![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম কাকে বলে?
দুখকে ভালোবেসে পরের দুখকে নিজের ঘাড়ে নিয়ে অন্যকে সুখী করাকে প্রেম বলে৷
দুখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়৷ আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়৷
আহাদ জগত দুখময় ও নির্ভরশীল৷
আহাদ জগত নির্ভরশীল বিধায় এক দলের লোককে দুঃখ হইতে বাচাইবার জন্যে আরেক দলকে দুখ পাইতে হবে৷ এই দুই জাতের মানুষ লইয়া সংসার৷ এটাই ধর্মের মূল৷
আহাদের মূলে সামাদ৷ আহাদ জগতের বাসিন্দারা মানুষের দুখ দূর করে ও নিজে চাহিদামুক্ত হয়ে সামাদিয়াত(অমুখাপেক্ষী) অর্জন করে৷
বিদ্রঃ লা মওজুদা ইল্লাল্লাহু না বুঝলে এটা বুঝা সম্ভব নয়৷
যেহেতু আহাদ জগতের দুএকজন বাদে অন্য কারো পক্ষে সামাদিয়াত অর্জন(চাহিদামুক্ত) সহজ নয়৷ তাই আহাদ জগতের বাসিন্দাদের দুখ দূর হওয়ার নহে৷ আহাদ জগত নির্ভরশীল বিধায় নিজের দুখ নিজেও দূর করতে পারে না৷ অপর জন করতে পারে৷ অপরজন আহাদ বা সামাদ জগতের যেকোন রবরূপী মানুষই হতে পারে৷ এভাবে দুখ করতে গিয়ে যে নিজে সম্পূর্ন চাহিদামুক্ত হয়ে যেতে পারে৷ তাকে অমুখাপেক্ষী বা সামাদ আল্লাহ বলে৷ এর মূল আধার স্বয়ং আল্লাহ নিজেই৷ সুতরাং সামাদ আল্লাহরই রূপ৷
সামাদের মূল আধার লা শরিক আল্লাহ৷ মূলত একজনেই তিন রূপে খেলিতেছে৷ এটাই তাওহিদ৷
আহাদ জগতের একজন মানুষের দয়া, আসলে আহাদের নয়৷ সামাদেরও নয়৷ বরং এ দয়ার মূলাধার স্বয়ং আল্লাই৷
কাম(চাহিদা) থাকিতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা৷
প্রেম মানে স্বত্বত্যাগ বিসর্জন৷ চাহিদা থাকলে বিসর্জন দিবেন কিভাবে৷ নিজের চাহিদাই তো পূরন করে কুলাতে পারবেন না৷ আল্লাহ প্রেমময়(আল-ওয়াদুদ) বিধায় সকল প্রেমের আধার স্বয়ং আল্লাহ নিজেই৷
দুখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়৷ আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়৷
আহাদ জগত নির্ভরশীল বিধায় নিজের দুখ নিজে দূর করতে পারে না৷ এক দলের লোককে দুঃখ হইতে বাচাইবার জন্যে আরেক দলকে দুঃখ পাইতে হবে
অর্থাৎ একদল থাকিতে হইবে যারা দুখকে ভালোবেসে পরের দুখকে নিজের ঘাড়ে নিয়ে নিবে পরের দুখ দূর করার জন্যে৷ এটাই প্রকৃত প্রেমের সংগা৷
যারা পরের দুখ নিয়ে নিবে তাদের মন আগুনে পুড়ে অলংকার হবে৷ মানে সীমাহীন কষ্ট তাদের সহ্য করতে হবে৷ এর পরেই তারা অলংকার হবে৷
সুতরাং প্রেম সহজ জিনিস নয়৷ দুনিয়ার সবচেয়ে কঠিন জিনিস৷ চাহিদা ও বন্ধন হলো সবচেয়ে সহজ জিনিস৷
২| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: দুনিয়ার সবচেয়ে সতা জিনিস প্রেম।
৩| ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০২
পলিগেমি আহমাদ বলেছেন: আগুনে মন পুড়ে (নিজে দুখী হয়ে) অলংকার (অপরকে সুখী)বানাতে হয়৷
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৩
কানিজ রিনা বলেছেন: ওপেন প্লাটফর্মে এসব তত্ব নাদিলেই ভাল।
আহাদে আহমেদ মোহাম্মাদ পর্যন্ত তিন তত্ব।
ইহা বুঝার মত জ্ঞান পরিধি খুব কম মানুষ
আছে তাই তুচ্ছ তাচ্ছিল্য করবে নাস্তিক ও
কোম বুঝা আস্তিক। তবে আপনার পোষ্ট
অনেক ভাল লাগল। অসংখ্য ধন্যবাদ।