হয় তবে হাসপাতালে চিকিৎসা না করে রোগী মারাই সমাধান হওয়া উচিত৷

ভবন ভাঙ্গা সমাধান নয়৷ বরং ভবনের ফিটনেস টেস্ট করে যদি ত্রুটি পাওয়া যায় এবং বাড়িওয়ালা যদি ঐ ত্রুটি নির্ধারিত সময়ের মাঝে সমাধান না করে তবে ভেঙ্গে ফেলাই আমি যৌক্তিক মনে করি৷

কিন্তু যেখানে চিকিৎসা সম্ভব৷ এবং দিন দিন চিকিৎসা আধুনিক হচ্ছে৷ সেখানে চিকিৎসা (মেরামত) না করে মানুষ মেরে ফেলা কতটুকু যৌক্তিক?





মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

আকতার আর হোসাইন বলেছেন: অতকিছু বুঝিনা.... অধিক ঝুঁকিপূর্ণ ভবণগুলো ভাঙতে হবে।

২| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: ভবন না ভেঙ্গে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা ভেবে বের করতে হবে। দরিদ্র দেশে ভবন ভাঙ্গা ঠিক হবে না।

৩| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যুক্তিপূর্ণ পোস্ট।
এক মত পোষণ করছি।

৪| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৪

মাহমুদুর রহমান বলেছেন: কিছু বলবো না কারন আমার কথার মূল্য নেই সরকারের কাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.