নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব্যসাচী নিশাচর

সব্যসাচী নিশাচর › বিস্তারিত পোস্টঃ

X( X( X(

১৬ ই মার্চ, ২০১৫ রাত ২:২৯


আমার কন্সাস ক্লিয়ার। ইচ এন্ড এভরি পাকিস্তানী ফ্লেভ-সাইট-সেক্টর কে আমার কাছে ঘৃণিত আমার ক্ষমতা থাকলে পাকিদের সাথে যাবতীয় বিজনেস-কূটনীতি বন্ধ করে দিতাম। ৭১ এর ঘটনায় ওরা লজ্জিত তো নয়ই
এমনকি নূন্যতম দু:খবোধ ওদের মাঝে আজ পর্যন্ত নেই।
কিছু কিছু অকালকুষ্মাণ্ড বলে;
'আরে খেলা তো খেলাই এখানে আবার দেশ কি!'

ইমাজিন, আজ থেকে ৪৪বছর আগে আমারই আপন প্রতিবেশী একি মহল্লার ভাই-বেরাদার-পরিবার আমার পরিবারকে নির্যাতন করলো শোষন উৎপীড়ন করলো আমার ভাইদের হত্যা করলো আমার বোনদের .......

আর সেই একই শুয়োরদের উত্তরাধিকাররা যখন কোন বিশ্ব প্রতিযোগিতায় যাবে; হোক সে যে কোন কিছুই, আর আমি আমার বংশধর-উত্তরাধিকার তাদের সমর্থন জানাবে... X((

এত্তো বড়ো উদার বানচো* আমি নই X(

Itz alwayz war...in every aspect, each sights and every things...it shall be thee X((

হতে পারে ইন্ডিয়া অনেক বড়ো দেশ, আমাদের প্রতিবেশী; কিন্তু ইন্ডিয়াকে বন্ধু মনে করার কিছু তো দেখি না :|

আই মিন কাম অন, তুমি যদি তোমার শত্রুকে কেটে অর্ধেক করার সুযোগ পাও....ছেড়ে দেবে।।

এখন পর্যন্ত দাদাবাবুদের কোন আচরণটা সার্থবিহীন বন্ধুসুলভ দেখান দেখি মশাই :|

ওদের কোম্পানি আমাদের শিল্পকে প্রতিনিয়ত ধ্বংস করছে, ওদের কালচার এর ভীড়ে আমাদের কৃষ্টি খোঁজে পাওয়া দূষ্কর।।

তবুও আমি অবাক হয়ে দেখি, পাকিস্তান প্রসংগে তো যেমন-তেমন, ইন্ডিয়ার বেলায় অনেকের গলা ককেমন যেনো মিইয়ে যায় X((

আমি কট্টর বাংলাদেশী বস :-/

যেসব বাঙ্গাল বঙ্গেত জন্মে
পূজিল হিন্দ আর পাকিস্তান
তাহাগো জন্ম নির্ণয় মুই কভু ন জান

X((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.